ETV Bharat / sports

বিশ্বকাপে মালিঙ্গাতেই ভরসা শ্রীলঙ্কার - icc

এখনও শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সেরা মুখ লাসিথ মালিঙ্গা । গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে মুম্বই ইন্ডিয়ান্সকে চার নম্বর ট্রফি জয়ে সাহায্য করে প্রমাণ করেছেন সময় বদলে গেলেও মালিঙ্গার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় ।

মালিঙ্গা
author img

By

Published : May 30, 2019, 10:40 PM IST

লন্ডন, 30 মে : ওল্ড ইজ় গোল্ড । শ্রীলঙ্কার বিশ্বকাপগামী দলের দিকে তাকালে একথাটা মনে হওয়াই স্বাভাবিক । এখনও দলের সেরা মুখ লাসিথ মালিঙ্গা । বয়স বেড়েছে, গতি কমেছে । কিন্তু তিনি এখনও শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সেরা মুখ । কেন তিনি সেরা তা IPL-র ফাইনালে প্রমাণ করেছেন । গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে মুম্বই ইন্ডিয়ান্সকে চার নম্বর ট্রফি জয়ে সাহায্য করেছেন । একই সঙ্গে প্রমাণ করেছেন সময় বদলে গেলেও মালিঙ্গার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় । এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন । ইংল্যান্ডের আবহওয়াকে কাজে লাগিয়ে তিনি যে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে তৈরি তা বলার অপেক্ষা রাখে না ।

35 বছর বয়সি মালিঙ্গার পাশাপাশি বল হাতে দলের বড় ভরসা সুরঙ্গা লাকমল । অ্যাঞ্জেলো ম্যাথাউজ়ের অলরাউন্ড পারফরম্যান্স শ্রীলঙ্কার অন্যতম ভরসা । 1975 সাল থেকে টানা বিশ্বকাপ খেলছে দ্বীপরাষ্ট্র । 1996 সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও 2007 ও 2011 সালে রানার্স হয়েছে । চারবছর আগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা । ইংল্যান্ডের মাটিতে কাপ দৌড়ে ফেভারিটদের তালিকায় তাদের ধরছেন না বিশেষজ্ঞরা । তবে পাশা বদলে দেওয়ার ক্ষমতা যে শ্রীলঙ্কার রয়েছে তা সবাই মানেন ।

বর্ষীয়ান ক্রিকেটারের সংখ্যা তাদের দলে যেমন রয়েছে তেমনই আছে প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটারের উপস্থিতিও । ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী । ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসরা পেরেরার ব্যাট হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে । কোচ চণ্ডিকা হাতুড়েসিংঘের গেমপ্ল্যানের ওপর দলের সাফল্য অনেকটা নির্ভরশীল । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ে কোচের সাজিয়ে দেওয়া নীল নক্সা বড় ভূমিকা নিয়েছিল ।

তবে বর্তমান শ্রীলঙ্কা দলের ধারাবাহিকতা কম । 2016 সালের পরে তারা কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ় জেতেনি । পাশাপাশি মাঠের বাইরের সমস্যা শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম বড় সমস্যা । অধিনায়ক হিসেবে করুণারত্নের নির্বাচন ঘিরে বিতর্ক রয়েছে । এছাড়া শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গড়াপেটার সমস্যা দলগত সংহতির পথে বড় অন্তরায় । তাই প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করে সমস্যা মেটানোর চেষ্টা চললেও তাতে হাল ফেরেনি । তাই মাঠের বাইরের সমস্যা উপেক্ষা করে কাপ জয়ের যুদ্ধে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা ।

লন্ডন, 30 মে : ওল্ড ইজ় গোল্ড । শ্রীলঙ্কার বিশ্বকাপগামী দলের দিকে তাকালে একথাটা মনে হওয়াই স্বাভাবিক । এখনও দলের সেরা মুখ লাসিথ মালিঙ্গা । বয়স বেড়েছে, গতি কমেছে । কিন্তু তিনি এখনও শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সেরা মুখ । কেন তিনি সেরা তা IPL-র ফাইনালে প্রমাণ করেছেন । গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে মুম্বই ইন্ডিয়ান্সকে চার নম্বর ট্রফি জয়ে সাহায্য করেছেন । একই সঙ্গে প্রমাণ করেছেন সময় বদলে গেলেও মালিঙ্গার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় । এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন । ইংল্যান্ডের আবহওয়াকে কাজে লাগিয়ে তিনি যে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে তৈরি তা বলার অপেক্ষা রাখে না ।

