ETV Bharat / sports

সৌরভের মতো ক্ষমতা থাকলে কোভিড মোকাবিলায় বড় অঙ্কের টাকা দিতাম : বিন্দ্রা

দেশের করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ পার করেছে ৷ অধিকাংশ রাজ্যে নাইট কার্ফু, লকডাউন চলছে ৷ স্কুল, কলেজ, অফিস সব বন্ধ ৷ অথচ রমরমিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর এখানেই আপত্তি বিন্দ্রার ৷

Abhinav bindra
Abhinav bindra
author img

By

Published : Apr 26, 2021, 10:09 AM IST

Updated : Apr 26, 2021, 11:35 AM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্ষমতা তাঁর নেই ৷ থাকলে একটা বড় অঙ্কের অর্থ তিনি দেশের স্বার্থে ব্যয় করতেন ৷ তা টিকাকরণের জন্য হোক বা অন্য কোনও ক্ষেত্রে ৷ দেশের করোনা পরিস্থিতিতে এমনই মন্তব্য অলিম্পিকসে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রার ৷

শান্ত শিষ্ট, স্মিতভাষী বলেই পরিচিত তিনি ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারলেন না অলিম্পিকসে পদক জয়ী শুটার অভিনব বিন্দ্রা ৷ লেখনির মাধ্যমে দেশের ক্রিকেট জগতকে বিঁধলেন বিন্দ্রা ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশে ত্রাহি ত্রাহি রব ৷ সেখানে ক্রিকেটাররা কীভাবে আইপিএল খেলছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিন্দ্রা ৷ ক্রিকেটারদের বোবা-কালা বলে তীব্র কটাক্ষ করেন ৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেও কটাক্ষ ছুঁড়ে দেন ৷ নিজে ক্রীড়াজগতের মানুষ হলেও এমন সময়ে আইপিএলের আনন্দ নেওয়ার মানসিকতা তাঁর নেই বলে জানান ৷ কেন এখন আইপিএল হচ্ছে, গতকালই এ প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কলম ধরেছেন বিন্দ্রা ৷ তিনি লিখেছেন, "অ্যাথলিটরা দেশের হয়ে বড় বড় সাফল্য পান ৷ নিজেদের অধিকারে তাঁরা নায়কের মর্যাদা পান ৷ কিন্তু তাঁরা জীবন বাঁচাতে পারেন না ৷ তাই এই মুহূর্তে আমাদের সাফল্যগুলিকে একপাশে রেখে বাইরের জগতে কী চলছে সেদিকে নজর দেওয়া উচিত ৷ মানুষের জীবন বাঁচাতে প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রচেষ্টাটা দেখুন ৷ তাঁরাই হলেন প্রকৃত নায়ক ৷ তাই ওদেরকে যদি কোনওভাবে সাহায্য করা যায় সেটা করা উচিত ৷"

আরও পড়ুন : পরিবারে করোনার থাবা, আইপিএল থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

দেশের করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ টপকে করেছে ৷ অধিকাংশ রাজ্যে নাইট কার্ফু, লকডাউন চলছে ৷ স্কুল, কলেজ, অফিস সব বন্ধ ৷ অথচ রমরমিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর এখানেই আপত্তি বিন্দ্রার ৷ তাঁর কথায়, "এইমুহূর্তে আইপিএল হওয়াটা ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক রয়েছে ৷ অনেকে বলছেন আইপিএল চিত্ত ঘোরানোর কাজ করছে ৷ কিন্তু ব্যক্তিগতভাবে এই পরিস্থিতিতে আমি কোনওরকম খেলাধুলো দেখতে পারছি না ৷ টুইটার খুলে টাইমলাইনে আইপিএলের কোনও খবর দেখলেই তাড়াতাড়ি স্ক্রল করি ৷ কারণ আইপিএল সংক্রান্ত কোনও খবর দেখতে ইচ্ছুক নই ৷"

অভিনবের মতে, "ক্রিকেটারদের বোঝা উচিত তারা কতটা ভাগ্যবান যে এই মুহূর্তে আইপিএল খেলার সুযোগ পাচ্ছে ৷ তারা নিজস্ব বলয়ে ঢুকে থাকতে পারেন না ৷ সম্পূর্ণ বোবা-কালা হয়ে থাকতে পারেন না ৷ যখন আইপিএলের খেলা চলে তখন স্টেডিয়ামের পাশ দিয়ে হয়ত কোনও অ্যাম্বুলেন্স ছুটে যায় ৷ এটাই মনে হয় আমার ৷ কীভাবে জয় উদযাপন করেন সেটাও বুঝি না ৷ অন্তত সমাজের কথা ভেবে জয়ের উদযাপনটা কম করা উচিত ৷ আশা করব আইপিএলের সঙ্গে যুক্ত সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ৷ নাহলে মাস্ক পরা, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা বোঝাতে এগিয়ে আসবেন ৷"

