ETV Bharat / sports

গুজরাতে প্যাটেল-বিপ্লবের ধাক্কায় শুরুতেই ব্যাকফুটে ব্রিটিশ-সিংহ - India

চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের।

test Series
India VS England
author img

By

Published : Mar 4, 2021, 9:41 AM IST

Updated : Mar 6, 2021, 4:26 PM IST

আমেদাবাদ, ৪ মার্চ : মোদি স্টেডিয়ামে ফের প্যাটেল বিপ্লব । দুই ওপেনারকে ফিরিয়ে বাঁহাতি অক্ষয়ের তৈরি আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ । ফর্মে থাকা জো রুটকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের জয়গাঁথা রচনা করলেন সিরাজ । কিছুটা প্রতিরোধের আতঙ্ক তৈরি করা বেয়ারস্টোকে ফিরিয়ে বুঝিয়ে দিলেন তিনিই বুম-বুম বুমরার বিকল্প হতে চলেছেন । অর্ধশত করে ফিরে যান বেন স্টোকসও ।

এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সিরিজে 2-1 এগিয়ে থাকা কোহলিরা সামান্য কিছু বদল এনেছেন । চতুর্থ টেস্টে ভারতীয় দলে সামান্য বদল হয়েছে। জসপ্রীত বুমরার জায়গায় দলে জায়গা এসেছেন মহম্মদ সিরাজ়। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন বুমরা। এছাড়া ভারতের প্রথম একাদশে রয়েছেন- রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা।

অন্যদিকে ইংল্যান্ড দলে প্রথম একাদশে জোফ্রা আর্চার এবং স্টুয়ার্ট ব্রডের জায়গায় এসেছেন ডেন লরেন্স এবং ডমবিসরা।

আমেদাবাদ, ৪ মার্চ : মোদি স্টেডিয়ামে ফের প্যাটেল বিপ্লব । দুই ওপেনারকে ফিরিয়ে বাঁহাতি অক্ষয়ের তৈরি আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ । ফর্মে থাকা জো রুটকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের জয়গাঁথা রচনা করলেন সিরাজ । কিছুটা প্রতিরোধের আতঙ্ক তৈরি করা বেয়ারস্টোকে ফিরিয়ে বুঝিয়ে দিলেন তিনিই বুম-বুম বুমরার বিকল্প হতে চলেছেন । অর্ধশত করে ফিরে যান বেন স্টোকসও ।

এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সিরিজে 2-1 এগিয়ে থাকা কোহলিরা সামান্য কিছু বদল এনেছেন । চতুর্থ টেস্টে ভারতীয় দলে সামান্য বদল হয়েছে। জসপ্রীত বুমরার জায়গায় দলে জায়গা এসেছেন মহম্মদ সিরাজ়। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন বুমরা। এছাড়া ভারতের প্রথম একাদশে রয়েছেন- রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা।

অন্যদিকে ইংল্যান্ড দলে প্রথম একাদশে জোফ্রা আর্চার এবং স্টুয়ার্ট ব্রডের জায়গায় এসেছেন ডেন লরেন্স এবং ডমবিসরা।

Last Updated : Mar 6, 2021, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.