ETV Bharat / sports

বিরাটের কথাতেই সুইপ শট খেলি : অশ্বিন - ashwin

দ্বিতীয় ম্য়াচে অশ্বিন 8 উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন । কোহলির সঙ্গে 96 রানের পার্টনাশিপ ।

ashwin
ashwin
author img

By

Published : Feb 17, 2021, 10:23 AM IST

চেন্নাই, 17 ফেব্রুয়ারি : ক্রিকেটই তাঁর কাছে সব । ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারেন না । এমনই বললেন ভারতীয় অপ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন । চলতি সিরিজ়ে প্রথম ম্য়াচ হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারত । ম্য়াচের অন্যতম নায়ক সেই অশ্বিন । ব্যাট ও বল হাতে অসমান্য কৃতিত্বের প্রমাণ দিয়েছেন । এহেন অশ্বিন খেলার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে একটি সাক্ষাৎকার দিলেন ।

বিরাটের কথায় আগে এত আক্রমণাত্মক অশ্বিনকে তিনি দেখেননি । অস্ট্রেলিয়া সফর থেকে আলাদা কী হয়েছে । উত্তরে অশ্বিন বলেন, করোনা সবার জীবন বদলে দিয়েছে । করোনাকালে বন্ধ থেকেছে কাজ, বন্ধ থেকেছে ক্রিকেট । এমতাবস্থায় অশ্বিন বলেন, "যেভাবে সব বন্ধ হয়ে গিয়েছিল, তাতে জানতামও না এরপর কী ঘটবে । ক্রিকেট ছাড়া কিছু বুঝি না । যদি আমার থেকে ক্রিকেটকে নিয়ে নেওয়া হয়, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব । আমি যখন ক্রিকেট নাও খেলি, টিভি চালিয়ে পুরানো খেলা দেখি ।" তিনি তাঁর খেলায় পরিবর্তনের কারণ বলতে গিয়ে বলেন, আগে তিনি বিদেশে গিয়ে নিজের খেলা নিয়ে ভেবে এবং অন্য়কে ভুল প্রমাণ করানোর চেষ্টা করতেন । অজ়ি সফরে তিনি ভাবনা বদলান । অন্যরা কী বলল তাতে কান না দিয়ে, নিজের সেরাটা দিয়ে নিজেই নিজের কাছে সেরা প্রমাণ করার ভেবেছিলেন । আর তা থেকেই আসে সাফল্য । এছাড়াও পূজারা, রাহানে এবং কোহলির হার না মানা মানসিকতা যে অনেকটাই সাহায্য করে তাঁকে তা খোদ অধিনায়কের সামনেই মেনে নেন তিনি ।

আরও পড়ুন : ম্যাচ প্রতি উইকেট নেওয়ায় কুম্বলে এবং হরভজনের থেকে এগিয়ে অশ্বিন

উল্লেখ্য দ্বিতীয় ম্য়াচে অশ্বিন 8 উইকেট নেন । এবং দ্বিতীয় ইনিংসে করেন 106 রান । কোহলির সঙ্গে 96 রানের পার্টনাশিপ । দর্শক এবং ঘরের মাঠ প্রসঙ্গে বিরাট তাঁকে প্রশ্ন করলে, বিরাটকে তিনি বলেন, "কেরিয়ারে প্রথমবার মাথা কাজ করছে না । আমি যখন গতকাল ব্যাট করতে যাই, কিছু বোঝার মতো ক্ষমতা ছিল না । আমি ব্যাটে নেমেই তোমাকে জিজ্ঞাসাও করি, সুইপ মারা শুরু করব কি না । আমি ওইরকমই মনে করছিলাম । ভিতরটা অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল ।"

অফ স্পিনার আরও বলেন, বিরাটই তাঁকে সুইপ খেলার অনুমতি দিয়েছিলেন । বিরাট যদি তাঁকে সময় নিয়ে অন্যভাবে খেলতে বলতেন, তবে তিনি অন্যরকম ভাবে খেলতেন । কোহলি এই প্রসঙ্গে বলেন, তাঁদের পার্টনারশিপটি গুরুত্বপূর্ণ ছিল । তার আগে অবধি খেলা সমান সমান ছিল, তবে অশ্বিন এসে পালটা আক্রমণ করে ম্যাচের গতি প্রকৃতি ভারতের অনুকূলে আনেন ।

