ETV Bharat / sports

হেরেছে ভারত, হৃদয় জিতলেন জাদেজা ! - India

ফাইনালে তুলতে পারেননি দলকে । কিন্তু, রবীন্দ্র জাদেজার 77 রানের ইনিংসটা অন্যতম স্মরণীয় ইনিংস হয়ে থাকবে ।

জাদেজা
author img

By

Published : Jul 10, 2019, 8:37 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : প্রথম সাতটি ম্যাচে দলে সুযোগ পাননি । রিস্ট স্পিনারদের রমরমায় ভাগ্যে শিঁকে ছেড়েনি । কিন্তু, তিনি যে ইউটিলিটি প্লেয়ার । যে কেউ চোট পেলেই ফিল্ডিংয়ে ডাক পড়ত তাঁর । এভাবেই চলছিল । শেষপর্যন্ত গ্রুপ লিগের শেষ ম্যাচে সুযোগ পান । সেই 'ব্রাত্য' রবীন্দ্র জাদেজাই প্রায় একা হাতে ভারতকে লর্ডসে নিয়ে যাচ্ছিলেন । পারেননি । নিজের সর্বশক্তি দিয়ে, বলা যায় নিজেকে ছাপিয়ে গিয়েও দলকে ফাইনালে তুলতে পারেননি । সেজন্য 77 রানের ইনিংসটা হয়তো ক্রিকেট ইতিহাসে ঠাঁই পাবে না । কিন্তু, কন্যাকুমারী থেকে কাশ্মীর আপামর দেশবাসীর মনে চিরকাল থেকে যাবে জাদেজার এই ইনিংস ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ । প্রথম দিনে পুরো খেলা হয়নি । প্রথম দিনে 45.3 ওভারে 211 রানে তোলে নিউজ়িল্যান্ড । এরপর আজ ব্যাট করতে নেমে 239 রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস । 240 রানে তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত । একটা সময় 3.1 ওভারে 5 রানে তিন উইকেট পড়ে গেছিল । ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া চেষ্টা করলেও তাঁদের যে এখনও অভিজ্ঞতার অভাব রয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল উইকেট ছুড়ে আসা দেখে । আর এখানেই নিজেকে চেনালেন 'স্যার' জাদেজা । যখন নেমেছিলেন তখন ভারতের স্কোর 92/6 । জেতার জন্য ভারতের দরকার 117 বলে 148 রান । হাতে চার উইকেট । ক্রিজ়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি । শেষ স্বীকৃত জুটি । অন্যদিকে, ধোনি স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করতে রীতিমতো সমস্যায় পড়ছেন । নিজেও ধরে খেলছিলেন । আস্কিং রেট ক্রমশ বাড়ছিল । একটা সময় ঠিক করেন, অনেক হয়েছে । পালটা আক্রমণ করবেন । দিনকয়েক আগে সঞ্জয় মঞ্জরেকরকে টুইটে জবাব দিয়েছিলেন । এর পালা ছিল ব্যাট হাতে জবাব দেওয়ার । দিচ্ছিলেনও । রাজপুত তো । শেষ বিন্দু পর্যন্ত লড়াই করতে জানেন ।

