চেন্নাই, 15 ফেব্রুয়ারি : চিপকে তৃতীয় দিনের পিচে স্পিনের দাপট ৷ আজ প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারাল ভারতীয় দল ৷ তবে, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ এক ঘণ্টায় ঘুরে দাঁড়িয়েছে ভারত ৷ তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে ভারতের রান 6 উইকেটে 156 ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 351 রানে এগিয়ে রয়েছে ৷ এই মুহূর্তে ক্রিজ়ে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি 86 বলে 38 রান করেছেন ৷ উলটো দিকে অশ্বিন আক্রমণাত্মক ব্যাটিং করে 38 বলে 34 রান করে খেলছেন ৷
আজ দিনের শুরুতেই রান আউট হন চেতেশ্বর পূজারা ৷ তিনি ব্যক্তিগত 7 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ এরপর একে একে রোহিত শর্মা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে এবং অক্ষর প্যাটেল আউট হন ৷ প্রথম ইনিংসে 161 রান করা রোহিত শর্মা, গতকাল দ্বিতীয় ইনিংসেও একই ছন্দে ব্যাটিং করছিলেন ৷ তবে, আজ সকালে ব্যাট করতে নেমে জ্যাক লিটের শিকার হন ৷ তিনি 26 রানে আউট হয়ে ফিরে যান ৷ ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 3 উইকেট নিয়েছেন জ্যাক লিচ এবং 2 উইকেট নিয়েছে মইন আলি
আরও পড়ুন :চিপকের পিচের সমালোচনা, ভনকে জবাব ওয়ার্নারের
দ্বিতীয় টেস্টে চেন্নাইয়ের ঘূর্ণি পিচে প্রথম ইনিংসে 329 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল ৷ জবাবে ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিন বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৷ মাত্র 134 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস ৷