ETV Bharat / sports

Quinto De Cock : হাঁটু মুড়ে প্রতিবাদ না জানিয়ে শাস্তির মুখে ডি'কক ! - Black Lives Matter

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ডি'কক ইস্যুতে এক বিজ্ঞপ্তি জারি করে ৷ সেখানে স্পষ্ট লেখা রয়েছে ডি'ককের বিরুদ্ধে সে দেশের ক্রিকেট বোর্ড পদক্ষেপ গ্রহণ করবে, তবে সেটা ম্যানেজমেন্টের থেকে পুরো রিপোর্ট হাতে পাওয়ার পরেই ৷

Quinto De Cock
হাঁটু মুড়ে প্রতিবাদ না জানিয়ে শাস্তির মুখে ডি'কক !
author img

By

Published : Oct 26, 2021, 9:27 PM IST

দুবাই, 26 অক্টোবর : প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল দক্ষিণ আফ্রিকা ৷ দাপটের সঙ্গেই মঙ্গলবার ম্যাচ জিতল প্রোটিয়ারা ৷ কিন্তু সেই হারে কাঁটা হয়ে রইল কুইন্টন ডি'কক বিতর্ক ৷ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে বর্ণবিদ্বেষের প্রতিবাদে দলের ক্রিকেটারদের হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় ৷ কিন্তু দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের প্রত্য়েকেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানালেও ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে সেই প্রতিবাদ থেকে সরিয়ে নেন তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক ৷

কেবল প্রতিবাদ থেকে সরে দাঁড়ানোই নয়, 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে ম্যাচ থেকেও সরে দাঁড়ান প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ স্বভাবতই দানা বাঁধে বিতর্ক ৷ টসের সময় অধিনায়ক তেম্বা বাভুমা বিষয়টিকে আমল না দিতে চাইলেও বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ডি'ককের সিদ্ধান্ত ভালচোখে নেয়নি সকলে ৷ প্রশ্ন ওঠে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের জন্য কি বড় কোনও শাস্তি অপেক্ষা করছে ?

ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ডি'কক ইস্যুতে এক বিজ্ঞপ্তি জারি করে ৷ সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ডি'ককের বিরুদ্ধে সে দেশের ক্রিকেট বোর্ড পদক্ষেপ করবে, তবে সেটা ম্যানেজমেন্টের থেকে পুরো রিপোর্ট হাতে পাওয়ার পরেই ৷ মনে করা হচ্ছে ডি'ককের সিদ্ধান্ত মোটেই ভালভাবে নেবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷

আরও পড়ুন : অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাকি অনেকের মতই হাঁটু মুড়ে প্রতিবাদ জানাননি ডি'কক ৷ সাইডলাইনে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ এদিন বোর্ডের বিজ্ঞপ্তির পর পুরোপুরি নিজেকে প্রতিবাদ থেকে সরিয়ে নিয়ে বড়সড় বিতর্ক বাঁধালেন প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷

দুবাই, 26 অক্টোবর : প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল দক্ষিণ আফ্রিকা ৷ দাপটের সঙ্গেই মঙ্গলবার ম্যাচ জিতল প্রোটিয়ারা ৷ কিন্তু সেই হারে কাঁটা হয়ে রইল কুইন্টন ডি'কক বিতর্ক ৷ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে বর্ণবিদ্বেষের প্রতিবাদে দলের ক্রিকেটারদের হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় ৷ কিন্তু দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের প্রত্য়েকেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানালেও ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে সেই প্রতিবাদ থেকে সরিয়ে নেন তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক ৷

কেবল প্রতিবাদ থেকে সরে দাঁড়ানোই নয়, 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে ম্যাচ থেকেও সরে দাঁড়ান প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ স্বভাবতই দানা বাঁধে বিতর্ক ৷ টসের সময় অধিনায়ক তেম্বা বাভুমা বিষয়টিকে আমল না দিতে চাইলেও বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ডি'ককের সিদ্ধান্ত ভালচোখে নেয়নি সকলে ৷ প্রশ্ন ওঠে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের জন্য কি বড় কোনও শাস্তি অপেক্ষা করছে ?

ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ডি'কক ইস্যুতে এক বিজ্ঞপ্তি জারি করে ৷ সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ডি'ককের বিরুদ্ধে সে দেশের ক্রিকেট বোর্ড পদক্ষেপ করবে, তবে সেটা ম্যানেজমেন্টের থেকে পুরো রিপোর্ট হাতে পাওয়ার পরেই ৷ মনে করা হচ্ছে ডি'ককের সিদ্ধান্ত মোটেই ভালভাবে নেবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷

আরও পড়ুন : অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাকি অনেকের মতই হাঁটু মুড়ে প্রতিবাদ জানাননি ডি'কক ৷ সাইডলাইনে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ এদিন বোর্ডের বিজ্ঞপ্তির পর পুরোপুরি নিজেকে প্রতিবাদ থেকে সরিয়ে নিয়ে বড়সড় বিতর্ক বাঁধালেন প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.