ETV Bharat / sports

Jhulan Goswami Retirement লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস, অবসরের পথে ঝুলন গোস্বামী - BCCI

মাস কয়েক আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ (Mithali Raj) ৷ এবার তাঁরই সতীর্থ ঝুলন গোস্বামীও (Jhulan Goswami) অবসরের পথে ৷ আগামী মাসে লর্ডসে তিনি খেলতে পারেন তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ ৷ বিসিসিআই (BCCI) সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

cricketer-jhulan-goswami-to-play-her-last-match-at-lords-next-september
Jhulan Goswami Retirement লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস, অবসরের পথে ঝুলন গোস্বামী
author img

By

Published : Aug 20, 2022, 1:53 PM IST

Updated : Aug 20, 2022, 3:00 PM IST

কলকাতা, 20 অগস্ট : মিতালির (Mithali Raj) পর এবার ঝুলন ৷ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) প্রমীলা ব্রিগেডের আরও এক লেজেন্ড অবসরের পথে ৷ আগামী মাসের 24 তারিখ ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ক্রিকেটকে চিরবিদায় নিতে চলেছেন ৷ বিসিসিআই (BCCI) সূত্রে তেমনই খবর মিলেছে ৷

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি টি-20 ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে (India-England Women Cricket Series) ৷ যার শেষ ম্যাচটি ওই 24 তারিখ লর্ডসে হবে ৷ সেই ম্যাচ খেলেই অবসর নিতে চলেছেন ঝুলন ৷

নদীয়ার চাকদা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিকস্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে ৷ তাঁর নিজের ঝুলিতেও এসেছে 352টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন : সুদূর দুর্গাপুর থেকে পায়ে হেঁটে কলকাতায় সৌরভ দর্শনে দম্পতি

সেই চাকদা এক্সপ্রেসের সফর শেষ হতে চলেছে লর্ডসে ৷ তাঁর এই গৌরবময় সফরের শেষ যাতে বর্ণাঢ্য হয়, তার ব্যবস্থা করছে বিসিসিআই ৷ 38-এর ঝুলনকে বিদায়ী সংর্বধনা দিতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

একনজরে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার -

  • টেস্ট অভিষেক - 14 জানুয়ারি, 2002৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 12টি টেস্ট খেলেছেন ৷ উইকেট পেয়েছেন 44টি ৷
  • ওয়ান ডে অভিষেক - 6 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 201টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ 252টি উইকেট পেয়েছেন ৷
  • টি-20 অভিষেক - 5 অগস্ট, 2006 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 56টি উইকেট পেয়েছেন ৷

কলকাতা, 20 অগস্ট : মিতালির (Mithali Raj) পর এবার ঝুলন ৷ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) প্রমীলা ব্রিগেডের আরও এক লেজেন্ড অবসরের পথে ৷ আগামী মাসের 24 তারিখ ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ক্রিকেটকে চিরবিদায় নিতে চলেছেন ৷ বিসিসিআই (BCCI) সূত্রে তেমনই খবর মিলেছে ৷

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি টি-20 ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে (India-England Women Cricket Series) ৷ যার শেষ ম্যাচটি ওই 24 তারিখ লর্ডসে হবে ৷ সেই ম্যাচ খেলেই অবসর নিতে চলেছেন ঝুলন ৷

নদীয়ার চাকদা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিকস্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে ৷ তাঁর নিজের ঝুলিতেও এসেছে 352টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন : সুদূর দুর্গাপুর থেকে পায়ে হেঁটে কলকাতায় সৌরভ দর্শনে দম্পতি

সেই চাকদা এক্সপ্রেসের সফর শেষ হতে চলেছে লর্ডসে ৷ তাঁর এই গৌরবময় সফরের শেষ যাতে বর্ণাঢ্য হয়, তার ব্যবস্থা করছে বিসিসিআই ৷ 38-এর ঝুলনকে বিদায়ী সংর্বধনা দিতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

একনজরে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার -

  • টেস্ট অভিষেক - 14 জানুয়ারি, 2002৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 12টি টেস্ট খেলেছেন ৷ উইকেট পেয়েছেন 44টি ৷
  • ওয়ান ডে অভিষেক - 6 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 201টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ 252টি উইকেট পেয়েছেন ৷
  • টি-20 অভিষেক - 5 অগস্ট, 2006 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 56টি উইকেট পেয়েছেন ৷
Last Updated : Aug 20, 2022, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.