ETV Bharat / sports

The Ashes 2023: 386 রানে অলআউট অজিরা, বাজবল থিয়োরিতে প্রথম ইনিংসে 7 রানের লিড ব্রিটিশদের - England

অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ইংল্যান্ড ৷ তবে, ব্রিটিশরা দ্বিতীয় ইনিংসের শুরুটাও করেছে আক্রমণাত্মক ভঙ্গিতে ৷ অ্যাসেজের প্রথম টেস্ট থেকেই জমে উঠেছে দুই সেরার দ্বৈরথ ৷

The Ashes 2023 ETV BHARAT
The Ashes 2023
author img

By

Published : Jun 18, 2023, 8:18 PM IST

বার্মিংহাম, 18 জুন: 'বাজবল' থিয়োরিতে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 রানের লিড নিল ইংল্যান্ড ৷ 2023 অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 393 রানে ইনিংসে ডিক্লেয়ার করে দেন ইংরেজ অধিনায়ক ৷ যার জবাবে তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়াকে 386 রানে অলআউট করল ইংল্যান্ডের মিডিয়াম স্যুইং বোলিং ৷ এ দিন শুরুতেই অ্যালেক্স ক্যারির উইকেট নেন জেমস অ্যান্ডারসন ৷ এরপর খোয়াজা এবং কামিন্স কিছুটা প্রতিরোধ তৈরি করলেও তা বেশিক্ষণ টেকেনি ৷ খোয়াজা ব্য়ক্তিগত 141 রানে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের প্রতিরোধ ৷

তৃতীয় দিনের সকালে উসমান খোয়াজা এবং অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার ইনিংসে শুরু করেন ৷ 5 উইকেটে 311 রান থেকে খেলা শুরু করেন দু’জনে ৷ কিন্তু, স্টাম্পার-ব্যাটার ক্যারি ব্যক্তিগত 66 রানের অ্যান্ডারসনের শিকার হন ৷ রাউন্ড দ্য উইকেট এসে অ্যালেক্স কেরির উইকেট টার্গেট করেন জিমি ৷ তাতেই বাজিমাত দেন ব্রিটিশ মিডিয়াম স্যুইং বোলার ৷ কেরির ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে বল সোজা মিডল-অফ স্টাম্পের মাথায় লাগে ৷ এরপর এক অদ্ভুত ফিল্ডিং সাজিয়ে খোয়াজাকে আউট করেন ওলি রবিনসন ৷

আরও পড়ুন: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে

30 গজের মধ্যে অন ও অফ সাইডের ভি-ফিল্ডে তিনজন করে 6 জনকে দাঁড় করানো হয় ৷ মূলত, খোয়াজাকে সামনে ড্রাইভ করানোর জন্য ওই ফিল্ডিং সাজানো হয়েছিল ৷ কিন্তু, রবিনসনের ইয়র্কারে বোল্ড হন খোয়াজা ৷ এরপর মাত্র 14 রানের মধ্যে বাকি 3 উইকেট পড়ে যায় অজিদের ৷ প্রথম ইনিংসে মাত্র 7 রানে লিড নিলেও ইংল্যান্ডের এই প্রচেষ্টা নিঃসন্দেহে তারিফযোগ্য বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই 'বাজবল' থিয়োরি প্রয়োগ করছেন ব্রিটিশ ওপেনাররা ৷ 6.5 ওভারে 26 রান করেছে ইংল্যান্ড ৷ বেন ডাকেট 23 বলে 18 অপরাজিত এবং জ্যাক ক্রাউলি 18 বলে 7 রানে খেলছেন ৷ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে ৷ সবমিলিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 33 রানে এগিয়ে রয়েছে ৷

বার্মিংহাম, 18 জুন: 'বাজবল' থিয়োরিতে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 রানের লিড নিল ইংল্যান্ড ৷ 2023 অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 393 রানে ইনিংসে ডিক্লেয়ার করে দেন ইংরেজ অধিনায়ক ৷ যার জবাবে তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়াকে 386 রানে অলআউট করল ইংল্যান্ডের মিডিয়াম স্যুইং বোলিং ৷ এ দিন শুরুতেই অ্যালেক্স ক্যারির উইকেট নেন জেমস অ্যান্ডারসন ৷ এরপর খোয়াজা এবং কামিন্স কিছুটা প্রতিরোধ তৈরি করলেও তা বেশিক্ষণ টেকেনি ৷ খোয়াজা ব্য়ক্তিগত 141 রানে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের প্রতিরোধ ৷

তৃতীয় দিনের সকালে উসমান খোয়াজা এবং অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার ইনিংসে শুরু করেন ৷ 5 উইকেটে 311 রান থেকে খেলা শুরু করেন দু’জনে ৷ কিন্তু, স্টাম্পার-ব্যাটার ক্যারি ব্যক্তিগত 66 রানের অ্যান্ডারসনের শিকার হন ৷ রাউন্ড দ্য উইকেট এসে অ্যালেক্স কেরির উইকেট টার্গেট করেন জিমি ৷ তাতেই বাজিমাত দেন ব্রিটিশ মিডিয়াম স্যুইং বোলার ৷ কেরির ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে বল সোজা মিডল-অফ স্টাম্পের মাথায় লাগে ৷ এরপর এক অদ্ভুত ফিল্ডিং সাজিয়ে খোয়াজাকে আউট করেন ওলি রবিনসন ৷

আরও পড়ুন: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে

30 গজের মধ্যে অন ও অফ সাইডের ভি-ফিল্ডে তিনজন করে 6 জনকে দাঁড় করানো হয় ৷ মূলত, খোয়াজাকে সামনে ড্রাইভ করানোর জন্য ওই ফিল্ডিং সাজানো হয়েছিল ৷ কিন্তু, রবিনসনের ইয়র্কারে বোল্ড হন খোয়াজা ৷ এরপর মাত্র 14 রানের মধ্যে বাকি 3 উইকেট পড়ে যায় অজিদের ৷ প্রথম ইনিংসে মাত্র 7 রানে লিড নিলেও ইংল্যান্ডের এই প্রচেষ্টা নিঃসন্দেহে তারিফযোগ্য বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই 'বাজবল' থিয়োরি প্রয়োগ করছেন ব্রিটিশ ওপেনাররা ৷ 6.5 ওভারে 26 রান করেছে ইংল্যান্ড ৷ বেন ডাকেট 23 বলে 18 অপরাজিত এবং জ্যাক ক্রাউলি 18 বলে 7 রানে খেলছেন ৷ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে ৷ সবমিলিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 33 রানে এগিয়ে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.