কলকাতা, 10 মে : এ যেন ছাব্বিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার মত পরিস্থিতি । দ্রুত রান তুলতে হবে ৷ ইনিংসটা গড়তেও হবে । খেলোয়াড়ি জীবনে এই পরিস্থিতি বহুবার সামলেছেন মনোজ তিওয়ারি । এবার পরিস্থিতি ভিন্ন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্রীড়া প্রতিমন্ত্রীর গুরুদায়িত্ব দিয়েছেন ৷
আজ সকালে রাজভবনে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পদে শপথ নেন মনোজ তিওয়ারি ৷ লক্ষ্মীরতন শুক্লার ফেলে যাওয়া আসনে তাঁকে বসিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শিবপুর কেন্দ্র থেকে বিধায়ক হয়ে বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মানুষের মন জয়ে সফল তিনি ৷ জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরতে চান মনোজ ৷ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৷ ফলে একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ক্রীড়াক্ষেত্রের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন তা ভালভাবে বুঝবেন ৷ খুব দ্রুত নিজের কাজ শুরু করতে চাইছেন মনোজ ৷
সকালে মন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ৷ ফোন তো থামতেই চাইছে না ৷ ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফোন ধরেই বললেন, "আরে ফোনটাই তো রাখতে পারছি না ।দেখছি তোমার ফোন বাজছে । কিন্তু ধরতে পারছিলাম না । খুব তাড়াতাড়ি বল ৷" প্রশ্ন শুরুর আগেই বাংলা দলের প্রাক্তন অধিনায়ক বললেন, "শিবপুরের মানুষ আমার ওপর আস্থা রেখেছেন । ওদের পাশে দাঁড়াতে হবে । এখন কোভিড পরিস্থিতি । চারিদিকে অক্সিজেন, বেডের চাহিদা । সেটাই মেটানোর চেষ্টা করছি । কারণ জীবন সবার আগে । এটা একটা নতুন অভিজ্ঞতা বলতে পার ৷"
আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের
বাইশ গজের সঙ্গে তুলনা করলে কী বলবেন ? মনোজের উত্তর, "কোনও মিল নেই । অরূপদার (ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ) সঙ্গে কথা হয়েছে । সবাইকে নিয়ে কাজ করতে বলেছেন । দলের সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলেছেন । আমি নতুন । দ্রুত কাজ বুঝে নেওয়ার চেষ্টা করছি । শিবপুরের মানুষ আমার পাশে রয়েছেন । ময়দানের মানুষরা রয়েছেন । ওদের সবার পাশে দাঁড়াতে চাই । দল যা বলবে তাই করব ৷"
এক ঝটকায় জীবনটা তো বদলে গেল তো ? প্রশ্ন শুনে হেসে ওঠেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ৷ বললেন, "জীবনটাই তো ক্রিকেট । তাই বদল হবে সামলাতে হবে । ইনিংস গড়তে হবে । এবার রাখি । ভয় পেয় না পাশে আছি ।"