চেন্নাই, 17 ফেব্রুয়ারি : ক্রিকেটই তাঁর কাছে সব । ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারেন না । এমনই বললেন ভারতীয় অপ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন । চলতি সিরিজ়ে প্রথম ম্য়াচ হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারত । ম্য়াচের অন্যতম নায়ক সেই অশ্বিন । ব্যাট ও বল হাতে অসমান্য কৃতিত্বের প্রমাণ দিয়েছেন । এহেন অশ্বিন খেলার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে একটি সাক্ষাৎকার দিলেন ।

বিরাটের কথায় আগে এত আক্রমণাত্মক অশ্বিনকে তিনি দেখেননি । অস্ট্রেলিয়া সফর থেকে আলাদা কী হয়েছে । উত্তরে অশ্বিন বলেন, করোনা সবার জীবন বদলে দিয়েছে । করোনাকালে বন্ধ থেকেছে কাজ, বন্ধ থেকেছে ক্রিকেট । এমতাবস্থায় অশ্বিন বলেন, "যেভাবে সব বন্ধ হয়ে গিয়েছিল, তাতে জানতামও না এরপর কী ঘটবে । ক্রিকেট ছাড়া কিছু বুঝি না । যদি আমার থেকে ক্রিকেটকে নিয়ে নেওয়া হয়, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব । আমি যখন ক্রিকেট নাও খেলি, টিভি চালিয়ে পুরানো খেলা দেখি ।" তিনি তাঁর খেলায় পরিবর্তনের কারণ বলতে গিয়ে বলেন, আগে তিনি বিদেশে গিয়ে নিজের খেলা নিয়ে ভেবে এবং অন্য়কে ভুল প্রমাণ করানোর চেষ্টা করতেন । অজ়ি সফরে তিনি ভাবনা বদলান । অন্যরা কী বলল তাতে কান না দিয়ে, নিজের সেরাটা দিয়ে নিজেই নিজের কাছে সেরা প্রমাণ করার ভেবেছিলেন । আর তা থেকেই আসে সাফল্য । এছাড়াও পূজারা, রাহানে এবং কোহলির হার না মানা মানসিকতা যে অনেকটাই সাহায্য করে তাঁকে তা খোদ অধিনায়কের সামনেই মেনে নেন তিনি ।

আরও পড়ুন : ম্যাচ প্রতি উইকেট নেওয়ায় কুম্বলে এবং হরভজনের থেকে এগিয়ে অশ্বিন

উল্লেখ্য দ্বিতীয় ম্য়াচে অশ্বিন 8 উইকেট নেন । এবং দ্বিতীয় ইনিংসে করেন 106 রান । কোহলির সঙ্গে 96 রানের পার্টনাশিপ । দর্শক এবং ঘরের মাঠ প্রসঙ্গে বিরাট তাঁকে প্রশ্ন করলে, বিরাটকে তিনি বলেন, "কেরিয়ারে প্রথমবার মাথা কাজ করছে না । আমি যখন গতকাল ব্যাট করতে যাই, কিছু বোঝার মতো ক্ষমতা ছিল না । আমি ব্যাটে নেমেই তোমাকে জিজ্ঞাসাও করি, সুইপ মারা শুরু করব কি না । আমি ওইরকমই মনে করছিলাম । ভিতরটা অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল ।"

অফ স্পিনার আরও বলেন, বিরাটই তাঁকে সুইপ খেলার অনুমতি দিয়েছিলেন । বিরাট যদি তাঁকে সময় নিয়ে অন্যভাবে খেলতে বলতেন, তবে তিনি অন্যরকম ভাবে খেলতেন । কোহলি এই প্রসঙ্গে বলেন, তাঁদের পার্টনারশিপটি গুরুত্বপূর্ণ ছিল । তার আগে অবধি খেলা সমান সমান ছিল, তবে অশ্বিন এসে পালটা আক্রমণ করে ম্যাচের গতি প্রকৃতি ভারতের অনুকূলে আনেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.