নয়াদিল্লি, 26 এপ্রিল : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্ষমতা তাঁর নেই ৷ থাকলে একটা বড় অঙ্কের অর্থ তিনি দেশের স্বার্থে ব্যয় করতেন ৷ তা টিকাকরণের জন্য হোক বা অন্য কোনও ক্ষেত্রে ৷ দেশের করোনা পরিস্থিতিতে এমনই মন্তব্য অলিম্পিকসে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রার ৷

শান্ত শিষ্ট, স্মিতভাষী বলেই পরিচিত তিনি ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারলেন না অলিম্পিকসে পদক জয়ী শুটার অভিনব বিন্দ্রা ৷ লেখনির মাধ্যমে দেশের ক্রিকেট জগতকে বিঁধলেন বিন্দ্রা ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশে ত্রাহি ত্রাহি রব ৷ সেখানে ক্রিকেটাররা কীভাবে আইপিএল খেলছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিন্দ্রা ৷ ক্রিকেটারদের বোবা-কালা বলে তীব্র কটাক্ষ করেন ৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেও কটাক্ষ ছুঁড়ে দেন ৷ নিজে ক্রীড়াজগতের মানুষ হলেও এমন সময়ে আইপিএলের আনন্দ নেওয়ার মানসিকতা তাঁর নেই বলে জানান ৷ কেন এখন আইপিএল হচ্ছে, গতকালই এ প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কলম ধরেছেন বিন্দ্রা ৷ তিনি লিখেছেন, "অ্যাথলিটরা দেশের হয়ে বড় বড় সাফল্য পান ৷ নিজেদের অধিকারে তাঁরা নায়কের মর্যাদা পান ৷ কিন্তু তাঁরা জীবন বাঁচাতে পারেন না ৷ তাই এই মুহূর্তে আমাদের সাফল্যগুলিকে একপাশে রেখে বাইরের জগতে কী চলছে সেদিকে নজর দেওয়া উচিত ৷ মানুষের জীবন বাঁচাতে প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রচেষ্টাটা দেখুন ৷ তাঁরাই হলেন প্রকৃত নায়ক ৷ তাই ওদেরকে যদি কোনওভাবে সাহায্য করা যায় সেটা করা উচিত ৷"

আরও পড়ুন : পরিবারে করোনার থাবা, আইপিএল থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

দেশের করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ টপকে করেছে ৷ অধিকাংশ রাজ্যে নাইট কার্ফু, লকডাউন চলছে ৷ স্কুল, কলেজ, অফিস সব বন্ধ ৷ অথচ রমরমিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর এখানেই আপত্তি বিন্দ্রার ৷ তাঁর কথায়, "এইমুহূর্তে আইপিএল হওয়াটা ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক রয়েছে ৷ অনেকে বলছেন আইপিএল চিত্ত ঘোরানোর কাজ করছে ৷ কিন্তু ব্যক্তিগতভাবে এই পরিস্থিতিতে আমি কোনওরকম খেলাধুলো দেখতে পারছি না ৷ টুইটার খুলে টাইমলাইনে আইপিএলের কোনও খবর দেখলেই তাড়াতাড়ি স্ক্রল করি ৷ কারণ আইপিএল সংক্রান্ত কোনও খবর দেখতে ইচ্ছুক নই ৷"

অভিনবের মতে, "ক্রিকেটারদের বোঝা উচিত তারা কতটা ভাগ্যবান যে এই মুহূর্তে আইপিএল খেলার সুযোগ পাচ্ছে ৷ তারা নিজস্ব বলয়ে ঢুকে থাকতে পারেন না ৷ সম্পূর্ণ বোবা-কালা হয়ে থাকতে পারেন না ৷ যখন আইপিএলের খেলা চলে তখন স্টেডিয়ামের পাশ দিয়ে হয়ত কোনও অ্যাম্বুলেন্স ছুটে যায় ৷ এটাই মনে হয় আমার ৷ কীভাবে জয় উদযাপন করেন সেটাও বুঝি না ৷ অন্তত সমাজের কথা ভেবে জয়ের উদযাপনটা কম করা উচিত ৷ আশা করব আইপিএলের সঙ্গে যুক্ত সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ৷ নাহলে মাস্ক পরা, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা বোঝাতে এগিয়ে আসবেন ৷"

Last Updated : Apr 26, 2021, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.