ETV Bharat / sports

Asia Cup 2023: বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ ? এশিয়া কাপের দিনক্ষণ জানাল এসিসি - এশিয়ান ক্রিকেট কাউন্সিল

পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দেশ একসঙ্গে আয়োজন করবে এশিয়া কাপের ৷ 31 অগস্ট শুরু হওয়া মহাদেশীয় কাপের ফাইনাল 17 সেপ্টেম্বর ৷ চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ৷ বাকি ম্যাচের দায়িত্ব বর্তেছে শ্রীলঙ্কার কাঁধে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 15, 2023, 5:39 PM IST

কলম্বো, 15 জুন: 'পাকিস্তানে খেলবে না ভারত। সেটা বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ।' আগেই সাফ জানিয়ে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফলে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের আয়োজন ছিল দোলাচলে । ক্রমশ জোরালো হচ্ছিল হাইব্রিড মোডে এশিয়া কাপ বাস্তবায়নের দিকটি । হাইব্রিড মোড, অর্থাৎ একইসঙ্গে দু'টি দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে । তাতেই এবার সিলমোহর দিল এসিসি ৷ পাকিস্তান ও শ্রীলঙ্কায় একত্রে আয়োজিত হবে এশিয়া কাপ ৷

31 অগস্ট শুরু হওয়া মহাদেশীয় কাপের ফাইনাল 17 সেপ্টেম্বর (রবিবার)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এশিয়া কাপে মোট 13টি ওডিআই ম্যাচ খেলবে । এর মধ্যে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ৷ বাকি 9টি ম্যাচ আয়োজনের দায়িত্ব বর্তেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাঁধে ৷ 2023 এশিয়া কাপের ষষ্ঠদশ সংস্করণে দু'টি গ্রুপ থাকবে ৷ প্রতিটি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে । সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ৷

আরও পড়ুন: 15 অক্টোবর মোতেরায় ভারত-পাক মহারণ, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচির প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা

পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে ভারত রাজি না-হওয়ায় পালটা প্রতিক্রিয়া জানিয়েছিল পিসিবি'ও ৷ চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছিল পড়শি দেশের ক্রিকেট বোর্ড ৷ পালটা বিসিবিআই স্পষ্ট করে দিয়েছিল, কোনও অবস্থাতেই পাকিস্তানে যাবে না 'মেন ইন ব্লু' ৷ বিসিসিআই সেক্রেটারি জয় শাহের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের প্রচ্ছন্ন হুমকির প্রতিক্রিয়া না জানালেও দু'দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব বাণিজ্যিক দিকটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তা কার্যত পরিষ্কার ছিল ।

  • 🚨 JUST IN: The hosts and dates of the 2023 Asia Cup have been finalised 📰

    Details 👇

    — ICC (@ICC) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এর মধ্যেই চলে এসেছিল দু'টি সমীকরণ । প্রথমত, এশিয়া কাপ বাতিল করে দেওয়া । চলতি বছরে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে দেখছে এশিয়ার দেশগুলি । সম্ভবত বিশ্বকাপের আগেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ৷ তাছাড়াও টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে রাজস্ব ক্ষতি ছাড়াও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুর প্রোগ্রাম সেট করতেও সমস্যা হবে ৷ ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে হাইব্রিড মোডে টুর্নামেন্ট আয়োজন করার দিকটিই কার্যত জোরালো হচ্ছিল ।

আরও পড়ুন: 12 জুলাই থেকে শুরু ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা

কী হতে পারে ?

