ETV Bharat / sports

বুমরার ইয়র্করে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় !

author img

By

Published : Jul 1, 2019, 5:00 PM IST

নেটে ব্য়াট করার সময় বুমরার ইয়র্কার লাগে বিজয়ের বাঁ পায়ের বুড়ো আঙুলে । পরে জানা যায় হাড়ে চিড় ধরেছে । BCCI সূত্রে খবর, বিজয়ের চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে ।

বিজয় শংকর

লন্ডন, 1 জুলাই : বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শংকর । বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটে বিশ্বকাপ অভিযান শেষ বিজয়ের । তাঁর বদলি হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে পাঠাচ্ছে BCCI । ইংল্যান্ড ম্যাচের আগে প্রস্তুতির সময় বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট পান বিজয় । ইংল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি তিনি । তাঁর পরিবর্তে দলে জায়গা পান ঋষভ পন্থ ।

অনুশীলনের সময় নেটে ব্য়াট করছিলেন বিজয় । সেই সময় বোলিং করছিলেন জসপ্রীত বুমরা । বুমরার ইয়র্কার লাগে বিজয়ের বাঁ পায়ের বুড়ো আঙুলে । বসে পড়েন তিনি । পরে জানা যায় হাড়ে চিড় ধরেছে । BCCI সূত্রে খবর, বিজয়ের চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে । তাই তড়িঘড়ি তাঁকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা ।

বিজয়ের পরিবর্তে কর্নাটকের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হয়েছে । মায়াঙ্ক দলে এলে ওপেনার সমস্যা মিটতে পারে বলে মনে করছেন অনেকেই । সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে বাংলাদেশ ম্যাচে ওপেন করতে পারেন মায়াঙ্ক । রাহুল ফিরতে পারেন চার নম্বরে ।

শিখর ধাওয়ান চোট পাওয়ার পর রাহুলকে পাঠানো হয় ওপেনিংয়ে । ফলে চার নম্বর নিয়ে তৈরি হয় সমস্যা । রাহুল ওপেনিংয়ে দাগ কাটতে পারেননি । অন্য দিকে চার নম্বরে বিজয়ও ব্যর্থ । ফলে শেষ দুটো ম্যাচে ভারতীয় মিডল অর্ডার সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি । এখন দেখার, মায়াঙ্ক দলে যোগ দেওয়ায় সমস্যার সমাধান কতটা হয় ।

লন্ডন, 1 জুলাই : বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শংকর । বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটে বিশ্বকাপ অভিযান শেষ বিজয়ের । তাঁর বদলি হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে পাঠাচ্ছে BCCI । ইংল্যান্ড ম্যাচের আগে প্রস্তুতির সময় বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট পান বিজয় । ইংল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি তিনি । তাঁর পরিবর্তে দলে জায়গা পান ঋষভ পন্থ ।

অনুশীলনের সময় নেটে ব্য়াট করছিলেন বিজয় । সেই সময় বোলিং করছিলেন জসপ্রীত বুমরা । বুমরার ইয়র্কার লাগে বিজয়ের বাঁ পায়ের বুড়ো আঙুলে । বসে পড়েন তিনি । পরে জানা যায় হাড়ে চিড় ধরেছে । BCCI সূত্রে খবর, বিজয়ের চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে । তাই তড়িঘড়ি তাঁকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা ।

বিজয়ের পরিবর্তে কর্নাটকের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হয়েছে । মায়াঙ্ক দলে এলে ওপেনার সমস্যা মিটতে পারে বলে মনে করছেন অনেকেই । সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে বাংলাদেশ ম্যাচে ওপেন করতে পারেন মায়াঙ্ক । রাহুল ফিরতে পারেন চার নম্বরে ।

শিখর ধাওয়ান চোট পাওয়ার পর রাহুলকে পাঠানো হয় ওপেনিংয়ে । ফলে চার নম্বর নিয়ে তৈরি হয় সমস্যা । রাহুল ওপেনিংয়ে দাগ কাটতে পারেননি । অন্য দিকে চার নম্বরে বিজয়ও ব্যর্থ । ফলে শেষ দুটো ম্যাচে ভারতীয় মিডল অর্ডার সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি । এখন দেখার, মায়াঙ্ক দলে যোগ দেওয়ায় সমস্যার সমাধান কতটা হয় ।

Gurugram (Haryana), Jun 29 (ANI): As President Donald Trump upped his ante on trade tariffs with India and urged New Delhi to cut import duties on US items as he said the "high" tariffs were "unacceptable", a former diplomat said such issues are only "natural hiccups" in vast relations of India and US. "US is India's largest trading partner and the trade is going, and frankly, the relationship between India and US is unparalleled... It has evolved and become multifaceted... we have 50 plus dialogue forums where we discuss each and everything from defence to security to economic to climate change... I am one of those who believes these are hiccups... natural hiccups," said Vishnu Prakash, a former diplomat who has served as India's ambassador to South Korea and Canada.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.