ETV Bharat / sports

T20 WC Fever: হিটম্যান'স চিজ মশালা থেকে কেএল'স ওনিয়ন সামোসা, বিশ্বকাপ জ্বরে কাবু রাজধানীর রেস্তরাঁগুলি - SOCIAL

বিশেষ করে রবিবারের মহারণের কথা মাথা রেখে রাজধানীর রেস্তরাঁগুলো তাদের জনপ্রিয় ডিশগুলি বদলে ফেলেছে প্রিয় ক্রিকেটারদের নামে ৷ জনপ্রিয় রেস্তরাঁ 'সোশাল'-এ (SOCIAL) বিশ্বকাপ উপলক্ষে অনুরাগীদের জন্য বিকোচ্ছে হিটম্যান'স চিজ মশালা পাও (Hitman's Cheese Masala Pao), কেএল'স ওনিয়ন সামোসা-র (KL's Onion Samosa) মতো ডিশগুলি ৷

T20 WC Fever
বিশ্বকাপ জ্বরে কাবু রাজধানীর রেস্তরাঁগুলিতে বিকোচ্ছে বিশেষ ডিশ
author img

By

Published : Oct 22, 2022, 8:56 PM IST

Updated : Oct 22, 2022, 9:16 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর: সুদূর অজিভূমে বাইশ গজে সম্মুখসমরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ কিন্তু তার ছোঁয়া লেগেছে রাজধানী নয়াদিল্লির ছোট-বড় রেস্তরাঁগুলোতে ৷ টি-20 বিশ্বকাপের (T20 WC 2022) জন্য, বিশেষ করে রবিবারের মহারণের কথা মাথা রেখে রাজধানীর রেস্তরাঁগুলো তাদের জনপ্রিয় ডিশগুলি বদলে ফেলেছে প্রিয় ক্রিকেটারদের নামে ৷ ক্রিকেট উত্তেজনায় স্ফুলিঙ্গ জোগাতে অনুরাগীদের মুখে তুলে দেওয়া হচ্ছে সংকলিত বিশেষ পদগুলো ৷

কেবল রেস্তরাঁগুলিই নয়, ভারত-পাক মহারণের আঁচে গা-সেঁকছে রাজধানীর সিনেমা হলগুলিও (Delhi restaurants and cinema halls all set for India-Pak T20 WC clash) ৷ শহরের আইনক্সগুলিতে পাকিস্তান ম্যাচ-সহ বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং করবে ৷ এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে বিশেষ চুক্তি সেরেছে আইনক্স লেজার লিমিটেড ৷ কেবল রাজধানী নয়াদিল্লিই নয়, দেশের 25টি শহরকে রাখা হয়েছে এই আওতায় ৷

রাজধানীর জনপ্রিয় রেস্তরাঁ 'সোশাল'-এ (SOCIAL) বিশ্বকাপ উপলক্ষে অনুরাগীদের জন্য বিকোচ্ছে হিটম্যান'স চিজ মশালা পাও (Hitman's Cheese Masala Pao), কেএল'স ওনিয়ন সামোসা-র (KL's Onion Samosa) মতো ডিশগুলি ৷ শুধু তাই নয়, মাঠের মজা যাতে রেস্তরাঁতেই পাওয়া যায়, তাই ঢোলওয়ালা এবং ফেস পেন্টারদেরও হাজির করাচ্ছে সংশ্লিষ্ট রেস্তরাঁ কর্তৃপক্ষ ৷ আর সোশাল কর্তৃপক্ষের এই বন্দোবস্ত কেবল নয়াদিল্লির জন্য ভাবলে ভুল হবে, ভারতজুড়ে তাদের সমস্ত আউটপোস্টগুলোতেই একই ব্যবস্থা উপলব্ধ থাকছে ৷

আরও পড়ুন: স্নায়ুযুদ্ধের আগে ভারতীয় ব্যাটারদের আফ্রিদিকে সামলানোর মন্ত্র দিলেন সচিন