Ravindra Jadeja
"আমি তো আছি" , ভারতীয় সমর্থকদের আশ্বাস জাদেজার

মিচেল স্যান্টনারকে স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে ফেললেন । ম্যান্চেস্টারে কার্যত হতভম্ব হয়ে যাওয়া ভারতীয় সমর্থকদের ফের উদ্বুদ্ধ করলেন । ড্রেসিংরুমে প্রায়ে কেঁদে ফেলার মতো অবস্থা থেকে রোহিত শর্মার মধ্যে বিশ্বাস ঢুকিয়ে দেন । আশ্বাস দিলেন, "স্যার জাদেজা আছে তো ।" ফের "ইন্ডিয়া, ইন্ডিয়া" ধ্বনি উঠল গ্যালারিতে । চাপে পড়ে ওয়াইড করতে লাগলেন কিউয়ি বোলাররা । হাতের বল ফসকাল । পায়ের তলা দিয়ে বল গলতে শুরু করল । এটাই তো চেয়েছিলেন জাদেজা । কম্পন ধরিয়েছিলেন নিউজ়িল্যান্ড শিবিরে । 41.5 ওভারে দু'রান নিয়ে হাফ-সেঞ্চুরি পূরণ করেন । আর তারপরই ট্রেডমার্ক তরোয়ারি খেলা দেখান । ভারতীয়রা সমর্থকরা বুক বাঁধছিলেন, আজ সত্যিই জাদেজার ব্যাট তরোয়ারি হয়ে উঠেছে । আর সেই তরোয়ারিতে নিউজ়িল্যান্ড বিদ্ধ হবে । সেইমতো খেলতেও থাকেন । মূলত জাদেজার সৌজন্যেই ম্যাচে ফিরতে থাকে ভারত । 47 তম ওভারে মাত্র পাঁচ রান দেন ম্যাট হেনরি । কিছুটা চাপ বাড়ে তাঁর উপর । 18 বলে দরকার ছিল 37 রান । বল করতে আসেন ট্রেন্ট বোল্ট । স্লোয়ার বলে ধোঁকা খেয়ে যান । কিছুটা আগে শট খেলেন । ফলে বল আকাশে উঠে যায় । তীব্র চাপের মধ্যে ক্যাচ ধরেন কেন উইলিয়ামসন । মুহূর্তের জন্য থমকে যায় ওল্ড ট্র্যাফোর্ড । জেতার জন্য ভারতের তখন দরকার ছিল 13 বলে 32 রান । পারেনি ভারত । ফের স্বপ্নভঙ্গ । হেরে যান জাদেজাও । দল তো হেরেছে । দলের হারে ব্যক্তিগত ইনিংসের তো কোনও মূল্যই থাকে না জাদেজার মতো খেলোয়াড়ের কাছে । কিন্তু, জাদেজার ইনিংসটাই ভারতীয়দের একসূত্রে বেঁধেছিল । একসুরে প্রার্থনায় বসিয়েছিল । 4টি চার ও 4টি ছয় সহ 59 বলে 77 রানের ইনিংস হয়তো ভারতকে ফাইনালে তুলতে পারেনি । কিন্তু, হৃদয় জিতে নিয়েছেন রবীন্দ্র জাদেজা । দেশবাসীর মনে বিশ্বাস এনে দিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আমাদের একজন জাদেজা আছেন যিনি জান লড়িয়ে দেবেন ।

Ravindra Jadeja
হাফ সেঞ্চুরি করে উচ্ছ্বাস জাদেজার

ম্যানচেস্টার, 10 জুলাই : প্রথম সাতটি ম্যাচে দলে সুযোগ পাননি । রিস্ট স্পিনারদের রমরমায় ভাগ্যে শিঁকে ছেড়েনি । কিন্তু, তিনি যে ইউটিলিটি প্লেয়ার । যে কেউ চোট পেলেই ফিল্ডিংয়ে ডাক পড়ত তাঁর । এভাবেই চলছিল । শেষপর্যন্ত গ্রুপ লিগের শেষ ম্যাচে সুযোগ পান । সেই 'ব্রাত্য' রবীন্দ্র জাদেজাই প্রায় একা হাতে ভারতকে লর্ডসে নিয়ে যাচ্ছিলেন । পারেননি । নিজের সর্বশক্তি দিয়ে, বলা যায় নিজেকে ছাপিয়ে গিয়েও দলকে ফাইনালে তুলতে পারেননি । সেজন্য 77 রানের ইনিংসটা হয়তো ক্রিকেট ইতিহাসে ঠাঁই পাবে না । কিন্তু, কন্যাকুমারী থেকে কাশ্মীর আপামর দেশবাসীর মনে চিরকাল থেকে যাবে জাদেজার এই ইনিংস ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ । প্রথম দিনে পুরো খেলা হয়নি । প্রথম দিনে 45.3 ওভারে 211 রানে তোলে নিউজ়িল্যান্ড । এরপর আজ ব্যাট করতে নেমে 239 রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস । 240 রানে তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত । একটা সময় 3.1 ওভারে 5 রানে তিন উইকেট পড়ে গেছিল । ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া চেষ্টা করলেও তাঁদের যে এখনও অভিজ্ঞতার অভাব রয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল উইকেট ছুড়ে আসা দেখে । আর এখানেই নিজেকে চেনালেন 'স্যার' জাদেজা । যখন নেমেছিলেন তখন ভারতের স্কোর 92/6 । জেতার জন্য ভারতের দরকার 117 বলে 148 রান । হাতে চার উইকেট । ক্রিজ়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি । শেষ স্বীকৃত জুটি । অন্যদিকে, ধোনি স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করতে রীতিমতো সমস্যায় পড়ছেন । নিজেও ধরে খেলছিলেন । আস্কিং রেট ক্রমশ বাড়ছিল । একটা সময় ঠিক করেন, অনেক হয়েছে । পালটা আক্রমণ করবেন । দিনকয়েক আগে সঞ্জয় মঞ্জরেকরকে টুইটে জবাব দিয়েছিলেন । এর পালা ছিল ব্যাট হাতে জবাব দেওয়ার । দিচ্ছিলেনও । রাজপুত তো । শেষ বিন্দু পর্যন্ত লড়াই করতে জানেন ।

