ETV Bharat / sports

রাহুল-ঋষভের যুগলবন্দী, ইংল্যান্ডকে 337 রানের টার্গেট দিল ভারত - রাহুল-ঋষভের যুগলবন্দী

দ্বি়তীয় ম্যাচে ইংল্যান্ডের সামনে 337 রানের টার্গেট রাখল ভারত ৷ টস হেরে প্রথমে ব্যাট করে বিরাট, রাহুল ও ঋষভের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে ভারত ৷

ইংল্যান্ডকে 337 রানের টার্গেট দিল ভারত
ইংল্যান্ডকে 337 রানের টার্গেট দিল ভারত
author img

By

Published : Mar 26, 2021, 5:50 PM IST

পুনে, 26 মার্চ : এ যেন অ্যাকশন রিপ্লে ৷ প্রথম ম্যাচে পুনের ক্রিকেট স্টেডিয়ামে যেভাবে দাপট দেখিয়েছিল ভারত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তেও তাঁর অন্যথা হল না ৷ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপটে ব্রিটিশদের 337 রানের টার্গেট দিল ভারত ৷

প্রথম ম্যাচে শিখর ধাওয়ান, কোহলিরা ইনিংসকে টেনে নিয়ে যান ৷ শেষ দিকে ইনিংসের গতি দেন লোকেশ রাহুল ও ক্রুনাল পাণ্ডিয়া ৷ 43 বলে অপরাজিত 62 রানের ইনিংস খেলেন রাহুল ৷ অন্যদিকে 31 বলে 58 পাণ্ডিয়ার ৷

দ্বিতীয় ম্যাচে ইনিংসের ভিত গড়ার দায়িত্ব নিলেন বিরাট, রাহুল ৷ রানের ঝড় তুললেন পন্থ-হার্দিকরা ৷ যদিও দ্বিতীয় ম্যাচের শুরুটা একেবারেই ভারত সুলভ হয়নি ৷ শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারতীয় দল ৷ মাত্র 37 রানে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার ৷ কিন্তু সেখান থেকে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহিল ও লোকেশ রাহুল ৷ গড়লেন 121 রানের পার্টনারশিপ ৷ ব্যক্তিগত 66 রানে বিরাট ফিরলেও ঋষভ পন্থকে সঙ্গী করে ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ানোর কাজে মন দেন লোকেশ রাহুল ৷ শতরান করে মাঠ ছাড়লেন তিনি ৷ অন্যদিকে ঋষভ খেললেন 77 রানের ইনিংস ৷

পুনে, 26 মার্চ : এ যেন অ্যাকশন রিপ্লে ৷ প্রথম ম্যাচে পুনের ক্রিকেট স্টেডিয়ামে যেভাবে দাপট দেখিয়েছিল ভারত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তেও তাঁর অন্যথা হল না ৷ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপটে ব্রিটিশদের 337 রানের টার্গেট দিল ভারত ৷

প্রথম ম্যাচে শিখর ধাওয়ান, কোহলিরা ইনিংসকে টেনে নিয়ে যান ৷ শেষ দিকে ইনিংসের গতি দেন লোকেশ রাহুল ও ক্রুনাল পাণ্ডিয়া ৷ 43 বলে অপরাজিত 62 রানের ইনিংস খেলেন রাহুল ৷ অন্যদিকে 31 বলে 58 পাণ্ডিয়ার ৷

দ্বিতীয় ম্যাচে ইনিংসের ভিত গড়ার দায়িত্ব নিলেন বিরাট, রাহুল ৷ রানের ঝড় তুললেন পন্থ-হার্দিকরা ৷ যদিও দ্বিতীয় ম্যাচের শুরুটা একেবারেই ভারত সুলভ হয়নি ৷ শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারতীয় দল ৷ মাত্র 37 রানে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার ৷ কিন্তু সেখান থেকে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহিল ও লোকেশ রাহুল ৷ গড়লেন 121 রানের পার্টনারশিপ ৷ ব্যক্তিগত 66 রানে বিরাট ফিরলেও ঋষভ পন্থকে সঙ্গী করে ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ানোর কাজে মন দেন লোকেশ রাহুল ৷ শতরান করে মাঠ ছাড়লেন তিনি ৷ অন্যদিকে ঋষভ খেললেন 77 রানের ইনিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.