মুম্বই, 13 মে : প্লে-অফে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনাটুকু রয়েছে, তা বাঁচিয়ে রাখতে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই খারাপ খবর বেগুনি শিবিরে ৷ সময়ের আগেই দলের জৈব বলয় ছাড়ছেন প্যাট কামিন্স ৷ হিপ ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে অজি স্পিডস্টারকে দলে পাবে না কেকেআর ম্যানেজমেন্ট (Cummins ruled out from remaining IPL) ৷
চোট গুরুতর নয়, তবে জাতীয় দলের হয়ে আগামিদিনগুলোতে ঠাসা ক্রীড়াসূচিতে নামতে হবে ৷ তাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন নাইট তারকা ৷ এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, চোট গুরুতর না-হলেও আগামী কয়েকমাসে টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব অনেক ৷ আর সে কারণেই আইপিএল ছেড়ে দেশে ফিরছেন কামিন্স ৷ এমনিতে আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজের জন্য আগেই টেস্ট অধিনায়ককে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া ৷
-
Pat Cummins is heading home early from the IPL with a minor hip injury https://t.co/VOfg0WdHgz
— cricket.com.au (@cricketcomau) May 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pat Cummins is heading home early from the IPL with a minor hip injury https://t.co/VOfg0WdHgz
— cricket.com.au (@cricketcomau) May 13, 2022Pat Cummins is heading home early from the IPL with a minor hip injury https://t.co/VOfg0WdHgz
— cricket.com.au (@cricketcomau) May 13, 2022
আরও পড়ুন : 'লাস্ট বয়'-দের লড়াই হেরে প্লে-অফের সম্ভাবনা শেষ সিএসকে-র
কয়েকটি ম্যাচ বিশ্রামে থাকার পর চলতি সপ্তাহেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোরালো প্রত্যাবর্তন হয়েছে কামিন্সের ৷ ব্যাট হাতে সফল না-হলেও বল হাতে 22 রানে 3 উইকেট নিয়ে দলের প্লে-অফ যাত্রার সম্ভাবনা টিকিয়ে রাখতে সাহায্য করেন অজি তারকা ৷ তাই কামিন্সের শিবির ত্যাগ নিঃসন্দেহে ধাক্কা নাইটদের কাছে ৷