ETV Bharat / sports

অশ্বিনে কামাল, ভারতই সিরিজ জিতবে; বলছেন বাংলার প্রাক্তনরা

author img

By

Published : Feb 16, 2021, 7:34 PM IST

রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের দুরন্ত বোলিং-ই তরান্বিত করেছে জয়, বললেন সৌরাশিষ লাহিড়ী, উৎপল চট্টোপাধ্যায়, শিবশংকর পালরা ৷

india-will-win-the-india-england-test-series-says-the-alumni-of-bengal-cricket
india-will-win-the-india-england-test-series-says-the-alumni-of-bengal-cricket

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জয়ের রাস্তা ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সেই ঠিক হয়ে গিয়েছিল । তার ওপর রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিং পারফরম্যান্স জয়কে ত্বরান্বিত করেছে । ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে বললেন বাংলার প্রাক্তনরা ৷

বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ী নিজে অফস্পিনার ছিলেন । তাই রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচের সেরা হওয়ায় বাড়তি খুশি তিনি । তাঁর মতে, "বোলার অশ্বিনের ভালো পারফরম্যান্স নতুন নয় । এর আগেও দেখেছি । আমার ভালো লাগল ওর ব্যাটিং । টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা কঠিন । অশ্বিন সেটাই করল অনায়াসে । কোনও সময় দেখে মনে হয়নি চিপকের স্পিনিং উইকেটে ব্যাট করতে সমস্যায় পড়েছে । আরেকটি জিনিস, টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু লড়াইটা ব্যাট হাতেও করছে । যা দলের ইনিংসে বাড়তি মাত্রা যোগ করছে । পিছিয়ে পড়ে সিরিজ়ে সমতা ফেরানো সবসময় কৃতিত্বের । তাই এই জয়কে কৃতিত্ব দিতেই হবে ।"

আরও খবর : 317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

বাংলা দলের আরেক প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায় মনে করেন, চিপকের এই টেস্ট ম্যাচ অশ্বিনের টেস্ট ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে । একজন ভারতীয় স্পিনার সেঞ্চুরি করছে এবং পুরো ম্যাচে আট উইকেট নিচ্ছেন, এই অলরাউন্ড পারফরম্যান্স খুব একটা দেখা যায় না । সেদিক থেকে সেরা অশ্বিন কোনও সন্দেহ নেই । "হরভজন, কুম্বলের তুলনায় অশ্বিনের উইকেট নেওয়ার স্ট্রাইক রেট বেশি । ধারাবাহিক ভাবে নিখুঁত বল করতে পারে । সাদা বলের ক্রিকেটে অশ্বিনই সেরা । যে কোনও পিচে বল ঘোরানোর ক্ষমতা রয়েছে । ইংল্যান্ডের প্রাক্তনরা চিপকের পিচের চরিত্র নিয়ে কথা বলছেন । পিচ তো আনপ্লেয়েবল ছিল না । এর থেকেও খারাপ পিচে খেলার নজির রয়েছে । প্রথম দিনে বল পড়ে ধুলো উড়েছে সত্যিই । তবে, অসমান বাউন্স বা বল গড়িয়ে যাওয়ার সমস্যা দেখা যায়নি । এই দেশের পিচের চরিত্রের সঙ্গে মানাতে না পারলেই অভিযোগ ওঠে । এখন সিরিজ় 1-1 । বাকি দুটো ম্যাচে ভারতের জয় নিয়ে আশাবাদী ৷" মন্তব্য উৎপলের ।

বাংলার আরেক প্রাক্তন শিবশংকর পাল বলছেন, "সিরিজ়ে পিছিয়ে পড়েও পুরো দলটা হাল ছাড়ছে না দেখে ভালো লাগছে । অস্ট্রেলিয়ায় হোক বা ঘরের মাঠ টিম ইন্ডিয়ার ছেলেরা প্রত্যেকেই লড়াই করতে ভালোবাসে । এখানেও হারের ধাক্কা সামলে জয়ের রাস্তায় ফেরা গেল । পিচ নিয়ে এত কথা হচ্ছে । অশ্বিন দেখিয়েছেন নিজেকে ভাঙতে হয়, প্রয়োগ করতে হয় । ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তা পারেননি । আর অশ্বিন যেভাবে সেঞ্চুরি এবং আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হল, তাতে বলা যায় দলের অলরাউন্ডার সমস্যা মিটল । আমি বাকি দুটো টেস্টে ভারতের পক্ষে বাজি ধরব ।"

