ETV Bharat / sports

McCullum on Bairstow Run-out: অ্যাসেজ শেষে বিয়ার পার্টি বয়কটের সিদ্ধান্ত ইংল্যান্ডের, জানালেন ম্যাকালাম - বিয়ার পার্টি বয়কটের সিদ্ধান্ত ইংল্যান্ডের

বিয়ার পার্টি বয়কটের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড দল ৷ জনি বেয়ার্স্টোর রান-আউট বিতর্কে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের স্পিরিট রক্ষা না-করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ৷ ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এমটাই জানিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷

McCullum on Bairstow Run-out ETV BHARAT
McCullum on Bairstow Run-out
author img

By

Published : Jul 3, 2023, 5:57 PM IST

লন্ডন, 3 জুলাই: অ্যাসেজ সিরিজ শেষে অস্ট্রেলিয়া দলের সঙ্গে বিয়ার পার্টিতে যোগ দেবে না ইংল্যান্ড ৷ লর্ডস টেস্টে জনি বেয়ার্স্টোর বিতর্কিত রান-আউট প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট করে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ তাঁর যুক্তি, বেয়ার্স্টো ক্রিকেটীয় নিয়মে আউট হলেও, তা খেলার স্পিরিটের বিরুদ্ধে ৷ তাই অস্ট্রেলিয়ানদের এই মানসিকতার জন্যই, সিরিজ শেষে অজিদের সঙ্গে বিয়ার পান করতে পারবেন না বলে জানিয়েছেন ম্যাককালাম ৷

অ্যাসেজের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনে 43 রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ৷ কিন্তু, এই ম্যাচে ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ার্স্টোর রান-আউট নিয়ে বিতর্ক ম্যাচ শেষেও থামেনি ৷ সেই রান-আউটের রেশ এবার সিরিজের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ জানিয়ে দিলেন, রবিবারের ঘটনার পর অস্ট্রেলিয়ান দলের সঙ্গে সিরিজ শেষে বিয়ার পান করতে পারবেন না তিনি এবং তাঁর দলের ক্রিকেটাররা ৷ এর মূল কারণ, ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধ কাজ করেছে ক্যাঙ্গারুরা ৷

ব্রেন্ডন ম্যাককালামের যুক্তি

কিন্তু, এটি তর্কের বিষয় ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধাচারণ করায় ইংল্যান্ড দল সিরিজ শেষে বিয়ার পার্টিতে অংশ নেবে না ৷ ব্র্যান্ডন ম্যাককালাম বলেন, ‘‘আমি ওদের সঙ্গে আর বিয়ার পান করার কথা ভাবতে পারি না ! আমি মনে করি এটার খেলার স্পিরিট সঙ্গে জড়িত ৷ আর আপনি যখন ক্রিকেটে পরিণত হয়ে ওঠেন, তখন খেলাটার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে ৷ সেখানে খেলার স্পিরিট আপনাকে রক্ষা করতে হবে...৷’’

আরও পড়ুন: লর্ডসে বেয়ারস্টোর রান-আউটে প্রবল বিতর্ক, সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পথে অজিরা

বেয়ার্স্টোর আউটে বিতর্ক কোথায় ?

ম্যাচের 52তম ওভারের শেষ বলের ঘটনা এটি ৷ ক্যামরন গ্রিনের বাউন্সার বসে পড়ে উইকেট-কিপারের কাছে যেতে দেন বেয়ার্স্টো ৷ কিন্তু, বল অজি কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে পৌঁছানোর আগেই ক্রিজ ছেড়ে দেন ৷ ফলে বল প্লে-তে থাকায়, তা উইকেট লক্ষ্য করে ছুড়ে দেন ক্যারি ৷ উইকেট ভাঙতেই আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা ৷ কিন্তু, বিষয়টি তৃতীয় আম্পায়ারের দিকে ঠেলে দেন মাঠের আম্পায়ার ৷ টিভি রিপ্লে-তে দেখা যায়, বল ছেড়ে দেওয়ার পরেই ক্রিজ ছাড়েন বেয়ার্স্টো ৷ কিন্তু, তখনও অ্যালেক্স ক্যারির গ্লাভসে বল পৌঁছায়নি ৷ আর সেটি অজি কিপারের নজরে ছিল ৷ তাই তিনি বল ধরেই উইকেট লক্ষ্য করে ছুড়ে দেন ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক মাঠের স্বীকৃতি পেল জিম্বাবোয়ে ক্রিকেটের 'আত্মা' তাকাসিংগা ক্রিকেট ক্লাব

