মালে (মালদ্বীপ), 9 মে : মদ্যপান করে মারামারির অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা কমেন্টেটর মাইকেল স্লেটার ৷ একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মালদ্বীপের মালেতে তাজ কোরাল রিসর্টে মদ্যপ অবস্থায় দু’জনের মধ্যে হাতাহাতি হয় ৷ প্রসঙ্গত, করোনার কারণে মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফেরার আগে মালদ্বীপের মালেতে একটি রিসর্টে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা ৷
আইপিএলে খেলা ক্রিকেটাররা বর্তমানে মালদ্বীপের একটি রিসর্টে কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ সেখান কয়েকদিন থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে চড়বেন তাঁরা ৷ কিন্তু অভিযোগ উঠেছে, সেই রিসর্টে মাঝরাতে মদ্যপ অবস্থায় মারামারি করেন ডেভিড ওয়ার্নার এবং মাইকেল স্লেটার ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দু’জনেই ৷ এ নিয়ে স্লেটার জানান, এটা সম্পূর্ণভাবে একটা অপপ্রচার ছাড়া কিছুই নয় ৷ ডেভিড ওয়ার্নার এবং তিনি, দু’জনেই খুব ভাল বন্ধু ৷ তাঁদের দু’জনের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা কোনও প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ৷
আরও পড়ুন : অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসার সামগ্রী কিনতে আর্থিক সাহায্য ঋষভের
ডেভিড ওয়ার্নার নিজেও বিষয়টিকে অপপ্রচার বলে দাবি করেছেন ৷ তিনি বলেন, ‘‘কোনও নাটকীয়তার প্রশ্ন নেই ৷ কোথা থেকে এমন ভুয়ো খবর প্রকাশ পায় তা জানা নেই ৷’’ আর এনিয়ে কোনও উপযুক্ত প্রমাণ না থাকলে, তা লেখাও উচিত নয় বলে জানান ডেভিড ওয়ার্নার ৷