ETV Bharat / sports

মন্তব্য করার আগে ফোন করে নিন, গাভাসকরকে তোপ বেয়ারস্টো-র - Bairstow raps Gavaskar

টেস্টে চার ইনিংসে তিনবারই শূন্য রানে আউট হয়েছিলেন বেয়ারস্টো । আর তা নিয়েই টেস্ট সিরিজ় চলাকালীন বেয়ারস্টো ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিটল মাস্টার ।

sunil
sunnil
author img

By

Published : Mar 27, 2021, 4:49 PM IST

পুণে, 27 মার্চ : দুরন্ত শতরান করার পরই ভারতীয় তারকা ব্যাটসম্যান সুনীল গাভাসকরের বিরুদ্ধে মুখ খুললেন জনি বেয়ারস্টো । ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে দুরন্ত জয় তুলে নেয় ইংল্যান্ড । 337 রান তাড়া করতে নেমে 39 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলে থ্রি লায়নসরা । জয়ের অন্যতম কারিগড় ওপেনার জনি বেয়ারস্টো । এদিন 124 রান করেন বেয়ারস্টো । ওয়ান ডে ক্রিকেটে 11 তম শতরান করেই সুনীল গাভাসকরের বিরুদ্ধে সরব হন তিনি ।

উল্লেখ্য টেস্টে চার ইনিংসে তিনবারই শূন্য রানে আউট হয়েছিলেন বেয়ারস্টো । আর তা নিয়েই টেস্ট সিরিজ় চলাকালীন বেয়ারস্টো ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিটল মাস্টার । তিনি বলেছিলেন, টেস্ট ক্রিকেট নিয়ে বেয়ারস্টোকে উদাসীন মনে হচ্ছে । টেস্ট সিরিজ় শেষ হওয়ার পরই নিজের স্বভাবসিদ্ধ ছন্দে ফিরে এসেছেন বেয়ারস্টো । চলতি দুই ওয়ান ডে ম্যাচে করেছেন 94 ও 124 রান । আর দ্বিতীয় ম্যাচে জয় সূচক ইনিংস খেলে লিটল মাস্টারের বিরুদ্ধে পাল্টা সরব হন বেয়ারস্টো । বলেন, আমি জানতে চাই উনি কীসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন । যেখানে আমার আর তাঁর মধ্যে কোনও রকমের যোগাযোগই নেই । তিনি কটাক্ষের সুরে আরও বলেন, উনি আমাকে ফোন করলে ওনাকে জানাতে পারতাম, টেস্ট ক্রিকেটে আমি কতটা উন্নতি করতে চাই কিংবা টেস্ট ক্রিকেট খেলে আমি কতটা আনন্দিত হই । বেয়ারস্টো গাভাসকরকে ফোন করার আবেদন জানান । বলেন, " আমার ফোন সর্বদা খোলা আছে । উনি ফোন কিংবা মেসেজ করতে চাইলে নির্দ্বিধায় যে কোনও করতে পারেন ।"

আরও পড়ুন : করোনা আক্রান্ত সচিন, দ্রুত আরোগ্য কামনা ভক্তদের

31 বছরের উইকেট কিপার ব্যাটসম্যান ওয়ানডে-তে 11 টি শতরান করেছেন । তিনি জো রুট, ইয়ন মরগ্যান এবং মার্কাস ট্রেসকটিস এর পিছনে রয়েছেন । ইংল্যান্ডের হয়ে ওয়ানডে তে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন জো রুট । বেয়ারস্টো তাঁর এই রেকর্ড ভাঙতে চান ।

পুণে, 27 মার্চ : দুরন্ত শতরান করার পরই ভারতীয় তারকা ব্যাটসম্যান সুনীল গাভাসকরের বিরুদ্ধে মুখ খুললেন জনি বেয়ারস্টো । ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে দুরন্ত জয় তুলে নেয় ইংল্যান্ড । 337 রান তাড়া করতে নেমে 39 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলে থ্রি লায়নসরা । জয়ের অন্যতম কারিগড় ওপেনার জনি বেয়ারস্টো । এদিন 124 রান করেন বেয়ারস্টো । ওয়ান ডে ক্রিকেটে 11 তম শতরান করেই সুনীল গাভাসকরের বিরুদ্ধে সরব হন তিনি ।

উল্লেখ্য টেস্টে চার ইনিংসে তিনবারই শূন্য রানে আউট হয়েছিলেন বেয়ারস্টো । আর তা নিয়েই টেস্ট সিরিজ় চলাকালীন বেয়ারস্টো ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিটল মাস্টার । তিনি বলেছিলেন, টেস্ট ক্রিকেট নিয়ে বেয়ারস্টোকে উদাসীন মনে হচ্ছে । টেস্ট সিরিজ় শেষ হওয়ার পরই নিজের স্বভাবসিদ্ধ ছন্দে ফিরে এসেছেন বেয়ারস্টো । চলতি দুই ওয়ান ডে ম্যাচে করেছেন 94 ও 124 রান । আর দ্বিতীয় ম্যাচে জয় সূচক ইনিংস খেলে লিটল মাস্টারের বিরুদ্ধে পাল্টা সরব হন বেয়ারস্টো । বলেন, আমি জানতে চাই উনি কীসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন । যেখানে আমার আর তাঁর মধ্যে কোনও রকমের যোগাযোগই নেই । তিনি কটাক্ষের সুরে আরও বলেন, উনি আমাকে ফোন করলে ওনাকে জানাতে পারতাম, টেস্ট ক্রিকেটে আমি কতটা উন্নতি করতে চাই কিংবা টেস্ট ক্রিকেট খেলে আমি কতটা আনন্দিত হই । বেয়ারস্টো গাভাসকরকে ফোন করার আবেদন জানান । বলেন, " আমার ফোন সর্বদা খোলা আছে । উনি ফোন কিংবা মেসেজ করতে চাইলে নির্দ্বিধায় যে কোনও করতে পারেন ।"

আরও পড়ুন : করোনা আক্রান্ত সচিন, দ্রুত আরোগ্য কামনা ভক্তদের

31 বছরের উইকেট কিপার ব্যাটসম্যান ওয়ানডে-তে 11 টি শতরান করেছেন । তিনি জো রুট, ইয়ন মরগ্যান এবং মার্কাস ট্রেসকটিস এর পিছনে রয়েছেন । ইংল্যান্ডের হয়ে ওয়ানডে তে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন জো রুট । বেয়ারস্টো তাঁর এই রেকর্ড ভাঙতে চান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.