ETV Bharat / sports

IND W vs AUS W : অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চারের রাস্তা কঠিন হল ভারতের - অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চারের রাস্তা কঠিন হল ভারতের

97 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয় মসৃণ করলেন অজি অধিনায়িকা মেগ ল্যানিং ৷ পাশে সমান উজ্জ্বল আলিসা হিলি ৷ মিচেল স্টার্ক পত্নীর ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 72 রানের ইনিংস ৷ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল অজিরা (This is the highest successfull run chase by a team in WC) ৷

IND W vs AUS W
অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চারের রাস্তা কঠিন হল ভারতের
author img

By

Published : Mar 19, 2022, 3:02 PM IST

Updated : Mar 19, 2022, 3:51 PM IST

অকল্যান্ড, 19 মার্চ : 278 রানের লক্ষ্যমাত্রা দিয়েও বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এল না ভারতের ৷ 4 উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে সেমিতে চলে গেল মেগ ল্যানিংয়ের দল (Dominant Australia thrash India by six wickets) ৷ অন্যদিকে রাউন্ড-রবিন পর্বে তৃতীয় হারে সেমিফাইনালের রাস্তা কঠিন হল মিতালিদের ৷ 97 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয় মসৃণ করলেন অজি অধিনায়িকা মেগ ল্যানিং ৷ পাশে সমান উজ্জ্বল আলিসা হিলি ৷ মিচেল স্টার্ক পত্নীর ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 72 রানের ইনিংস ৷ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল অজিরা ৷

তবে এই ম্যাচকে কোনওভাবেই একপেশে তকমা দেওয়া যাবে না ৷ শেষ ওভারে জয়ের জন্য আট রান প্রয়োজন ছিল ইয়েলো ব্রিগেডের ৷ কিন্তু অন্তিম ওভারে নার্ভ ধরে রাখতে ব্যর্থ 200তম ওয়ান-ডে খেলতে নামা ঝুলন গোস্বামী ৷ যদিও রাচায়েল হেইন্স এবং আলিসা হিলি ওপেনিং জুটিতে 121 রান তোলার পর অজিরা ম্যাচটি কঠিন করেই জিতল বলা যায় ৷ দারুণ শুরুর পর তৃতীয় উইকেটে মেগ ল্যানিংয়ের সঙ্গে জুটি বেঁধে এলিস পেরি 103 রান যোগ করার পর ছ'বারের খেতাবজয়ীদের জয় ছিল সময়ের অপেক্ষা ৷ 49তম ওভারের চতুর্থ বলে মেগ ল্যানিং আউট হলেও সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেথ মুনি ৷ 107 বলে অজি অধিনায়িকার 97 রানের ইনিংস সাজানো ছিল 13টি চারে ৷

20 বলে 30 রানে অপরাজিত থেকে যান তিনি ৷ দিনের শুরুতে টস জিতে ইডেন পার্কে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়িকে ল্যানিং ৷ যস্তিকা ভাটিয়া, অধিনায়িকা মিতালি রাজ এবং হরমনপ্রীত করের হাফসেঞ্চুরিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইন্ডিয়া ৷ 4টি চার একটি ছয়ে 96 বলে 68 রান আসে মিতালির ব্যাটে (Mithali Raj scores 68 runs from 96 balls) ৷ যস্তিকা 83 বলে করেন 59 রান (Yastika Bhatia hits 59 runs) ৷ শেষদিকে হরমনপ্রীত এবং পূজা বস্ত্রকারের ঝোড়ো ব্যাটে মিতালিদের গড়ে যাওয়া ভিতে বড় রানের ইমারত গড়ে 'উইমেন ইন ব্লু' ৷

আরও পড়ুন : হরমনপ্রীত-মিতালির ব্যাটে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা ভারতের