Ravindra Jadeja
"আমি তো আছি" , ভারতীয় সমর্থকদের আশ্বাস জাদেজার

মিচেল স্যান্টনারকে স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে ফেললেন । ম্যান্চেস্টারে কার্যত হতভম্ব হয়ে যাওয়া ভারতীয় সমর্থকদের ফের উদ্বুদ্ধ করলেন । ড্রেসিংরুমে প্রায়ে কেঁদে ফেলার মতো অবস্থা থেকে রোহিত শর্মার মধ্যে বিশ্বাস ঢুকিয়ে দেন । আশ্বাস দিলেন, "স্যার জাদেজা আছে তো ।" ফের "ইন্ডিয়া, ইন্ডিয়া" ধ্বনি উঠল গ্যালারিতে । চাপে পড়ে ওয়াইড করতে লাগলেন কিউয়ি বোলাররা । হাতের বল ফসকাল । পায়ের তলা দিয়ে বল গলতে শুরু করল । এটাই তো চেয়েছিলেন জাদেজা । কম্পন ধরিয়েছিলেন নিউজ়িল্যান্ড শিবিরে । 41.5 ওভারে দু'রান নিয়ে হাফ-সেঞ্চুরি পূরণ করেন । আর তারপরই ট্রেডমার্ক তরোয়ারি খেলা দেখান । ভারতীয়রা সমর্থকরা বুক বাঁধছিলেন, আজ সত্যিই জাদেজার ব্যাট তরোয়ারি হয়ে উঠেছে । আর সেই তরোয়ারিতে নিউজ়িল্যান্ড বিদ্ধ হবে । সেইমতো খেলতেও থাকেন । মূলত জাদেজার সৌজন্যেই ম্যাচে ফিরতে থাকে ভারত । 47 তম ওভারে মাত্র পাঁচ রান দেন ম্যাট হেনরি । কিছুটা চাপ বাড়ে তাঁর উপর । 18 বলে দরকার ছিল 37 রান । বল করতে আসেন ট্রেন্ট বোল্ট । স্লোয়ার বলে ধোঁকা খেয়ে যান । কিছুটা আগে শট খেলেন । ফলে বল আকাশে উঠে যায় । তীব্র চাপের মধ্যে ক্যাচ ধরেন কেন উইলিয়ামসন । মুহূর্তের জন্য থমকে যায় ওল্ড ট্র্যাফোর্ড । জেতার জন্য ভারতের তখন দরকার ছিল 13 বলে 32 রান । পারেনি ভারত । ফের স্বপ্নভঙ্গ । হেরে যান জাদেজাও । দল তো হেরেছে । দলের হারে ব্যক্তিগত ইনিংসের তো কোনও মূল্যই থাকে না জাদেজার মতো খেলোয়াড়ের কাছে । কিন্তু, জাদেজার ইনিংসটাই ভারতীয়দের একসূত্রে বেঁধেছিল । একসুরে প্রার্থনায় বসিয়েছিল । 4টি চার ও 4টি ছয় সহ 59 বলে 77 রানের ইনিংস হয়তো ভারতকে ফাইনালে তুলতে পারেনি । কিন্তু, হৃদয় জিতে নিয়েছেন রবীন্দ্র জাদেজা । দেশবাসীর মনে বিশ্বাস এনে দিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আমাদের একজন জাদেজা আছেন যিনি জান লড়িয়ে দেবেন ।

Ravindra Jadeja
হাফ সেঞ্চুরি করে উচ্ছ্বাস জাদেজার
Mumbai, July 10 (ANI): Supporters of JD(S) leader Narayana Gowda raised slogans of 'Go back, Go back' for DK Shivakumar outside Renaissance hotel in Mumbai on Wednesday. Karnataka Minister DK Shivakumar arrived at the hotel to meet the rebel MLAs. Later, DK Shivakumar was escorted by the police from the gates of the hotel. Maharashtra State Reserve Police Force and Riot Control Police are deployed outside the hotel. MLAs had earlier written a letter to Police stating, "We heard CM and DK Shivakumar are going to storm the hotel, we feel threatened."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.