ETV Bharat / sports

ডবল টাই, নাটকীয় ফাইনালে জয়ী ইংল্যান্ড

author img

By

Published : Jul 14, 2019, 8:28 PM IST

Updated : Jul 15, 2019, 6:26 AM IST

প্রথমবার বিশ্বকাপ জয় ইংল্যান্ডের ।

বোল্ট

লন্ডন, 15 জুলাই : লর্ডসে নাটকীয় ফাইনালে জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 241 রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 50 ওভারে 241 রানে অলআউট হয়ে যায় । স্কোর টাই হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানেও টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজ়িল্যান্ড । শুরুটা ভালো করলেও মার্টিন গাপ্টিল আরও একবার বড় রান করতে ব্যর্থ হন । দলগত 29 রানের মাথায় ওকসের বলে LBW হন গাপ্টিল । ফিরে যাওয়ার আগে 18 বলে 19 রান করেন তিনি । তারপর নিকোলসকে সঙ্গে নিয়ে উইলিয়ামসন দ্বিতীয় উইকেটের জুটিতে 74 রান যোগ করেন । শেষে 53 বলে 30 রান করে প্লাঙ্কেটের বলে আউট হন কিউয়ি অধিনায়ক ।

উইলিয়ামসন আউট হওয়ার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড । নিকোলস 77 বলে দলের হয়ে সর্বোচ্চ 55 রান করে প্লাঙ্কেটের বলেই বোল্ড হন । টম লথাম অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন । 56 বলে 47 রান করে তিনি ওকসের শিকার হন ।

ওকস ও প্লাঙ্কেট 3টি করে উইকেট নেন । 1টি করে উইকেট পান জোফ্রা আর্চার ও মার্ক উড ।

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করতে ব্যর্থ হয় । দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো যথাক্রমে 17 ও 36 রান করে আউট হন । জো রুট 7 ও ইয়ন মর্গ্যান 9 রানের বেশি করতে পারেননি । মাত্র 86 রানের মধ্যে ইংল্যান্ড টপ অর্ডারের প্রথম চারটি উইকেট হারিয়ে বসলেও জোস বাটলারকে নিয়ে বেন স্টোকস দলের বিপর্যয় রোধ করেন । পঞ্চম উইকেটে দু'জনে মিলে 110 রান যোগ করেন । শেষ পর্যন্ত বাটলার 60 বলে 59 রান করে আউট হলেও স্টোকসের লড়াইয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে । স্টোকস ব্যক্তিগত 84 রানে অপরাজিত থাকেন ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে 15 রান । জয়ের জন্য কিউয়িদের সামনে এক ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 16 রান । সুপার ওভারে স্টোকস একটি বাউন্ডারির সাহায্যে 3 বলে 8 রান করেন । বাটলার একটি চারের সাহায্যে 3 বলে করেন 7 রান । ব্যাট করতে নেমে 15 রান তোলে নিউজ়িল্যান্ড । সুপার ওভারেও স্কোর টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

লন্ডন, 15 জুলাই : লর্ডসে নাটকীয় ফাইনালে জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 241 রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 50 ওভারে 241 রানে অলআউট হয়ে যায় । স্কোর টাই হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানেও টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজ়িল্যান্ড । শুরুটা ভালো করলেও মার্টিন গাপ্টিল আরও একবার বড় রান করতে ব্যর্থ হন । দলগত 29 রানের মাথায় ওকসের বলে LBW হন গাপ্টিল । ফিরে যাওয়ার আগে 18 বলে 19 রান করেন তিনি । তারপর নিকোলসকে সঙ্গে নিয়ে উইলিয়ামসন দ্বিতীয় উইকেটের জুটিতে 74 রান যোগ করেন । শেষে 53 বলে 30 রান করে প্লাঙ্কেটের বলে আউট হন কিউয়ি অধিনায়ক ।

উইলিয়ামসন আউট হওয়ার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড । নিকোলস 77 বলে দলের হয়ে সর্বোচ্চ 55 রান করে প্লাঙ্কেটের বলেই বোল্ড হন । টম লথাম অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন । 56 বলে 47 রান করে তিনি ওকসের শিকার হন ।

ওকস ও প্লাঙ্কেট 3টি করে উইকেট নেন । 1টি করে উইকেট পান জোফ্রা আর্চার ও মার্ক উড ।

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করতে ব্যর্থ হয় । দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো যথাক্রমে 17 ও 36 রান করে আউট হন । জো রুট 7 ও ইয়ন মর্গ্যান 9 রানের বেশি করতে পারেননি । মাত্র 86 রানের মধ্যে ইংল্যান্ড টপ অর্ডারের প্রথম চারটি উইকেট হারিয়ে বসলেও জোস বাটলারকে নিয়ে বেন স্টোকস দলের বিপর্যয় রোধ করেন । পঞ্চম উইকেটে দু'জনে মিলে 110 রান যোগ করেন । শেষ পর্যন্ত বাটলার 60 বলে 59 রান করে আউট হলেও স্টোকসের লড়াইয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে । স্টোকস ব্যক্তিগত 84 রানে অপরাজিত থাকেন ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে 15 রান । জয়ের জন্য কিউয়িদের সামনে এক ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 16 রান । সুপার ওভারে স্টোকস একটি বাউন্ডারির সাহায্যে 3 বলে 8 রান করেন । বাটলার একটি চারের সাহায্যে 3 বলে করেন 7 রান । ব্যাট করতে নেমে 15 রান তোলে নিউজ়িল্যান্ড । সুপার ওভারেও স্কোর টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

Mumbai, July 14 (ANI): Bollywood actors Kriti Sanon and Diljit Dosanjh are in Mumbai promoting their upcoming film 'Arjun Patiala'. Kriti brings out the punk look for the promotion; she was in Kalmanovich's black dress, paired with black high heels. Diljit Dosanjh wasn't behind as he looked handsome in black and red striped t-shirt and white jeans paired with white sneakers. The film is all about a female journalist falling in love for a small town cop. The film is helmed by Rohit Jugraj. The movie hit the theaters on July 26.
Last Updated : Jul 15, 2019, 6:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.