ETV Bharat / sports

রাহুলময় পুনে, শতরানে ঘুচল আমেদাবাদের ব্যর্থতা - ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পথে ভারত ৷

লোকেশ রাহুলের শতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পথে ভারত ৷

ধারাবাহিক রাহুল
ধারাবাহিক রাহুল
author img

By

Published : Mar 26, 2021, 4:49 PM IST

Updated : Mar 26, 2021, 5:15 PM IST

পুনে, 26 মার্চ : ফের নিজের জাত চেনালেন লোকেশ রাহুল ৷ বুঝিয়ে দিলেন কেন তাঁর উপর অধিনায়কের অগাধ আস্থা ৷ পুনেতে দ্বিতীয় ওয়ানডেতে শতরান করে জবাব দিলেন সমালোচকদেরও৷

প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই শুরু করেন তিনি ৷ তবে আজকের কাজটা তাঁর জন্য আরও কঠিন ছিল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ়ে ব্যর্থ হন তিনি ৷ কিন্তু ওয়ানডে আসতেই অন্যরূপে রাহুল ৷ পরপর দুটি ম্যাচেই দেখা গেল ধারাবাহিক রাহুলের ঝলক ৷

দুই ম্যাচে প্রথমবার যখন আউট হলেন তখন করে ফেলেছেন 170 রান ৷ প্রথম ম্যাচে পাশে পেয়েছিলেন শিখর ধাওয়ানকে ৷ আজ তাঁকে সঙ্গত দিলেন কোহিল ও পন্থ ৷

আরও পড়ুন : কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

প্রথম ম্যাচে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন স্কোরবোর্ডে ভারতের 187 রান উঠে গিয়েছিল ৷ তবে আজ পরিস্থিতি একেবারে আলাদা ছিল ৷ মাত্র 37 রানে দুই উইকেট হারায় ভারত ৷ সেখান থেকে এই অনবাদ্য ইনিংস উপহার দিলেন লোকেশ রাহুল ৷ অন্যদিকে ঝোড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থও ৷ মাত্র 39 বলে 77 রানের ইনিংস খেললেন তিনি ৷

পুনে, 26 মার্চ : ফের নিজের জাত চেনালেন লোকেশ রাহুল ৷ বুঝিয়ে দিলেন কেন তাঁর উপর অধিনায়কের অগাধ আস্থা ৷ পুনেতে দ্বিতীয় ওয়ানডেতে শতরান করে জবাব দিলেন সমালোচকদেরও৷

প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই শুরু করেন তিনি ৷ তবে আজকের কাজটা তাঁর জন্য আরও কঠিন ছিল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ়ে ব্যর্থ হন তিনি ৷ কিন্তু ওয়ানডে আসতেই অন্যরূপে রাহুল ৷ পরপর দুটি ম্যাচেই দেখা গেল ধারাবাহিক রাহুলের ঝলক ৷

দুই ম্যাচে প্রথমবার যখন আউট হলেন তখন করে ফেলেছেন 170 রান ৷ প্রথম ম্যাচে পাশে পেয়েছিলেন শিখর ধাওয়ানকে ৷ আজ তাঁকে সঙ্গত দিলেন কোহিল ও পন্থ ৷

আরও পড়ুন : কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

প্রথম ম্যাচে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন স্কোরবোর্ডে ভারতের 187 রান উঠে গিয়েছিল ৷ তবে আজ পরিস্থিতি একেবারে আলাদা ছিল ৷ মাত্র 37 রানে দুই উইকেট হারায় ভারত ৷ সেখান থেকে এই অনবাদ্য ইনিংস উপহার দিলেন লোকেশ রাহুল ৷ অন্যদিকে ঝোড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থও ৷ মাত্র 39 বলে 77 রানের ইনিংস খেললেন তিনি ৷

Last Updated : Mar 26, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.