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জয়ের রাস্তা ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সেই ঠিক হয়ে গিয়েছিল । তার ওপর রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিং পারফরম্যান্স জয়কে ত্বরান্বিত করেছে । ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে বললেন বাংলার প্রাক্তনরা ৷

বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ী নিজে অফস্পিনার ছিলেন । তাই রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচের সেরা হওয়ায় বাড়তি খুশি তিনি । তাঁর মতে, "বোলার অশ্বিনের ভালো পারফরম্যান্স নতুন নয় । এর আগেও দেখেছি । আমার ভালো লাগল ওর ব্যাটিং । টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা কঠিন । অশ্বিন সেটাই করল অনায়াসে । কোনও সময় দেখে মনে হয়নি চিপকের স্পিনিং উইকেটে ব্যাট করতে সমস্যায় পড়েছে । আরেকটি জিনিস, টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু লড়াইটা ব্যাট হাতেও করছে । যা দলের ইনিংসে বাড়তি মাত্রা যোগ করছে । পিছিয়ে পড়ে সিরিজ়ে সমতা ফেরানো সবসময় কৃতিত্বের । তাই এই জয়কে কৃতিত্ব দিতেই হবে ।"

আরও খবর : 317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

বাংলা দলের আরেক প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায় মনে করেন, চিপকের এই টেস্ট ম্যাচ অশ্বিনের টেস্ট ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে । একজন ভারতীয় স্পিনার সেঞ্চুরি করছে এবং পুরো ম্যাচে আট উইকেট নিচ্ছেন, এই অলরাউন্ড পারফরম্যান্স খুব একটা দেখা যায় না । সেদিক থেকে সেরা অশ্বিন কোনও সন্দেহ নেই । "হরভজন, কুম্বলের তুলনায় অশ্বিনের উইকেট নেওয়ার স্ট্রাইক রেট বেশি । ধারাবাহিক ভাবে নিখুঁত বল করতে পারে । সাদা বলের ক্রিকেটে অশ্বিনই সেরা । যে কোনও পিচে বল ঘোরানোর ক্ষমতা রয়েছে । ইংল্যান্ডের প্রাক্তনরা চিপকের পিচের চরিত্র নিয়ে কথা বলছেন । পিচ তো আনপ্লেয়েবল ছিল না । এর থেকেও খারাপ পিচে খেলার নজির রয়েছে । প্রথম দিনে বল পড়ে ধুলো উড়েছে সত্যিই । তবে, অসমান বাউন্স বা বল গড়িয়ে যাওয়ার সমস্যা দেখা যায়নি । এই দেশের পিচের চরিত্রের সঙ্গে মানাতে না পারলেই অভিযোগ ওঠে । এখন সিরিজ় 1-1 । বাকি দুটো ম্যাচে ভারতের জয় নিয়ে আশাবাদী ৷" মন্তব্য উৎপলের ।

বাংলার আরেক প্রাক্তন শিবশংকর পাল বলছেন, "সিরিজ়ে পিছিয়ে পড়েও পুরো দলটা হাল ছাড়ছে না দেখে ভালো লাগছে । অস্ট্রেলিয়ায় হোক বা ঘরের মাঠ টিম ইন্ডিয়ার ছেলেরা প্রত্যেকেই লড়াই করতে ভালোবাসে । এখানেও হারের ধাক্কা সামলে জয়ের রাস্তায় ফেরা গেল । পিচ নিয়ে এত কথা হচ্ছে । অশ্বিন দেখিয়েছেন নিজেকে ভাঙতে হয়, প্রয়োগ করতে হয় । ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তা পারেননি । আর অশ্বিন যেভাবে সেঞ্চুরি এবং আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হল, তাতে বলা যায় দলের অলরাউন্ডার সমস্যা মিটল । আমি বাকি দুটো টেস্টে ভারতের পক্ষে বাজি ধরব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.