নিয়ম অনুযায়ী, তৃতীয় আম্পায়ার জনি বেয়ার্স্টোকে আউট দেন ৷ কিন্তু, ইংল্যান্ড শিবিরের দাবি, নিয়ম অনুযায়ী বেয়ার্স্টো আউট হলেও, অস্ট্রেলিয়ানরা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে কাজ করেছেন ৷ কারণ, বেয়ার্স্টো সেই সময় রান নেওয়ার চেষ্টা করছিলেন না ৷ তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে নন-স্ট্রাইকারের দিকে হেঁটে যাচ্ছিলেন ৷

এই যুক্তি যেমন ঠিক ৷ তেমনি অজি শিবিরের তরফে অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচ শেষে তাঁদের যুক্তিও স্পষ্ট করে দেন ৷ তিনি জানান, ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার এটা এর আগেও করেছিলেন ৷ বল প্লে-তে থাকাকালীন কেন তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে যাবেন ? প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া ৷ যেখানে আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও বল ডেলিভারি হওয়া এবং তা উইকেট-কিপারের গ্লাভসে পৌঁছনোর পর, অন্য ফিল্ডার বা আম্পায়ারের দিকে ছুড়ে দেওয়ার আগে পর্যন্ত, তা প্লে-তে থাকে ৷ আর কামিন্স জানিয়েছেন, তিনি নিজে আম্পায়ারের কাছ থেকে এটা নিশ্চিত করেছিলেন যে সেই সময় বল প্লে-তে ছিল ৷ তাই তাদের যুক্তি, বেয়ার্স্টোর নিজের উচিত ছিল নিয়ম মানা ৷

লন্ডন, 3 জুলাই: অ্যাসেজ সিরিজ শেষে অস্ট্রেলিয়া দলের সঙ্গে বিয়ার পার্টিতে যোগ দেবে না ইংল্যান্ড ৷ লর্ডস টেস্টে জনি বেয়ার্স্টোর বিতর্কিত রান-আউট প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট করে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ তাঁর যুক্তি, বেয়ার্স্টো ক্রিকেটীয় নিয়মে আউট হলেও, তা খেলার স্পিরিটের বিরুদ্ধে ৷ তাই অস্ট্রেলিয়ানদের এই মানসিকতার জন্যই, সিরিজ শেষে অজিদের সঙ্গে বিয়ার পান করতে পারবেন না বলে জানিয়েছেন ম্যাককালাম ৷

অ্যাসেজের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনে 43 রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ৷ কিন্তু, এই ম্যাচে ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ার্স্টোর রান-আউট নিয়ে বিতর্ক ম্যাচ শেষেও থামেনি ৷ সেই রান-আউটের রেশ এবার সিরিজের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ জানিয়ে দিলেন, রবিবারের ঘটনার পর অস্ট্রেলিয়ান দলের সঙ্গে সিরিজ শেষে বিয়ার পান করতে পারবেন না তিনি এবং তাঁর দলের ক্রিকেটাররা ৷ এর মূল কারণ, ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধ কাজ করেছে ক্যাঙ্গারুরা ৷