35 বছর বয়সি মালিঙ্গার পাশাপাশি বল হাতে দলের বড় ভরসা সুরঙ্গা লাকমল । অ্যাঞ্জেলো ম্যাথাউজ়ের অলরাউন্ড পারফরম্যান্স শ্রীলঙ্কার অন্যতম ভরসা । 1975 সাল থেকে টানা বিশ্বকাপ খেলছে দ্বীপরাষ্ট্র । 1996 সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও 2007 ও 2011 সালে রানার্স হয়েছে । চারবছর আগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা । ইংল্যান্ডের মাটিতে কাপ দৌড়ে ফেভারিটদের তালিকায় তাদের ধরছেন না বিশেষজ্ঞরা । তবে পাশা বদলে দেওয়ার ক্ষমতা যে শ্রীলঙ্কার রয়েছে তা সবাই মানেন ।

বর্ষীয়ান ক্রিকেটারের সংখ্যা তাদের দলে যেমন রয়েছে তেমনই আছে প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটারের উপস্থিতিও । ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী । ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসরা পেরেরার ব্যাট হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে । কোচ চণ্ডিকা হাতুড়েসিংঘের গেমপ্ল্যানের ওপর দলের সাফল্য অনেকটা নির্ভরশীল । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ে কোচের সাজিয়ে দেওয়া নীল নক্সা বড় ভূমিকা নিয়েছিল ।

তবে বর্তমান শ্রীলঙ্কা দলের ধারাবাহিকতা কম । 2016 সালের পরে তারা কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ় জেতেনি । পাশাপাশি মাঠের বাইরের সমস্যা শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম বড় সমস্যা । অধিনায়ক হিসেবে করুণারত্নের নির্বাচন ঘিরে বিতর্ক রয়েছে । এছাড়া শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গড়াপেটার সমস্যা দলগত সংহতির পথে বড় অন্তরায় । তাই প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করে সমস্যা মেটানোর চেষ্টা চললেও তাতে হাল ফেরেনি । তাই মাঠের বাইরের সমস্যা উপেক্ষা করে কাপ জয়ের যুদ্ধে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা ।

Intro:nullBody:সমস্যা সরিয়ে কাপ যুদ্ধে শ্রীলঙ্কা

ওল্ড ইজ গোল্ড। শ্রীলঙ্কার বিশ্বকাপগামী দলের দিকে তাকালে একথাটা মনে হওয়াই স্বাভাবিক। এখনও দলের সেরা মুখ লাসিথ মালিঙ্গা। বয়স বেড়েছে, গতিও কমেছে। কিন্তু তিনি এখনও শ্রীলঙ্কার বোলিং আক্রমনের সেরা মুখ। কেন তিনি সেরা তা আইপিএলের ফাইনালে প্রমাণিত। গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে মুম্বই ইন্ডিয়ান্সকে চারনম্বর ট্রফি জয়ে সাহায্য করেছে। একই সঙ্গে প্রমাণ করেছে সময় বদলে গেলেও মালিঙ্গার ওপর চোখ বন্ধ করে করা যায়। এবারই ক্রিকেট জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। ইংলিশ কন্ডিশন কাজে লাগিয়ে তিনি যে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে তৈরি তা বলার অপেক্ষা রাখেনা। ৩৫ বছর বয়সি মালিঙ্গা ডেথ ওভারে অভ্রান্ত নিশানায় বল করার ক্ষমতার পাশে লাকমল রয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথাউজের অলরাউন্ড পারফরম্যান্স শ্রীলঙ্কার অন্যতম ভরসা। ১৯৭৫ সাল থেকে টানা বিশ্বকাপ খেলছে দ্বীপরাষ্ট্র। ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ২০০৭ ও ২০১১ সালে রানার্স হয়েছে। চারবছর আগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মাটিতে কাপ দৌড়ে ফেভারিটদের তালিকায় ধরছেন না বিশেষঞ্জরা। তবে পাশা বদলে দেওয়ার ক্ষমতা যে শ্রীলঙ্কার রয়েছে তা সবাই মানেন। আসলে বর্ষীয়ান ক্রিকেটারের সংখ্যা তাদের দলে যেমন রয়েছে তেমনই আছে প্রতিশ্রুতিমান তরুন ক্রিকেটারের উপস্থিতিও। ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে,কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসরা পেরেরার ব্যাট হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। কোচ চন্ডিকা হাতুড়েসিংঘের গেমপ্ল্যানের ওপর দলের সাফল্য অনেকটা নির্ভরশীল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেষ্ট সিরিজ জয়ে কোচের সাজিয়ে দেওয়া নীল নক্সা বড় ভূমিকা নিয়েছিল। তবে বর্তমান শ্রীলঙ্কা দলের ধারাবাহিকতা কম। ২০১৬ সালের পরে তারা কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতেনি। তবে মাঠের বাইরের সমস্যা শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম বড় সমস্যা। অধিনায়ক হিসেবে করুনারত্নের নির্বাচন ঘিরে বিতর্ক রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গড়াপেটার সমস্যা দলগত সংহতির পথে বড় অন্তরায়। তাই প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করে সমস্যা মেটানোর চেষ্টা চললেও তাতে হাল ফেরেনি। তাই মাঠের বাইরের সমস্যা উপেক্ষা করে কাপ জয়ের যুদ্ধে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা।Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.