ETV Bharat / sports

Legends League Cricket: স্বর্গোদ্যানে এক ম্যাচে জোড়া শতরান, জমকালো বোধন লেজেন্ডস লিগের - স্বর্গোদ্যানে এক ম্যাচে জোড়া শতরান

একশোয় একশোয় পেলেন প্রাক্তনরা (Legends League Cricket ) ৷ টি-20 ক্রিকেটে সেঞ্চুরি বর্তমান ক্রিকেট তারকাদের ব্যাটেও সহজলভ্য নয় । সেখানে অবসর জীবনে চলে যাওয়া ক্রিকেটারদের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন অস্তাচলে চলে যাওয়া দুই ব্যাটার (Couple of Century in a Single Match) ৷

Etv Bharat
Legends League Cricket
author img

By

Published : Sep 18, 2022, 1:54 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর আবহে লেজেন্ডস লিগের বোধন । মুখোমুখি ইন্ডিয়া ক্যাপিট্যালস এবং গুজরাত জায়ান্টস । উৎসবের আবহে ভাসছে শহর। তারমধ্যে প্রাক্তন তারকাদের ক্রিকেটশৈলী ফিরে দেখা । বিষয়টা অনেকটা ডাউন দ্য মেমোরি লেনে হাঁটার মতো । কিন্তু ইন্টারনেট সর্বস্ব জীবনে প্রাক্তনীদের ক্রিকেট কতটা আকর্ষিত করতে পারে বর্তমান সময়কে । আর এখানেই চ্যালেঞ্জ লেজেন্ডসদের ।

সেই চ্যালেঞ্জ একশোয় একশোয় পেলেন প্রাক্তনরা ৷ টি-20 ক্রিকেটে সেঞ্চুরি বর্তমান ক্রিকেট তারকাদের ব্যাটেও সহজলভ্য নয় । সেখানে অবসর জীবনে চলে যাওয়া ক্রিকেটারদের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন অস্তাচলে চলে যাওয়া দুই ব্যাটার (Couple of Century in a Single Match of Legends League Cricket) ৷

দেহ পট সনে নট সব কিছু ছিনিয়ে নিলেও ক্রিকেটীয় স্বাভিমান নষ্ট করতে পারেনি । আর সেটাই দেখা গেল অ্যাসলে রেনাল্ডো নার্সের ব্যাটে । গুজরাত জায়ান্টস অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগ টস জিতে ইন্ডিয়া ক্যাপিট্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন । গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ইন্ডিয়া ক্যাপিট্যালসের নেতৃত্ব সামলালেন জ্যাক কালিস । দক্ষিন আফ্রিকান লেজেন্ডস ব্যাট হাতে ব্যর্থ । যদিও ইডেনে উপস্থিত হাজার সাতেক দর্শক প্রোটিয়া ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলেন । কালিসের ব্যর্থতা ঢাকল ক্যালিপসোর তাণ্ডবে । তেত্রিশ বছর বয়সি বার্বাডোজের নার্স ছ'নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস উপহার দিলেন । তাঁর 43 বলে 103 রানের ইনিংস ক্যাপিট্যালসকে 6 উইকেটে 74 থেকে 7 উইকেটে 179 রানে পৌঁছে দেয় ।

আরও পড়ুন: বোলার হিসেবে আমাকে ব্যবহার না-করে 'ভুল' করেছেন সৌরভ: কাইফ

বিশাল রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে গুজরাত জায়ান্টসও পালটা দিতে থাকে । নার্সের ঝোড়ো সেঞ্চুরির বদলা গুজরাতের কেভিন ও ব্রায়েন । তাঁর 61 বলে 107 রানে ভর করে 8 বল বাকি থাকতেই 3 উইকেটে জয় এনে দেয় । কালিস-সেহওয়াগের ব্যাটিং শৌর্য পুনরায় দেখতে চাওয়া ইডেনের দর্শক দেখল ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা দুই অখ্যাত লেজেন্ডসকে ।