ব্রেন্ডন ম্যাককালামের যুক্তি

কিন্তু, এটি তর্কের বিষয় ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধাচারণ করায় ইংল্যান্ড দল সিরিজ শেষে বিয়ার পার্টিতে অংশ নেবে না ৷ ব্র্যান্ডন ম্যাককালাম বলেন, ‘‘আমি ওদের সঙ্গে আর বিয়ার পান করার কথা ভাবতে পারি না ! আমি মনে করি এটার খেলার স্পিরিট সঙ্গে জড়িত ৷ আর আপনি যখন ক্রিকেটে পরিণত হয়ে ওঠেন, তখন খেলাটার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে ৷ সেখানে খেলার স্পিরিট আপনাকে রক্ষা করতে হবে...৷’’

আরও পড়ুন: লর্ডসে বেয়ারস্টোর রান-আউটে প্রবল বিতর্ক, সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পথে অজিরা

বেয়ার্স্টোর আউটে বিতর্ক কোথায় ?

ম্যাচের 52তম ওভারের শেষ বলের ঘটনা এটি ৷ ক্যামরন গ্রিনের বাউন্সার বসে পড়ে উইকেট-কিপারের কাছে যেতে দেন বেয়ার্স্টো ৷ কিন্তু, বল অজি কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে পৌঁছানোর আগেই ক্রিজ ছেড়ে দেন ৷ ফলে বল প্লে-তে থাকায়, তা উইকেট লক্ষ্য করে ছুড়ে দেন ক্যারি ৷ উইকেট ভাঙতেই আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা ৷ কিন্তু, বিষয়টি তৃতীয় আম্পায়ারের দিকে ঠেলে দেন মাঠের আম্পায়ার ৷ টিভি রিপ্লে-তে দেখা যায়, বল ছেড়ে দেওয়ার পরেই ক্রিজ ছাড়েন বেয়ার্স্টো ৷ কিন্তু, তখনও অ্যালেক্স ক্যারির গ্লাভসে বল পৌঁছায়নি ৷ আর সেটি অজি কিপারের নজরে ছিল ৷ তাই তিনি বল ধরেই উইকেট লক্ষ্য করে ছুড়ে দেন ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক মাঠের স্বীকৃতি পেল জিম্বাবোয়ে ক্রিকেটের 'আত্মা' তাকাসিংগা ক্রিকেট ক্লাব

নিয়ম অনুযায়ী, তৃতীয় আম্পায়ার জনি বেয়ার্স্টোকে আউট দেন ৷ কিন্তু, ইংল্যান্ড শিবিরের দাবি, নিয়ম অনুযায়ী বেয়ার্স্টো আউট হলেও, অস্ট্রেলিয়ানরা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে কাজ করেছেন ৷ কারণ, বেয়ার্স্টো সেই সময় রান নেওয়ার চেষ্টা করছিলেন না ৷ তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে নন-স্ট্রাইকারের দিকে হেঁটে যাচ্ছিলেন ৷

এই যুক্তি যেমন ঠিক ৷ তেমনি অজি শিবিরের তরফে অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচ শেষে তাঁদের যুক্তিও স্পষ্ট করে দেন ৷ তিনি জানান, ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার এটা এর আগেও করেছিলেন ৷ বল প্লে-তে থাকাকালীন কেন তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে যাবেন ? প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া ৷ যেখানে আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও বল ডেলিভারি হওয়া এবং তা উইকেট-কিপারের গ্লাভসে পৌঁছনোর পর, অন্য ফিল্ডার বা আম্পায়ারের দিকে ছুড়ে দেওয়ার আগে পর্যন্ত, তা প্লে-তে থাকে ৷ আর কামিন্স জানিয়েছেন, তিনি নিজে আম্পায়ারের কাছ থেকে এটা নিশ্চিত করেছিলেন যে সেই সময় বল প্লে-তে ছিল ৷ তাই তাদের যুক্তি, বেয়ার্স্টোর নিজের উচিত ছিল নিয়ম মানা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.