বেঙ্গালুরু, 26 ডিসেম্বর: প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন কেকেআর এবং রাজস্থান রয়্যালস ক্রিকেটার কে সি কারিয়াপ্পা ৷ তিনি প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং তাঁর বাড়িতে ঢুকে বাবা-মাকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন বাগালাগুন্তে থানায় ৷ যদিও, পালটা এই ক্রিকেটারের বিরুদ্ধে আরটি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতী ৷ দু’টি আলাদা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুই থানার আধিকারিকরা ৷
কেসি কারিয়াপ্পার পুলিশি অভিযোগের কপি ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেখানে তিনি জানিয়েছেন, ওই যুবতীর সঙ্গে তাঁর পরিচয় দেড় বছর আগে ৷ সেই সময় দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ তবে, ওই যুবতী মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন কারিয়াপ্পা ৷ সেই কারণে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি ৷ 6 মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷ তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘‘সেই সময় ও আমার উপর মানসিকভাবে অত্যাচার শুরু করেছিল ৷ আমাকে হুমকি দিয়েছিল, ‘আমি তোমার ক্রিকেট কেরিয়ার শেষ করে দেব ৷ ইন্টারনেটে আমি তোমার সম্মানহানি করব ৷ আমি আত্মহত্যা করব ৷ আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব আমার মৃত্যুর কারণ হিসেবে’ ৷’’
বর্তমানে মিজোরামের হয়ে রঞ্জি খেলে কারিয়াপ্পা দাবি করেছেন, তিনি সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেননি এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ৷ কিন্তু, গত 22 ডিসেম্বর বাগালাগুন্তে এলাকার রামায়া লেআউটে তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়েন প্রাক্তন প্রেমিকা ৷ সেখানে তিনি কারিয়াপ্পার বাবা-মাকে গালাগালি করেন এবং তাঁদের হুমকি দেন বলে অভিযোগ ৷ এর পরেই ক্রিকেটার পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ৷
কেসি কারিয়াপ্পার অভিযোগের পালটা একটি এফআইআর দায়ের করেছেন যুবতী ৷ সেখানে তিনি কারিয়াপ্পার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাতে বাধ্য করা-সহ একাধিক অভিযোগ এনেছেন ৷ সেই অভিযোগের কপিও ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেই অভিযোগপত্র অনুযায়ী যুবতী পুলিশকে জানিয়েছেন, তাঁর এবং কারিয়াপ্পার ইনস্টাগ্রামে পরিচয় হয় ৷ সেখান থেকে তাঁদের সম্পর্ক তৈরি হয় ৷ পরবর্তী সময়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় এবং তিনি গর্ভবতী হন ৷ কিন্তু, কারিয়াপ্পা সেই সন্তান চাননি বলে অভিযোগ করেছেন যুবতী ৷
তিনি অভিযোগ করেছেন, ‘‘আমি গর্ভবতী হওয়ার পর ও আমাকে গর্ভপাতের ওষুধ দেয় ৷ কিন্তু, ওকে সন্তান জন্ম দেওয়ার কথা বললে, জোর করে আমাকে গর্ভপাতের ওষুধ খাওয়ায় ৷ লাগাতার পাঁচদিন আমাকে গর্ভপাতের ওষুধ খাইয়ে ছিল ৷ এর পর আমাকে 'গোল্ডেন ফার্ম রিসর্টে' নিয়ে গিয়েছিল কারিয়াপ্পা ৷ আর তার একসপ্তাহ পরে আমার গর্ভপাত হয় ৷ এই ঘটনায় আমি বাগালাগুন্তে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলাম ৷ কিন্তু, কারিয়াপ্পা আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় এবং আমাকে দিয়ে এফআইআর তুলিয়ে নেয় ৷ এর পরে আমার থেকে ধাপে ধাপে 2 লক্ষ টাকাও নিয়েছিল ও ৷’’
যুবতী অভিযোগ করেছেন, সম্প্রতি কেসি কারিয়াপ্পার বাবা-মা তাঁকে হুমকি দিয়েছিলেন ৷ এমনকী তাঁরা বলেন, ‘‘তোমার বিবাহ-বিচ্ছেদ হয়েছে ৷ তুমি আমাদের ছেলেকে বিয়ে করতে পারবে না ৷’’ গত 18 ডিসেম্বর কারিয়াপ্পা মেয়েটির বাড়িতে গিয়েও একই কথা বলেন বলে পুলিশে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে ৷ যুবতী পুলিশকে জানিয়েছেন, কারিয়াপ্পা পুলিশে অভিযোগ জানানোর পরেও, তাঁর বাড়িতে এসে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন ৷ বাগালাগুন্তে ও আরটি নগর থানায় এই দু’টি মামলায় পৃথকভাবে তদন্ত হচ্ছে ৷
আরও পড়ুন: