ETV Bharat / sports

Deepti Sharma Mankading: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত - ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে তাঁকে জয় উপহার দিয়েছেন হরমনপ্রীত-দীপ্তি শর্মারা (India Women vs England Women 3rd ODI) ৷ কিন্তু, ইংল্যান্ড মহিলা দলের শেষ উইকেটের পতন নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট করায় দীপ্তি শর্মার (Deepti Sharma Mankading) সমালোচনা শুরু হয়েছে ৷ তবে, বৈধ রান আউটেও কেন সমস্যা ইংল্যান্ডের, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

Deepti Sharma Mankading Controversy in India Women vs England Women 3rd ODI
Deepti Sharma Mankading Controversy in India Women vs England Women 3rd ODI
author img

By

Published : Sep 25, 2022, 11:24 AM IST

Updated : Sep 25, 2022, 12:09 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: কথায় বলে ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই বৈধ ৷ আর খাতায় কলমে কোনও বিষয়কে নথিভুক্ত করা হলে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বেশ কঠিন ৷ আর সেই বৈধতার সুযোগ নিয়েই ইংল্যান্ড মহিলা দলের লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে (Charlotte Dean) বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট (Deepti Sharma Mankading) করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অফস্পিনার দীপ্তি শর্মা ৷ যে পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করা এখন আইসিসি’র নিয়ম অনুযায়ী বৈধ ৷ কিন্তু, বৈধতা সত্ত্বেও শনিবার রাতে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে (India Women vs England Women 3rd ODI) দীপ্তি শর্মার করা বিনু মানকড়িয় পদ্ধিতে আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞরা ৷

এখানেই প্রশ্ন উঠছে, কেন এত আপত্তি ? যেখানে এমসিসি’র টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী, আইসিসি গত 20 সেপ্টেম্বর থেকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউটকে বৈধ ঘোষণা করেছে ৷ সেখানে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এবং সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ক্রিকেটের স্পিরিট প্রসঙ্গ কেন আনছেন ? আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন একাধিকবার বিনু মানকড়িয় পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করেছেন ৷ সেই সময় এই রান আউট আইসিসি’র রুল বুকে বৈধ বা অবৈধ বলে উল্লেখ করা ছিল না ৷ সেই সময় ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলা হত ৷

কিন্তু, শনিবার রাতে লর্ডসের মাঠে হওয়া বিনু মানকড়িয় রান আউটের (Mankading) পরেও ফের ক্রিকেটীয় স্পিরিটের কথা তুলতে শুরু করেছে একাংশ ৷ কিন্তু, সম্পূর্ণ বিষয়টি আইসিসি অনুমোদিত এবং গত 20 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ সেখানে একজন খেলোয়াড় হিসাবে নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ ৷ বিশেষ করে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তাঁদের দলের খেলোয়াড়দের নতুন নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করা ৷

আরও পড়ুন: বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু'

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পক্ষে-বিপক্ষে মতামতের ঝড় উঠেছে ৷ মূলত, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এর বিরোধিতা করেছেন ৷ তাঁদের যুক্তি, দীপ্তি শর্মা ইচ্ছাকৃতভাবে বল করার আগে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা নিয়ে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার শার্লট ডিন ওয়াকিবহাল ছিলেন না ৷ কিন্তু, আইসিসি’র নিয়ম বলছে, বোলার যতক্ষণ না তাঁর হাত থেকে বল রিলিজ করছেন, ততক্ষণ নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরতে পারবেন না ৷ কিন্তু, ম্যাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, শার্লট ডিন দীপ্তির বোলিং অ্যাকশন শেষের আগেই ক্রিজ ছেড়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

এনিয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে প্রশ্ন করা হলে, তিনি দীপ্তি শর্মার পাশে দাঁড়িয়েছেন ৷ হরমনপ্রীতের স্পষ্ট জবাব, ‘‘আউট নিয়ে প্রশ্ন না তুলে বরং এটা বলা দরকার, শার্লট ডিন প্রথম ব্যাটার, যিনি এই পদ্ধতি বৈধ হওয়ার পর আউট হলেন ৷ আর এটা নতুন কিছু করিনি আমরা ৷ আইসিসি’র নিয়ম মেনেই আউট করা হয়েছে ৷ এখানে একজন ক্রিকেটারের উচিত আরও সচেতন হওয়া ৷ আমি অবশ্যই আমার খেলোয়াড়ের সঙ্গে থাকব ৷’’

এ দিন বীরেন্দ্র সেওয়াগ বিষয়টি নিয়ে ইংল্যান্ড দল এবং সেখানকার বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন ৷ আইসিসি’র রুল বুকে যুক্ত হওয়া বিনু মানকড়িয় পদ্ধতির রান আউটের ধারা এবং তাঁর বিশ্লেষণ তুলে ধরনে বীরু ৷ সেই সঙ্গে তাঁর সরাসরি আক্রমণ, ‘‘খেলাটিকে আবিস্কার করেছে ৷ কিন্তু, তৈরি করা নিয়ম ভুলে গিয়েছে ৷’’

