ETV Bharat / sports

Lucknow Pitch Curator Sacked: বহিষ্কার করা হল লখনউয়ের ‘ভয়ঙ্কর’ পিচ প্রস্তুতকারী কিউরেটরকে

একনা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Lucknow Pitch Curator Sacked) ৷ টি-20 আন্তর্জাতিকে আন্ডার প্রিপেয়ার্ড পিচ বানানোয় এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

Lucknow Pitch Curator Sacked ETV BHARAT
Lucknow Pitch Curator Sacked
author img

By

Published : Jan 31, 2023, 2:56 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Ekana Cricket Stadium Pitch Curator Sacked for Preparing A Shocker) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে লখনউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ‘ভয়ঙ্কর’ পিচ বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ আর তার 48 ঘণ্টার মধ্যে পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

তার বদলে লখনউয়ের পুরনো পিচ কিউরেটর সঞ্জীব কুমার আগরওয়ালকে পিচ কিউরেটরের দায়িত্বে ফিরিয়ে এনেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সঞ্জীব কুমার আগরওয়ালকে গত অক্টোবর মাসে কিউরেটরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে পিচ তৈরি করেছিলেন সঞ্জীব কুমার আগরওয়াল ৷ তাঁকে ফের দায়িত্বে ফিরিয়ে আনা হল গত রবিবারের ম্যাচের পর ৷

উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ‘‘টি-20 আন্তর্জাতিকের আগে সেন্টার সবক’টি পিচে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ খেলা হয়েছিল ৷ কিউরেটরের উচিত ছিল একটা বা দু’টো পিচ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ছেড়ে রাখা ৷ ফলে পিচের অতিরিক্ত ব্যবহার এবং খারাপ আবহাওয়ার কারণে তা সময়ের মধ্যে তৈরি করা যায়নি ৷ এমনকি নতুন উইকেটও তৈরি করার সময় ছিল না ৷’’

রবিবার ম্যাচ শেষে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া সরাসরি পিচ নিয়ে অভিযোগ করেছিলেন ৷ যে ম্যাচে নিউজিল্যান্ডের স্পেশালিস্ট টি-20 ব্যাটাররা 8 উইকেট হারিয়ে মাত্র 99 রান করে 20 ওভারে ৷ 100 রান তাড়া করতে নেমে ভারতও জয়ের রান আসার আগে পর্যন্ত চাপে ছিল ৷ এক বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে ভারত জয়ের প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয় ৷

আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচ কষ্টার্জিত জয় পেয়ে লখনউয়ের পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ হার্দিকের

যা নিয়ে হার্দিক ম্যাচ শেষে পিচকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছিলেন ৷ পাশাপাশি, পিচ কাউরেটরদের আরও সচেতন হওয়ার কথাও জানান তিনি ৷ বিশেষজ্ঞদের মতে, হার্দিকের সেই অসন্তোষের জেরেই পিচ কাউরেটরের উপর কোপ পড়ল ৷ তবে, সঞ্জীব আগরওয়াল অনেক অভিজ্ঞ পিচ কিউরেটর বলে জানিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এখানেও প্রশ্ন, তাহলে কেন তাঁকে গতবছর অক্টোবর মাসে ঘরোয়া মরশুম শুরু আগে সরানো হয়েছিল ? যার কোনও জবাব পাওয়া যায়নি ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি: লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Ekana Cricket Stadium Pitch Curator Sacked for Preparing A Shocker) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে লখনউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ‘ভয়ঙ্কর’ পিচ বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ আর তার 48 ঘণ্টার মধ্যে পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

তার বদলে লখনউয়ের পুরনো পিচ কিউরেটর সঞ্জীব কুমার আগরওয়ালকে পিচ কিউরেটরের দায়িত্বে ফিরিয়ে এনেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সঞ্জীব কুমার আগরওয়ালকে গত অক্টোবর মাসে কিউরেটরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে পিচ তৈরি করেছিলেন সঞ্জীব কুমার আগরওয়াল ৷ তাঁকে ফের দায়িত্বে ফিরিয়ে আনা হল গত রবিবারের ম্যাচের পর ৷

উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ‘‘টি-20 আন্তর্জাতিকের আগে সেন্টার সবক’টি পিচে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ খেলা হয়েছিল ৷ কিউরেটরের উচিত ছিল একটা বা দু’টো পিচ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ছেড়ে রাখা ৷ ফলে পিচের অতিরিক্ত ব্যবহার এবং খারাপ আবহাওয়ার কারণে তা সময়ের মধ্যে তৈরি করা যায়নি ৷ এমনকি নতুন উইকেটও তৈরি করার সময় ছিল না ৷’’

রবিবার ম্যাচ শেষে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া সরাসরি পিচ নিয়ে অভিযোগ করেছিলেন ৷ যে ম্যাচে নিউজিল্যান্ডের স্পেশালিস্ট টি-20 ব্যাটাররা 8 উইকেট হারিয়ে মাত্র 99 রান করে 20 ওভারে ৷ 100 রান তাড়া করতে নেমে ভারতও জয়ের রান আসার আগে পর্যন্ত চাপে ছিল ৷ এক বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে ভারত জয়ের প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয় ৷

আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচ কষ্টার্জিত জয় পেয়ে লখনউয়ের পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ হার্দিকের

যা নিয়ে হার্দিক ম্যাচ শেষে পিচকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছিলেন ৷ পাশাপাশি, পিচ কাউরেটরদের আরও সচেতন হওয়ার কথাও জানান তিনি ৷ বিশেষজ্ঞদের মতে, হার্দিকের সেই অসন্তোষের জেরেই পিচ কাউরেটরের উপর কোপ পড়ল ৷ তবে, সঞ্জীব আগরওয়াল অনেক অভিজ্ঞ পিচ কিউরেটর বলে জানিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এখানেও প্রশ্ন, তাহলে কেন তাঁকে গতবছর অক্টোবর মাসে ঘরোয়া মরশুম শুরু আগে সরানো হয়েছিল ? যার কোনও জবাব পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.