লন্ডন, 14 অগস্ট : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাল রংয়ে ছেয়ে রইল লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ৷ গ্যালারিতে সবার মাথায় ছিল লাল টুপি ৷ এমনকী দুই দলের খেলোয়াড়রাও লাল টুপি পরে নেমেছিলেন ৷ কোহলি, রোহিতদের মাথায় নীলের পরিবর্তে ছিল লাল টুপি ৷ জার্সিতে লেখা নাম ও নম্বরে ছিল লালের ছোঁয়া ৷ কিন্তু কেন এমন পরিবর্তন ?
লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুটা হয়েছিল আবেগ দিয়ে ৷ মাঠে খেলার পাশাপাশি 'রেড ফর রুথ'-এর মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা ৷ আসলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তাঁর প্রয়াত স্ত্রী -র নামে একটি ফাউন্ডেশন চালান ৷ নাম রুথ স্ট্রস ফাউন্ডেশন ৷ যে পরিবারগুলি হঠাৎ কোনও দুর্ঘটনার শিকার হয় তাদের পাশে দাঁড়ায় রুথ স্ট্রস ফাউন্ডেশন ৷ অর্থ সংগ্রহ করে সমস্যায় পড়া পরিবারগুলির হাতে তুলে দেয় এই ফাউন্ডেশন ৷ 2018 সালে নন স্মোকিং ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 46 বছরের রুথ স্ট্রসের ৷ তারপরই স্ত্রী-র স্মৃতিতে এই ফাউন্ডেশন গড়ে তোলেন অ্যান্ড্রু স্ট্রস ৷
-
£530,721 was raised for @RuthStraussFdn today ❤️
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A truly memorable and special day at Lord's.#LoveLords | #RedForRuth
">£530,721 was raised for @RuthStraussFdn today ❤️
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 13, 2021
A truly memorable and special day at Lord's.#LoveLords | #RedForRuth£530,721 was raised for @RuthStraussFdn today ❤️
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 13, 2021
A truly memorable and special day at Lord's.#LoveLords | #RedForRuth
আরও পড়ুন : Ind vs Eng : ইংল্যান্ডকে চাপে ফেলেছেন সিরাজ়-শামিরা, 245 রানে এগিয়ে ভারত
অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ, নন স্মোকিং ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং এই ক্যানসার সংক্রান্ত আরও গবেষণার দাবিতে শুক্রবার লর্ডসে 'রেড ফর রুথ দিবস' পালিত হয় ৷ এদিন লাল কোট পরে লর্ডসে উপস্থিত ছিলেন অ্যান্ড্রু স্ট্রস ৷ অ্যান্ড্রু ও রুথের দুই সন্তান স্যাম এবং লুকাও ছিলেন ৷ একদিনে ফাউন্ডেশনের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্থ সংগ্রহ হয় ৷ বিসিসিআই তাদের টুইটার হ্যান্ডেলে লেখে, 'রেড ফর রুথ' দিবসে অংশ নিয়ে ভাল লাগল ৷