ETV Bharat / sports

JC Mukherjee T20 Final : জে সি মুখার্জি ফাইনাল জিতে মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল - JC Mukherjee T20 Final

ময়দানে ট্রফি জয় দিয়ে মরশুম শুরু করল ইস্টবেঙ্গেল ৷ জে সি মুখার্জি টি-20’র ফাইনালে (JC Mukherjee Final) তপন মেমোরিয়ালকে 9 উইকেটে হারাল লাল-হলুদ শিবির (East Bengal Wins JC Mukherjee T20 Final by 9 Wickets) ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল ৷

East Bengal Wins JC Mukherjee Final
জে সি মুখার্জি ফাইনাল জিতে মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল
author img

By

Published : May 27, 2022, 9:17 AM IST

কলকাতা, 27 মে : ক্রিকেট মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল ৷ বৃহস্পতিবার ইডেনে বৃষ্টিবিঘ্নিত জে সি মুখার্জি টি-20 টুর্নামন্টের ফাইনালে প্রতিপক্ষ তপন মেমোরিয়ালকে 9 উইকেটে হারাল লাল-হলুদ দল (East Bengal Wins JC Mukherjee T20 Final by 9 Wickets) ৷ ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল ৷

বৃষ্টির কারণে নির্ধারিত কুড়ি ওভারের ম্যাচ কমিয়ে 9 ওভার করা হয় ৷ প্রথমে ব্যাট করতে নেমে তপন মেমোরিয়াল 8 উইকেটে 54 রান তোলে ৷ রোহিত কুমার, সৌরভ মণ্ডল, অয়ন ভট্টাচার্য দু’টি করে উইকেট নেন ৷ জবাবে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল একটি মাত্র উইকেট হারিয়ে 8.3 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৷ রঞ্জিত সিং খাড়িয়া 27 রানে অপরাজিত থাকেন ৷

আরও পড়ুন : EB New Investor : ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গল

জে সি মুখার্জি (JC Mukherjee Final) টি-20 টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল ৷ এ নিয়ে 13 বার জে সি মুখার্জি ট্রফি জিতল ইস্টবেঙ্গল ৷ শেষবার 2016-17 মরসুমে এই ট্রফি জিতেছিল লাল-হলুদ ৷ তারকা খচিত দল না গড়েও মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল ৷ যা দল হিসাবে ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস দেবে বলেই মনে করা হচ্ছে ৷ সিএবি লিগ এবং নক আউটেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল শিবির ৷

কলকাতা, 27 মে : ক্রিকেট মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল ৷ বৃহস্পতিবার ইডেনে বৃষ্টিবিঘ্নিত জে সি মুখার্জি টি-20 টুর্নামন্টের ফাইনালে প্রতিপক্ষ তপন মেমোরিয়ালকে 9 উইকেটে হারাল লাল-হলুদ দল (East Bengal Wins JC Mukherjee T20 Final by 9 Wickets) ৷ ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল ৷

বৃষ্টির কারণে নির্ধারিত কুড়ি ওভারের ম্যাচ কমিয়ে 9 ওভার করা হয় ৷ প্রথমে ব্যাট করতে নেমে তপন মেমোরিয়াল 8 উইকেটে 54 রান তোলে ৷ রোহিত কুমার, সৌরভ মণ্ডল, অয়ন ভট্টাচার্য দু’টি করে উইকেট নেন ৷ জবাবে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল একটি মাত্র উইকেট হারিয়ে 8.3 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৷ রঞ্জিত সিং খাড়িয়া 27 রানে অপরাজিত থাকেন ৷

আরও পড়ুন : EB New Investor : ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গল

জে সি মুখার্জি (JC Mukherjee Final) টি-20 টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল ৷ এ নিয়ে 13 বার জে সি মুখার্জি ট্রফি জিতল ইস্টবেঙ্গল ৷ শেষবার 2016-17 মরসুমে এই ট্রফি জিতেছিল লাল-হলুদ ৷ তারকা খচিত দল না গড়েও মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল ৷ যা দল হিসাবে ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস দেবে বলেই মনে করা হচ্ছে ৷ সিএবি লিগ এবং নক আউটেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.