ETV Bharat / sports

IPL 2022 : শাহরুখ-প্রীতি-শিল্পার পর আসরে দীপবীর, আইপিএলে দল কিনতে পারে সেলেব জুটি - রনবীর সিং

25 অক্টোবর বিডিং প্রক্রিয়া শুরুর আগে তালিকায় দীপবীর জুটির অন্তর্ভুক্তি উত্তেজনা যে আরও বাড়াবে সে বিষয়ে সন্দেহ নেই ৷ এমনিতেই বলিউডের এই তারকা জুটির সঙ্গে খেলাধুলোর নিবিড় যোগ রয়েছে ৷ প্রাক্তন তারকা শাটলার প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা একজন আদ্যোন্ত ক্রীড়াপ্রেমী ৷ অন্যদিকে দীপিকার বেটার-হাফ রনবীরের নাম জড়িয়ে ইংলিশ প্রিমিয়র লিগ, এনবিএ'র ক্লাবের সঙ্গে ৷

IPL 2022
শাহরুখ-প্রীতি-শিল্পার পর আসরে দীপবীর, আইপিএলে দল কিনতে পারেন সেলেব জুটি
author img

By

Published : Oct 22, 2021, 5:08 PM IST

Updated : Oct 22, 2021, 5:24 PM IST

মুম্বই, 22 অক্টোবর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে পরিবারের মালিকানাধীন সেই গ্লেজার্স পরিবার আইপিএলে দল কেনার জন্য দরপত্র তুলেছে ৷ বৃহস্পতিবার এমন খবরে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতে আইপিএলকে কেন্দ্র করে আবারও চমকপ্রদ তথ্য উঠে আসছে ৷ আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি কিনতে এবার দরপত্র তুলেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷

25 অক্টোবর বিডিং প্রক্রিয়ার আগে তালিকায় দীপবীর জুটির অন্তর্ভুক্তি উত্তেজনা যে আরও বাড়াবে সে বিষয়ে সন্দেহ নেই ৷এমনিতেই বলিউডের এই তারকা জুটির সঙ্গে খেলাধুলোর নিবিড় যোগ রয়েছে ৷ প্রাক্তন তারকা শাটলার প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা একজন আদ্যোন্ত ক্রীড়াপ্রেমী ৷ অন্যদিকে দীপিকার বেটার-হাফ রণবীরের নাম জড়িয়ে ইংলিশ প্রিমিয়র লিগ, এনবিএ'র বিভিন্ন ক্লাবের সঙ্গে ৷ তাই দীপবীর জুটি আসন্ন মরসুম থেকে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি দলের মালিক হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

সেক্ষেত্রে শাহরুখ-জুহি-প্রীতি-শিল্পাদের পর বলি অভিনেতা হিসেবে আইপিএলে কোনও দলের মালিক হবে এই সেলেব জুটি ৷ সম্প্রতি আইপিএলে দরপত্র তোলার ডেডলাইন 20 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ দল কেনার ক্ষেত্রে বিসিসিআই-এর পছন্দ ভারতীয়রা হলেও বিদেশিদের প্রভাব-প্রতিপত্তি হিসেব বদলে দিতে পারে ৷ এখন দেখার দীপবীর জুটি নয়া দৌড়ে কতদূর পর্যন্ত সামিল করে নিজেদের ৷

আরও পড়ুন : আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

এদিকে 2022 আইপিএলে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি দল পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আমেদাবাদ এবং লখনউ ৷ বিডিং প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ এমন খবরই সামনে আসছে ৷ সব পরিকল্পনামাফিক চললে আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হবে বিডিং প্রক্রিয়া ৷ সেখানেই 2022 আইপিএলে নয়া দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কার হাতে ওঠে, তা ঠিক হয়ে যাবে ৷

মুম্বই, 22 অক্টোবর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে পরিবারের মালিকানাধীন সেই গ্লেজার্স পরিবার আইপিএলে দল কেনার জন্য দরপত্র তুলেছে ৷ বৃহস্পতিবার এমন খবরে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতে আইপিএলকে কেন্দ্র করে আবারও চমকপ্রদ তথ্য উঠে আসছে ৷ আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি কিনতে এবার দরপত্র তুলেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷

25 অক্টোবর বিডিং প্রক্রিয়ার আগে তালিকায় দীপবীর জুটির অন্তর্ভুক্তি উত্তেজনা যে আরও বাড়াবে সে বিষয়ে সন্দেহ নেই ৷এমনিতেই বলিউডের এই তারকা জুটির সঙ্গে খেলাধুলোর নিবিড় যোগ রয়েছে ৷ প্রাক্তন তারকা শাটলার প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা একজন আদ্যোন্ত ক্রীড়াপ্রেমী ৷ অন্যদিকে দীপিকার বেটার-হাফ রণবীরের নাম জড়িয়ে ইংলিশ প্রিমিয়র লিগ, এনবিএ'র বিভিন্ন ক্লাবের সঙ্গে ৷ তাই দীপবীর জুটি আসন্ন মরসুম থেকে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি দলের মালিক হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

সেক্ষেত্রে শাহরুখ-জুহি-প্রীতি-শিল্পাদের পর বলি অভিনেতা হিসেবে আইপিএলে কোনও দলের মালিক হবে এই সেলেব জুটি ৷ সম্প্রতি আইপিএলে দরপত্র তোলার ডেডলাইন 20 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ দল কেনার ক্ষেত্রে বিসিসিআই-এর পছন্দ ভারতীয়রা হলেও বিদেশিদের প্রভাব-প্রতিপত্তি হিসেব বদলে দিতে পারে ৷ এখন দেখার দীপবীর জুটি নয়া দৌড়ে কতদূর পর্যন্ত সামিল করে নিজেদের ৷

আরও পড়ুন : আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

এদিকে 2022 আইপিএলে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি দল পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আমেদাবাদ এবং লখনউ ৷ বিডিং প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ এমন খবরই সামনে আসছে ৷ সব পরিকল্পনামাফিক চললে আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হবে বিডিং প্রক্রিয়া ৷ সেখানেই 2022 আইপিএলে নয়া দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কার হাতে ওঠে, তা ঠিক হয়ে যাবে ৷

Last Updated : Oct 22, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.