ট্রেন্ট ব্রিজ, 10 জুলাই: স্কাই'য়ের আকাশছোঁয়া পারফর্ম্যান্স । হাড্ডাহাড্ডি ম্যাচে চেনা ছন্দে দেখা গেল সূর্যকুমার যাদবকে । যদিও তাতেও ম্যাচ জিতল ইংল্যান্ড ৷ কাজে এল না চার নম্বরে নামা সূর্যকুমারের মাত্র 55 বলে 117 রানের 'অতিমানবীয়' ইনিংস (England beat India in 3rd T-20I match) ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন 7 উইকেট হারিয়ে 215 রানের পাহাড় খাড়া করেন মালান, লিভিংস্টোনরা। ডেভিড মালানের 39 বলে 77, লিয়াম লিভিংস্টোনের 29 বলে 42 রানের সৌজন্যে রানের বন্যা বইয়ে দেয় ইংল্যান্ড । রবি বিষ্ণোই, হর্ষল পটেলের ঝুলিতে 2টি করে উইকেট আসলেও এদিন বল হাতে ব্যর্থ ভারতীয় বোলাররা ।
-
WHAT A KNOCK 💯
— ICC (@ICC) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can Suryakumar Yadav get India over the line? 👀#ENGvIND | 📝 Scorecard: https://t.co/Uf1ycEfsnW pic.twitter.com/V4VHKON0Wm
">WHAT A KNOCK 💯
— ICC (@ICC) July 10, 2022
Can Suryakumar Yadav get India over the line? 👀#ENGvIND | 📝 Scorecard: https://t.co/Uf1ycEfsnW pic.twitter.com/V4VHKON0WmWHAT A KNOCK 💯
— ICC (@ICC) July 10, 2022
Can Suryakumar Yadav get India over the line? 👀#ENGvIND | 📝 Scorecard: https://t.co/Uf1ycEfsnW pic.twitter.com/V4VHKON0Wm
আরও পড়ুন: 'অশ্বিন বাদ পড়লে বিরাট নয় কেন', প্রশ্ন তুললেন কপিল
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মাত্র 11 রান করে ডাগ-আউটে ফেরেন রোহিত শর্মা । মাত্র 1 রান করে ক্রিজ ছাড়েন পন্থ । কোহলির ব্যাট থেকে আসে 11 রান । প্রাথমিক ঝটকার রেশ কাটিয়ে সূর্য-আইয়ারের ব্যাটে ম্যাচে ফেরত আসে ভারত । 119 রানের পার্টনারশিপ গড়েন জুটিতে । শেষ পর্যন্ত 23 বলে 28 রান করে ক্রিজ ছাড়েন শ্রেয়স । যাদবের ইনিংস থামে 117 রানে । জাদেজা-কার্তিকের ব্যাট কথা বললে হয়তো এদিন টানা 14 ম্যাচ জয়ের রেকর্ডও গড়ে ফেলতেন রোহিত শর্মা । যদিও শেষ পর্যন্ত জয়ের 18 রান আগেই থেমে যায় নীল জার্সিধারীদের দৌড় ।