6টি বাউন্ডারির সাহায্যে 47 বলে 57 রান করেন কর (Harmanpreet Kaur scored 57 runs from 47) ৷ 1টি চার, দু'টি ছয়ে 28 বলে 34 রানের ইনিংসে দলের রান 277-এ পৌঁছে দেন বস্ত্রকার ৷ 5 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে আপাতত চারে থাকা ভারতীয় দলকে শেষ চারে প্রবেশ করতে হলে শেষ দু'টি ম্যাচে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই ৷

অকল্যান্ড, 19 মার্চ : 278 রানের লক্ষ্যমাত্রা দিয়েও বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এল না ভারতের ৷ 4 উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে সেমিতে চলে গেল মেগ ল্যানিংয়ের দল (Dominant Australia thrash India by six wickets) ৷ অন্যদিকে রাউন্ড-রবিন পর্বে তৃতীয় হারে সেমিফাইনালের রাস্তা কঠিন হল মিতালিদের ৷ 97 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয় মসৃণ করলেন অজি অধিনায়িকা মেগ ল্যানিং ৷ পাশে সমান উজ্জ্বল আলিসা হিলি ৷ মিচেল স্টার্ক পত্নীর ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 72 রানের ইনিংস ৷ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল অজিরা ৷

তবে এই ম্যাচকে কোনওভাবেই একপেশে তকমা দেওয়া যাবে না ৷ শেষ ওভারে জয়ের জন্য আট রান প্রয়োজন ছিল ইয়েলো ব্রিগেডের ৷ কিন্তু অন্তিম ওভারে নার্ভ ধরে রাখতে ব্যর্থ 200তম ওয়ান-ডে খেলতে নামা ঝুলন গোস্বামী ৷ যদিও রাচায়েল হেইন্স এবং আলিসা হিলি ওপেনিং জুটিতে 121 রান তোলার পর অজিরা ম্যাচটি কঠিন করেই জিতল বলা যায় ৷ দারুণ শুরুর পর তৃতীয় উইকেটে মেগ ল্যানিংয়ের সঙ্গে জুটি বেঁধে এলিস পেরি 103 রান যোগ করার পর ছ'বারের খেতাবজয়ীদের জয় ছিল সময়ের অপেক্ষা ৷ 49তম ওভারের চতুর্থ বলে মেগ ল্যানিং আউট হলেও সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেথ মুনি ৷ 107 বলে অজি অধিনায়িকার 97 রানের ইনিংস সাজানো ছিল 13টি চারে ৷

20 বলে 30 রানে অপরাজিত থেকে যান তিনি ৷ দিনের শুরুতে টস জিতে ইডেন পার্কে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়িকে ল্যানিং ৷ যস্তিকা ভাটিয়া, অধিনায়িকা মিতালি রাজ এবং হরমনপ্রীত করের হাফসেঞ্চুরিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইন্ডিয়া ৷ 4টি চার একটি ছয়ে 96 বলে 68 রান আসে মিতালির ব্যাটে (Mithali Raj scores 68 runs from 96 balls) ৷ যস্তিকা 83 বলে করেন 59 রান (Yastika Bhatia hits 59 runs) ৷ শেষদিকে হরমনপ্রীত এবং পূজা বস্ত্রকারের ঝোড়ো ব্যাটে মিতালিদের গড়ে যাওয়া ভিতে বড় রানের ইমারত গড়ে 'উইমেন ইন ব্লু' ৷

আরও পড়ুন : হরমনপ্রীত-মিতালির ব্যাটে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা ভারতের

6টি বাউন্ডারির সাহায্যে 47 বলে 57 রান করেন কর (Harmanpreet Kaur scored 57 runs from 47) ৷ 1টি চার, দু'টি ছয়ে 28 বলে 34 রানের ইনিংসে দলের রান 277-এ পৌঁছে দেন বস্ত্রকার ৷ 5 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে আপাতত চারে থাকা ভারতীয় দলকে শেষ চারে প্রবেশ করতে হলে শেষ দু'টি ম্যাচে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই ৷

Last Updated : Mar 19, 2022, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.