ETV Bharat / sports

গোলাপি বলের দিন রাতের টেস্টে যাদের দিকে নজর থাকবে - মেন ইন ব্লুজ

সিরিজ়ের প্রথম ম্যাচে হারলেও, পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত ৷ এবার দিন রাতের ম্যাচ ৷ আর সেই ম্যাচে ভারতীয় শিবিরের কোন কোন ক্রিকেটারের উপর নজর রাখতেই হবে ?

দিন রাতের টেস্টে যাদের দিকে থাকবে নজর
দিন রাতের টেস্টে যাদের দিকে থাকবে নজর
author img

By

Published : Feb 23, 2021, 10:38 PM IST

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : সর্দার প্যাটেল স্টেডিয়াম বা মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদ ৷ বিশ্বের সর্ববৃহৎ এই স্টেডিয়ামেই বসতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ ৷ সিরিজ়ের প্রথম ম্যাচে চেন্নাইয়ে হার মানতে হয়েছিল ভারতকে ৷ যদিও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লুজরা ৷ দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে নজর কেড়েছিলেন বেশ কয়েকজন ৷ তৃতীয় টেস্টে কাদের দিকে নজর রাখতে হবে ?

অক্ষর প্যাটেল

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ে নজর কেড়েছিলেন অক্ষর ৷ নিজের টেস্ট অভিষেক ম্যাচে 7টি উইকেট নেন তিনি ৷ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে দুটি ইনিংসেই আউট করেন প্যাটেল ৷ প্রথম ইনিংসে সুইপ খেলতে গিয়ে আউট হন রুট ৷ অন্যদিকে দ্বিতীয় ইনিংসে অক্ষরের বাঁহাতি অফস্পিন বল বুঝতে পারেননি ইংরেজ অধিনায়ক ৷ তাই তৃতীয় টেস্টের আগে ভারতীয়রা আশাবাদী ফের জ্বলে উঠবেন অক্ষর ৷

রোহিত শর্মা

প্রথম ম্যাচে খুঁজে পাওয়া না গেলেও, দ্বিতীয় ম্যাচে নজর কাড়েন রোহিত শর্মা ৷ এক সময় মাত্র 86 রানে 3 উইকেট হারায় ভারত ৷ সেখান থেকে লড়াকু ইনিংস উপহার দেন রোহিত ৷ খেলেন 161 রানের ইনিংস ৷ ভারতের স্কোর 329 নিয়ে যেতে বড় ভূমিকা নেন হিটম্যান ৷ এই ম্যাচেও হিটম্যানের ব্যাট কথা বলবে বলে আশাবাদী ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷

আরও পড়ুন : সামনে শুধু কিংবদন্তি কপিল, মাইলফলকের মুখে ইশান্ত

অজিঙ্কা রাহানে

ভারতের সহ অধিনায়ক রাহানের ফর্ম ভারতীয়দের চিন্তার কারণ ৷ এখনও পর্যন্ত 4টি ইনিংসে মাত্র 78 রানে করেছেন অজিঙ্কা ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিতের সঙ্গে পার্টনারশিপ গড়ে 67 রানের ইনিংস খেলেন তিনি ৷ এমনকী অস্ট্রেলিয়াতেও এমসিজিতে শতরান ছাড়া তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তাই সামনের দুটি টেস্ট ম্যাচ রাহানের জন্য খুব গুতরুত্বপূর্ণ হতে চলেছে ৷ ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাট হাতে তাঁকে জ্বলে উঠতেই হবে ৷

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : সর্দার প্যাটেল স্টেডিয়াম বা মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদ ৷ বিশ্বের সর্ববৃহৎ এই স্টেডিয়ামেই বসতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ ৷ সিরিজ়ের প্রথম ম্যাচে চেন্নাইয়ে হার মানতে হয়েছিল ভারতকে ৷ যদিও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লুজরা ৷ দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে নজর কেড়েছিলেন বেশ কয়েকজন ৷ তৃতীয় টেস্টে কাদের দিকে নজর রাখতে হবে ?

অক্ষর প্যাটেল

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ে নজর কেড়েছিলেন অক্ষর ৷ নিজের টেস্ট অভিষেক ম্যাচে 7টি উইকেট নেন তিনি ৷ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে দুটি ইনিংসেই আউট করেন প্যাটেল ৷ প্রথম ইনিংসে সুইপ খেলতে গিয়ে আউট হন রুট ৷ অন্যদিকে দ্বিতীয় ইনিংসে অক্ষরের বাঁহাতি অফস্পিন বল বুঝতে পারেননি ইংরেজ অধিনায়ক ৷ তাই তৃতীয় টেস্টের আগে ভারতীয়রা আশাবাদী ফের জ্বলে উঠবেন অক্ষর ৷

রোহিত শর্মা

প্রথম ম্যাচে খুঁজে পাওয়া না গেলেও, দ্বিতীয় ম্যাচে নজর কাড়েন রোহিত শর্মা ৷ এক সময় মাত্র 86 রানে 3 উইকেট হারায় ভারত ৷ সেখান থেকে লড়াকু ইনিংস উপহার দেন রোহিত ৷ খেলেন 161 রানের ইনিংস ৷ ভারতের স্কোর 329 নিয়ে যেতে বড় ভূমিকা নেন হিটম্যান ৷ এই ম্যাচেও হিটম্যানের ব্যাট কথা বলবে বলে আশাবাদী ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷

আরও পড়ুন : সামনে শুধু কিংবদন্তি কপিল, মাইলফলকের মুখে ইশান্ত

অজিঙ্কা রাহানে

ভারতের সহ অধিনায়ক রাহানের ফর্ম ভারতীয়দের চিন্তার কারণ ৷ এখনও পর্যন্ত 4টি ইনিংসে মাত্র 78 রানে করেছেন অজিঙ্কা ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিতের সঙ্গে পার্টনারশিপ গড়ে 67 রানের ইনিংস খেলেন তিনি ৷ এমনকী অস্ট্রেলিয়াতেও এমসিজিতে শতরান ছাড়া তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তাই সামনের দুটি টেস্ট ম্যাচ রাহানের জন্য খুব গুতরুত্বপূর্ণ হতে চলেছে ৷ ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাট হাতে তাঁকে জ্বলে উঠতেই হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.