ETV Bharat / sports

ঘোষণার পরও পিএম কেয়ার্সে অনুদানে না কামিন্সের !

author img

By

Published : May 4, 2021, 9:22 AM IST

কামিন্সের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷ তাদের মনে হয়েছে অজি বোলারকে কেউ বা কারা পিএম কেয়ার্স ফান্ডে অনুদান না দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ সেইমতো সিদ্ধান্ত বদল করেছেন তিনি ৷

Cummins
Cummins

কলকাতা, 4 মে : ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম করোনা বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷ ফলাও করে ঘোষণা করেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে 50 হাজার মার্কিন ডলার দান করবেন ৷ চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছিল ৷ কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই সিদ্ধান্তে বদল আনলেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার প্যাট কামিন্স ৷ বলে দিলেন, পিএম কেয়ার্স ফান্ডে টাকা অনুদান করবেন না তিনি ৷

তবে ভারতকে সাহায্য করার সিদ্ধান্তে বদল আনেননি কামিন্স ৷ শুধু টাকা অনুদানের জায়গাটা বদলেছেন ৷ প্রথমে পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেবেন বলে ঠিক করেছিলেন ৷ এদিকে ভারতে অক্সিজেন, ওষুধ ইত্যাদি পাঠানোর জন্য তহবিল গঠন করেছে অস্ট্রেলিয়া ইউনিসেফ ৷ গতকাল ইউনিসেফের তহবিলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ৷ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেটি রিটুইট করে প্যাট কামিন্স লেখেন, "দারুণ কাজ ৷ আপনাদের জানিয়ে রাখি যে ভারতের করোনা বিপর্যয়ে অস্ট্রেলিয়া ইউনিসেফের তহবিলে টাকা অনুদান করার সিদ্ধান্ত নিয়েছি ৷ যদি সম্ভব হয় তাহলে অন্যদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ৷"

Terrific work @CricketAus

FYI I ended up allocating my donation to UNICEF Australia's India COVID-19 Crisis Appeal.

If you're able to, please join many others in supporting this here https://t.co/SUvGjlGRm8 https://t.co/1c0NE9PFdO

— Pat Cummins (@patcummins30) May 3, 2021 ">

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলা

কামিন্সের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷ তাদের মনে হয়েছে অজি বোলারকে কেউ বা কারা পিএম কেয়ার্স ফান্ডে অনুদান না দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ সেইমতো সিদ্ধান্ত বদল করেছেন তিনি ৷ একজন লিখেছেন, আপনাকে যিনি এই পরামর্শ দিয়েছেন তার পুরস্কার পাওয়া উচিত ৷ অন্য একজনের মন্তব্য, "পিএম কেয়ার্স ফান্ড স্বচ্ছ নয় ৷ এই পরামর্শ শোনার জন্য ধন্যবাদ ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাঁধ কাঁধ মেলাতে দেখে ভাল লাগছে ৷"

কলকাতা, 4 মে : ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম করোনা বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷ ফলাও করে ঘোষণা করেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে 50 হাজার মার্কিন ডলার দান করবেন ৷ চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছিল ৷ কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই সিদ্ধান্তে বদল আনলেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার প্যাট কামিন্স ৷ বলে দিলেন, পিএম কেয়ার্স ফান্ডে টাকা অনুদান করবেন না তিনি ৷

তবে ভারতকে সাহায্য করার সিদ্ধান্তে বদল আনেননি কামিন্স ৷ শুধু টাকা অনুদানের জায়গাটা বদলেছেন ৷ প্রথমে পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেবেন বলে ঠিক করেছিলেন ৷ এদিকে ভারতে অক্সিজেন, ওষুধ ইত্যাদি পাঠানোর জন্য তহবিল গঠন করেছে অস্ট্রেলিয়া ইউনিসেফ ৷ গতকাল ইউনিসেফের তহবিলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ৷ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেটি রিটুইট করে প্যাট কামিন্স লেখেন, "দারুণ কাজ ৷ আপনাদের জানিয়ে রাখি যে ভারতের করোনা বিপর্যয়ে অস্ট্রেলিয়া ইউনিসেফের তহবিলে টাকা অনুদান করার সিদ্ধান্ত নিয়েছি ৷ যদি সম্ভব হয় তাহলে অন্যদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ৷"

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলা

কামিন্সের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷ তাদের মনে হয়েছে অজি বোলারকে কেউ বা কারা পিএম কেয়ার্স ফান্ডে অনুদান না দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ সেইমতো সিদ্ধান্ত বদল করেছেন তিনি ৷ একজন লিখেছেন, আপনাকে যিনি এই পরামর্শ দিয়েছেন তার পুরস্কার পাওয়া উচিত ৷ অন্য একজনের মন্তব্য, "পিএম কেয়ার্স ফান্ড স্বচ্ছ নয় ৷ এই পরামর্শ শোনার জন্য ধন্যবাদ ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাঁধ কাঁধ মেলাতে দেখে ভাল লাগছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.