ETV Bharat / sports

প্রথম টি 20 তে দলে নেই রোহিত, টসে জিতে বোলিং ইংরেজদের

রোহিত শর্মাকে প্রথম দুই ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে । ফলে রাহুলের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ধাওয়ানকে ।

টসে জিতে বোলিং ইংরেজদের
টসে জিতে বোলিং ইংরেজদের
author img

By

Published : Mar 12, 2021, 7:08 PM IST

Updated : Mar 12, 2021, 10:47 PM IST

আমেদাবাদ, 12 মার্চ : প্রথম টি 20 ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান ।

আজ গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি 20 সিরিজ়ের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড । একদিকে যেমন টেস্ট সিরিজ় জিতে আত্মবিশ্বাসী ভারত । অন্যদিকে টি 20 সিরিজ়ের শুরুতেই জয় দিয়ে শুরু করতে চাইবে ইংল্যান্ড । এই অবস্থায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন । মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের পিচ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল । স্পিন সহায়ক সেই লাল মাটির পিচ বদলে কালো মাটির পিচ প্রস্তুত করা হয়েছে । তবে লেগ স্পিনারদের জন্য এই পিচে সহায়তা আছে যানা যায় পিচ রিপোর্টে । তবে পরবর্তী কালে মাঠে শিশির পড়ার আশঙ্কা থাকায় মূলত আগে বল করে নিতে চাইছেন মরগ্যান । টসে অধিনায়ক বিরাট কোহলি বলেন, রোহিত শর্মাকে প্রথম দুই ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে । ফলে রাহুলের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ধাওয়ানকে ।

ভারতীয় একাদশ : কে এল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার , শার্দুল ঠাকুর এবং চাহাল ।

ইংল্যান্ড একাদশ : জেশন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান, বেন স্টোকস, শ্যাম কারেন, জোফ্রে আর্চার, ক্রিস জর্ডান, আদিল রাশিদ, মার্ক উড ।

আমেদাবাদ, 12 মার্চ : প্রথম টি 20 ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান ।

আজ গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি 20 সিরিজ়ের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড । একদিকে যেমন টেস্ট সিরিজ় জিতে আত্মবিশ্বাসী ভারত । অন্যদিকে টি 20 সিরিজ়ের শুরুতেই জয় দিয়ে শুরু করতে চাইবে ইংল্যান্ড । এই অবস্থায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন । মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের পিচ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল । স্পিন সহায়ক সেই লাল মাটির পিচ বদলে কালো মাটির পিচ প্রস্তুত করা হয়েছে । তবে লেগ স্পিনারদের জন্য এই পিচে সহায়তা আছে যানা যায় পিচ রিপোর্টে । তবে পরবর্তী কালে মাঠে শিশির পড়ার আশঙ্কা থাকায় মূলত আগে বল করে নিতে চাইছেন মরগ্যান । টসে অধিনায়ক বিরাট কোহলি বলেন, রোহিত শর্মাকে প্রথম দুই ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে । ফলে রাহুলের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ধাওয়ানকে ।

ভারতীয় একাদশ : কে এল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার , শার্দুল ঠাকুর এবং চাহাল ।

ইংল্যান্ড একাদশ : জেশন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান, বেন স্টোকস, শ্যাম কারেন, জোফ্রে আর্চার, ক্রিস জর্ডান, আদিল রাশিদ, মার্ক উড ।

Last Updated : Mar 12, 2021, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.