উত্তর ভারতে সোশাল-এর মুখ্য আঞ্চলিক অফিসারের কথায়, "ভারত-পাক ম্যাচে রেস্তরাঁয় ষোলোআনা উত্তেজনা বজায় রাখতে আমরা ঢোলওয়ালা এবং ফেস পেন্টারদেরও সঙ্গে রাখছি ৷ আমাদের সমস্ত আউটপোস্টগুলো রবিবারের ম্যাচে হাউসফুল থাকবে বলেই বিশ্বাস আমার ৷"

নয়াদিল্লি, 22 অক্টোবর: সুদূর অজিভূমে বাইশ গজে সম্মুখসমরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ কিন্তু তার ছোঁয়া লেগেছে রাজধানী নয়াদিল্লির ছোট-বড় রেস্তরাঁগুলোতে ৷ টি-20 বিশ্বকাপের (T20 WC 2022) জন্য, বিশেষ করে রবিবারের মহারণের কথা মাথা রেখে রাজধানীর রেস্তরাঁগুলো তাদের জনপ্রিয় ডিশগুলি বদলে ফেলেছে প্রিয় ক্রিকেটারদের নামে ৷ ক্রিকেট উত্তেজনায় স্ফুলিঙ্গ জোগাতে অনুরাগীদের মুখে তুলে দেওয়া হচ্ছে সংকলিত বিশেষ পদগুলো ৷

কেবল রেস্তরাঁগুলিই নয়, ভারত-পাক মহারণের আঁচে গা-সেঁকছে রাজধানীর সিনেমা হলগুলিও (Delhi restaurants and cinema halls all set for India-Pak T20 WC clash) ৷ শহরের আইনক্সগুলিতে পাকিস্তান ম্যাচ-সহ বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং করবে ৷ এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে বিশেষ চুক্তি সেরেছে আইনক্স লেজার লিমিটেড ৷ কেবল রাজধানী নয়াদিল্লিই নয়, দেশের 25টি শহরকে রাখা হয়েছে এই আওতায় ৷

রাজধানীর জনপ্রিয় রেস্তরাঁ 'সোশাল'-এ (SOCIAL) বিশ্বকাপ উপলক্ষে অনুরাগীদের জন্য বিকোচ্ছে হিটম্যান'স চিজ মশালা পাও (Hitman's Cheese Masala Pao), কেএল'স ওনিয়ন সামোসা-র (KL's Onion Samosa) মতো ডিশগুলি ৷ শুধু তাই নয়, মাঠের মজা যাতে রেস্তরাঁতেই পাওয়া যায়, তাই ঢোলওয়ালা এবং ফেস পেন্টারদেরও হাজির করাচ্ছে সংশ্লিষ্ট রেস্তরাঁ কর্তৃপক্ষ ৷ আর সোশাল কর্তৃপক্ষের এই বন্দোবস্ত কেবল নয়াদিল্লির জন্য ভাবলে ভুল হবে, ভারতজুড়ে তাদের সমস্ত আউটপোস্টগুলোতেই একই ব্যবস্থা উপলব্ধ থাকছে ৷

আরও পড়ুন: স্নায়ুযুদ্ধের আগে ভারতীয় ব্যাটারদের আফ্রিদিকে সামলানোর মন্ত্র দিলেন সচিন

উত্তর ভারতে সোশাল-এর মুখ্য আঞ্চলিক অফিসারের কথায়, "ভারত-পাক ম্যাচে রেস্তরাঁয় ষোলোআনা উত্তেজনা বজায় রাখতে আমরা ঢোলওয়ালা এবং ফেস পেন্টারদেরও সঙ্গে রাখছি ৷ আমাদের সমস্ত আউটপোস্টগুলো রবিবারের ম্যাচে হাউসফুল থাকবে বলেই বিশ্বাস আমার ৷"

Last Updated : Oct 22, 2022, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.