অন্যদিকে দ্বিতীয় বছরে চমক দেখাচ্ছে লেজেন্ডস ক্রিকেট । মহিলা আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা, সুপার সাব নামানোর নিয়ম চালু করার মধ্যে দিয়ে নতুন ভাবনার খোরাক দিচ্ছে । যার শরিক হয়ে রইল ক্রিকেটের নন্দনকানন ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর আবহে লেজেন্ডস লিগের বোধন । মুখোমুখি ইন্ডিয়া ক্যাপিট্যালস এবং গুজরাত জায়ান্টস । উৎসবের আবহে ভাসছে শহর। তারমধ্যে প্রাক্তন তারকাদের ক্রিকেটশৈলী ফিরে দেখা । বিষয়টা অনেকটা ডাউন দ্য মেমোরি লেনে হাঁটার মতো । কিন্তু ইন্টারনেট সর্বস্ব জীবনে প্রাক্তনীদের ক্রিকেট কতটা আকর্ষিত করতে পারে বর্তমান সময়কে । আর এখানেই চ্যালেঞ্জ লেজেন্ডসদের ।

সেই চ্যালেঞ্জ একশোয় একশোয় পেলেন প্রাক্তনরা ৷ টি-20 ক্রিকেটে সেঞ্চুরি বর্তমান ক্রিকেট তারকাদের ব্যাটেও সহজলভ্য নয় । সেখানে অবসর জীবনে চলে যাওয়া ক্রিকেটারদের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন অস্তাচলে চলে যাওয়া দুই ব্যাটার (Couple of Century in a Single Match of Legends League Cricket) ৷

দেহ পট সনে নট সব কিছু ছিনিয়ে নিলেও ক্রিকেটীয় স্বাভিমান নষ্ট করতে পারেনি । আর সেটাই দেখা গেল অ্যাসলে রেনাল্ডো নার্সের ব্যাটে । গুজরাত জায়ান্টস অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগ টস জিতে ইন্ডিয়া ক্যাপিট্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন । গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ইন্ডিয়া ক্যাপিট্যালসের নেতৃত্ব সামলালেন জ্যাক কালিস । দক্ষিন আফ্রিকান লেজেন্ডস ব্যাট হাতে ব্যর্থ । যদিও ইডেনে উপস্থিত হাজার সাতেক দর্শক প্রোটিয়া ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলেন । কালিসের ব্যর্থতা ঢাকল ক্যালিপসোর তাণ্ডবে । তেত্রিশ বছর বয়সি বার্বাডোজের নার্স ছ'নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস উপহার দিলেন । তাঁর 43 বলে 103 রানের ইনিংস ক্যাপিট্যালসকে 6 উইকেটে 74 থেকে 7 উইকেটে 179 রানে পৌঁছে দেয় ।

আরও পড়ুন: বোলার হিসেবে আমাকে ব্যবহার না-করে 'ভুল' করেছেন সৌরভ: কাইফ

বিশাল রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে গুজরাত জায়ান্টসও পালটা দিতে থাকে । নার্সের ঝোড়ো সেঞ্চুরির বদলা গুজরাতের কেভিন ও ব্রায়েন । তাঁর 61 বলে 107 রানে ভর করে 8 বল বাকি থাকতেই 3 উইকেটে জয় এনে দেয় । কালিস-সেহওয়াগের ব্যাটিং শৌর্য পুনরায় দেখতে চাওয়া ইডেনের দর্শক দেখল ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা দুই অখ্যাত লেজেন্ডসকে ।

অন্যদিকে দ্বিতীয় বছরে চমক দেখাচ্ছে লেজেন্ডস ক্রিকেট । মহিলা আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা, সুপার সাব নামানোর নিয়ম চালু করার মধ্যে দিয়ে নতুন ভাবনার খোরাক দিচ্ছে । যার শরিক হয়ে রইল ক্রিকেটের নন্দনকানন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.