যদিও, সিদ্ধান্ত হলেও বিতর্কের অবসান হয়নি। ফাইনাল বা তার আগে কোনও পর্যায়ে (আলাদা গ্রুপে রাখা হলেও সুপার ফোরে উঠলে মুখোমুখি হবে ভারত-পাক) দু'দল মুখোমুখি হলে কোন ভেন্যুতে সেই ম্যাচ হবে, তা নিয়ে এখনও জল্পনা জারি রয়েছে । অন্যদিকে এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানকে ছাড়া 5-দেশের ওডিআই টুর্নামেন্টের আয়োজন করার ব্লু-প্রিন্ট আপাতত ঠান্ডা ঘরে ।

কলম্বো, 15 জুন: 'পাকিস্তানে খেলবে না ভারত। সেটা বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ।' আগেই সাফ জানিয়ে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফলে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের আয়োজন ছিল দোলাচলে । ক্রমশ জোরালো হচ্ছিল হাইব্রিড মোডে এশিয়া কাপ বাস্তবায়নের দিকটি । হাইব্রিড মোড, অর্থাৎ একইসঙ্গে দু'টি দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে । তাতেই এবার সিলমোহর দিল এসিসি ৷ পাকিস্তান ও শ্রীলঙ্কায় একত্রে আয়োজিত হবে এশিয়া কাপ ৷

31 অগস্ট শুরু হওয়া মহাদেশীয় কাপের ফাইনাল 17 সেপ্টেম্বর (রবিবার)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এশিয়া কাপে মোট 13টি ওডিআই ম্যাচ খেলবে । এর মধ্যে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ৷ বাকি 9টি ম্যাচ আয়োজনের দায়িত্ব বর্তেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাঁধে ৷ 2023 এশিয়া কাপের ষষ্ঠদশ সংস্করণে দু'টি গ্রুপ থাকবে ৷ প্রতিটি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে । সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ৷

আরও পড়ুন: 15 অক্টোবর মোতেরায় ভারত-পাক মহারণ, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচির প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা

পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে ভারত রাজি না-হওয়ায় পালটা প্রতিক্রিয়া জানিয়েছিল পিসিবি'ও ৷ চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছিল পড়শি দেশের ক্রিকেট বোর্ড ৷ পালটা বিসিবিআই স্পষ্ট করে দিয়েছিল, কোনও অবস্থাতেই পাকিস্তানে যাবে না 'মেন ইন ব্লু' ৷ বিসিসিআই সেক্রেটারি জয় শাহের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের প্রচ্ছন্ন হুমকির প্রতিক্রিয়া না জানালেও দু'দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব বাণিজ্যিক দিকটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তা কার্যত পরিষ্কার ছিল ।

  • 🚨 JUST IN: The hosts and dates of the 2023 Asia Cup have been finalised 📰

    Details 👇

    — ICC (@ICC) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এর মধ্যেই চলে এসেছিল দু'টি সমীকরণ । প্রথমত, এশিয়া কাপ বাতিল করে দেওয়া । চলতি বছরে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে দেখছে এশিয়ার দেশগুলি । সম্ভবত বিশ্বকাপের আগেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ৷ তাছাড়াও টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে রাজস্ব ক্ষতি ছাড়াও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুর প্রোগ্রাম সেট করতেও সমস্যা হবে ৷ ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে হাইব্রিড মোডে টুর্নামেন্ট আয়োজন করার দিকটিই কার্যত জোরালো হচ্ছিল ।

আরও পড়ুন: 12 জুলাই থেকে শুরু ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা

কী হতে পারে ?

যদিও, সিদ্ধান্ত হলেও বিতর্কের অবসান হয়নি। ফাইনাল বা তার আগে কোনও পর্যায়ে (আলাদা গ্রুপে রাখা হলেও সুপার ফোরে উঠলে মুখোমুখি হবে ভারত-পাক) দু'দল মুখোমুখি হলে কোন ভেন্যুতে সেই ম্যাচ হবে, তা নিয়ে এখনও জল্পনা জারি রয়েছে । অন্যদিকে এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানকে ছাড়া 5-দেশের ওডিআই টুর্নামেন্টের আয়োজন করার ব্লু-প্রিন্ট আপাতত ঠান্ডা ঘরে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.