ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি

Dean Elgar will Retire after Test Series Against India: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার ৷ তবে, তা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে ৷ আজ এমনটাই ঘোষণা করেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:24 PM IST

সেঞ্চুরিয়ন, 22 ডিসেম্বর: বর্তমানে তিনি শুধু টেস্ট ক্রিকেটই খেলেন ৷ দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এই ওপেনার এবার সাদা পোশাকটিও তুলে রাখবেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন প্রোটিয়াস অধিনায়ক ডিন এলগার ৷ ভারতের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে শেষবার ব্যাটহাতে নামবেন তিনি ৷ শুক্রবার ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷

2012 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার অভিষেক করেছিলেন ডিন এলগার ৷ তখন থেকে 84টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ বাঁ-হাতি এই ওপেনার তাঁর টেস্ট কেরিয়ারে 37.28 গড়ে 5 হাজার 146 রান করেছেন ৷ যেখানে 13টি সেঞ্চুরি ও 23টি হাফ-সেঞ্চুরি রয়েছে এলগারের ৷ টেস্ট ক্রিকেটে সফল হলেও, ওয়ান-ডে ক্রিকেটে একেবারেই সফল নন ডিন ৷ তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে 8টি ওয়ান-ডে ম্যাচে মাত্র 104 রান করেছেন ৷ সেখানে তাঁর স্ট্রাইক রেটও খুবই খারাপ, মাত্র 58.8 ৷ এবি ডি’ভিলিয়ার্স এবং ফাফ ডু’প্লেসিস অবসর নেওয়ার পর, এলগার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলকে বেশ কয়েকবছর নেতৃত্ব দিয়েছিলেন ৷

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রথম ভারতের বিরুদ্ধে খেলা দু’টি টেস্ট ম্যাচ দিয়ে ডিন এলগার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানবেন ৷ যার প্রথমটি 26-30 ডিসেম্বর পর্যন্ত সেঞ্চুরিয়নে তাঁর ঘরের মাঠে খেলা হবে ৷ আর দ্বিতীয় টেস্ট হবে 3-7 জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ যেখানে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন ৷’’ অভিষেক টেস্টের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মতো ঘটনা বিশ্বে খুব কমই আছে ৷ আর সেটাই ঘটবে ডিন এলগারের সঙ্গে ৷

এলগার নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘‘টানা 12 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আমার স্বপ্নের অতীত ছিল ৷ এই সফরটা খুবই অসাধারণ ছিল এবং এটা পাওয়ার জন্য আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করি ৷ আর যেমনটা সবাই বলে, 'সব ভালো জিনিসের একটা শেষ থাকে' ৷ সেরকমই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজটা আমার শেষ ৷ কারণ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, এই সুন্দর খেলাটা থেকে এবার আমি অবসর নেব ৷’’

36 বছরের ওপেনার বলেন, ‘‘এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে ৷ কেপ টাউন টেস্ট আমার শেষ ম্যাচ ৷ বিশ্বের মধ্যে আমার সেরা ও পছন্দের স্টেডিয়াম ৷ এমন একটা জায়গা, যেখানে আমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট রান করেছিলাম এবং আশা করছি আমার শেষ রানটাও এখানেই আসবে ৷’’ অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে 19 টেস্টে নেতৃত্ব দিয়েছেন এলগার ৷ যার মধ্যে 9 টেস্টে জিতেছে প্রোটিয়া ব্রিগেড ৷ 7টিতে হার ও 4 টেস্ট ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  2. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের
  3. সঞ্জুর সেঞ্চুরিতে তৃতীয় ওয়ান-ডে জয়, প্রোটিয়াদের হারিয়ে 2-1 সিরিজ ভারতের

সেঞ্চুরিয়ন, 22 ডিসেম্বর: বর্তমানে তিনি শুধু টেস্ট ক্রিকেটই খেলেন ৷ দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এই ওপেনার এবার সাদা পোশাকটিও তুলে রাখবেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন প্রোটিয়াস অধিনায়ক ডিন এলগার ৷ ভারতের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে শেষবার ব্যাটহাতে নামবেন তিনি ৷ শুক্রবার ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷

2012 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার অভিষেক করেছিলেন ডিন এলগার ৷ তখন থেকে 84টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ বাঁ-হাতি এই ওপেনার তাঁর টেস্ট কেরিয়ারে 37.28 গড়ে 5 হাজার 146 রান করেছেন ৷ যেখানে 13টি সেঞ্চুরি ও 23টি হাফ-সেঞ্চুরি রয়েছে এলগারের ৷ টেস্ট ক্রিকেটে সফল হলেও, ওয়ান-ডে ক্রিকেটে একেবারেই সফল নন ডিন ৷ তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে 8টি ওয়ান-ডে ম্যাচে মাত্র 104 রান করেছেন ৷ সেখানে তাঁর স্ট্রাইক রেটও খুবই খারাপ, মাত্র 58.8 ৷ এবি ডি’ভিলিয়ার্স এবং ফাফ ডু’প্লেসিস অবসর নেওয়ার পর, এলগার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলকে বেশ কয়েকবছর নেতৃত্ব দিয়েছিলেন ৷

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রথম ভারতের বিরুদ্ধে খেলা দু’টি টেস্ট ম্যাচ দিয়ে ডিন এলগার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানবেন ৷ যার প্রথমটি 26-30 ডিসেম্বর পর্যন্ত সেঞ্চুরিয়নে তাঁর ঘরের মাঠে খেলা হবে ৷ আর দ্বিতীয় টেস্ট হবে 3-7 জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ যেখানে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন ৷’’ অভিষেক টেস্টের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মতো ঘটনা বিশ্বে খুব কমই আছে ৷ আর সেটাই ঘটবে ডিন এলগারের সঙ্গে ৷

এলগার নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘‘টানা 12 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আমার স্বপ্নের অতীত ছিল ৷ এই সফরটা খুবই অসাধারণ ছিল এবং এটা পাওয়ার জন্য আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করি ৷ আর যেমনটা সবাই বলে, 'সব ভালো জিনিসের একটা শেষ থাকে' ৷ সেরকমই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজটা আমার শেষ ৷ কারণ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, এই সুন্দর খেলাটা থেকে এবার আমি অবসর নেব ৷’’

36 বছরের ওপেনার বলেন, ‘‘এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে ৷ কেপ টাউন টেস্ট আমার শেষ ম্যাচ ৷ বিশ্বের মধ্যে আমার সেরা ও পছন্দের স্টেডিয়াম ৷ এমন একটা জায়গা, যেখানে আমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট রান করেছিলাম এবং আশা করছি আমার শেষ রানটাও এখানেই আসবে ৷’’ অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে 19 টেস্টে নেতৃত্ব দিয়েছেন এলগার ৷ যার মধ্যে 9 টেস্টে জিতেছে প্রোটিয়া ব্রিগেড ৷ 7টিতে হার ও 4 টেস্ট ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  2. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের
  3. সঞ্জুর সেঞ্চুরিতে তৃতীয় ওয়ান-ডে জয়, প্রোটিয়াদের হারিয়ে 2-1 সিরিজ ভারতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.