আরও পড়ুন: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

তবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড দল এবং তাঁদের সমর্থকদের এত আপত্তি কারণ কী ? শুধুই কি ক্রিকেটীয় স্পিরিট, নাকি এর পিছনে রয়েছে ব্রিটিশ দম্ভে আঘাত লাগার বেদনা ৷ কোনও ব্রিটিশ ক্রিকেটার আইসিসি’র নতুন নিয়মের সুযোগ নিয়ে ভারতীয় কোনও ব্যাটারকে আউট করলে, তাঁরা কি ক্রিকেটীয় স্পিরিটের দোহাই দিতেন ? না কি হাজির করতেন অন্য কোনও যুক্তি ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: কথায় বলে ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই বৈধ ৷ আর খাতায় কলমে কোনও বিষয়কে নথিভুক্ত করা হলে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বেশ কঠিন ৷ আর সেই বৈধতার সুযোগ নিয়েই ইংল্যান্ড মহিলা দলের লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে (Charlotte Dean) বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট (Deepti Sharma Mankading) করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অফস্পিনার দীপ্তি শর্মা ৷ যে পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করা এখন আইসিসি’র নিয়ম অনুযায়ী বৈধ ৷ কিন্তু, বৈধতা সত্ত্বেও শনিবার রাতে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে (India Women vs England Women 3rd ODI) দীপ্তি শর্মার করা বিনু মানকড়িয় পদ্ধিতে আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞরা ৷

এখানেই প্রশ্ন উঠছে, কেন এত আপত্তি ? যেখানে এমসিসি’র টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী, আইসিসি গত 20 সেপ্টেম্বর থেকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউটকে বৈধ ঘোষণা করেছে ৷ সেখানে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এবং সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ক্রিকেটের স্পিরিট প্রসঙ্গ কেন আনছেন ? আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন একাধিকবার বিনু মানকড়িয় পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করেছেন ৷ সেই সময় এই রান আউট আইসিসি’র রুল বুকে বৈধ বা অবৈধ বলে উল্লেখ করা ছিল না ৷ সেই সময় ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলা হত ৷

কিন্তু, শনিবার রাতে লর্ডসের মাঠে হওয়া বিনু মানকড়িয় রান আউটের (Mankading) পরেও ফের ক্রিকেটীয় স্পিরিটের কথা তুলতে শুরু করেছে একাংশ ৷ কিন্তু, সম্পূর্ণ বিষয়টি আইসিসি অনুমোদিত এবং গত 20 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ সেখানে একজন খেলোয়াড় হিসাবে নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ ৷ বিশেষ করে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তাঁদের দলের খেলোয়াড়দের নতুন নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করা ৷

আরও পড়ুন: বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু'

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পক্ষে-বিপক্ষে মতামতের ঝড় উঠেছে ৷ মূলত, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এর বিরোধিতা করেছেন ৷ তাঁদের যুক্তি, দীপ্তি শর্মা ইচ্ছাকৃতভাবে বল করার আগে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা নিয়ে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার শার্লট ডিন ওয়াকিবহাল ছিলেন না ৷ কিন্তু, আইসিসি’র নিয়ম বলছে, বোলার যতক্ষণ না তাঁর হাত থেকে বল রিলিজ করছেন, ততক্ষণ নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরতে পারবেন না ৷ কিন্তু, ম্যাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, শার্লট ডিন দীপ্তির বোলিং অ্যাকশন শেষের আগেই ক্রিজ ছেড়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

এনিয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে প্রশ্ন করা হলে, তিনি দীপ্তি শর্মার পাশে দাঁড়িয়েছেন ৷ হরমনপ্রীতের স্পষ্ট জবাব, ‘‘আউট নিয়ে প্রশ্ন না তুলে বরং এটা বলা দরকার, শার্লট ডিন প্রথম ব্যাটার, যিনি এই পদ্ধতি বৈধ হওয়ার পর আউট হলেন ৷ আর এটা নতুন কিছু করিনি আমরা ৷ আইসিসি’র নিয়ম মেনেই আউট করা হয়েছে ৷ এখানে একজন ক্রিকেটারের উচিত আরও সচেতন হওয়া ৷ আমি অবশ্যই আমার খেলোয়াড়ের সঙ্গে থাকব ৷’’

এ দিন বীরেন্দ্র সেওয়াগ বিষয়টি নিয়ে ইংল্যান্ড দল এবং সেখানকার বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন ৷ আইসিসি’র রুল বুকে যুক্ত হওয়া বিনু মানকড়িয় পদ্ধতির রান আউটের ধারা এবং তাঁর বিশ্লেষণ তুলে ধরনে বীরু ৷ সেই সঙ্গে তাঁর সরাসরি আক্রমণ, ‘‘খেলাটিকে আবিস্কার করেছে ৷ কিন্তু, তৈরি করা নিয়ম ভুলে গিয়েছে ৷’’

আরও পড়ুন: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

তবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড দল এবং তাঁদের সমর্থকদের এত আপত্তি কারণ কী ? শুধুই কি ক্রিকেটীয় স্পিরিট, নাকি এর পিছনে রয়েছে ব্রিটিশ দম্ভে আঘাত লাগার বেদনা ৷ কোনও ব্রিটিশ ক্রিকেটার আইসিসি’র নতুন নিয়মের সুযোগ নিয়ে ভারতীয় কোনও ব্যাটারকে আউট করলে, তাঁরা কি ক্রিকেটীয় স্পিরিটের দোহাই দিতেন ? না কি হাজির করতেন অন্য কোনও যুক্তি ।

Last Updated : Sep 25, 2022, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.