ETV Bharat / sports

লড়েও নিউজ়িল্যান্ডের কাছে 2 উইকেটে হার বাংলাদেশের

author img

By

Published : Jun 6, 2019, 6:21 AM IST

Updated : Jun 8, 2019, 12:25 AM IST

শেষের দিকে আশা জাগিয়ে হার মানতে হল বাংলাদেশকে ।

নিউজ়িল্যান্ড

লন্ডন, 6 জুন : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজ়িল্যান্ডের অন্দরেও কাঁপুনি ধরিয়ে দিল বাংলাদেশ । শেষপর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে 2 উইকেটে হারাল কিউয়িরা । 82 রান করে ম্যাচের সেরা হয়েছেন রস টেলর ।

গতকাল ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজ়িল্যান্ড । বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার শুরুটা ভালোই করেন । মেঘলা আকাশে বোল্ট-হেনরি জুটিকে দুজনে বেশ ভালোই সামলান । কিন্তু, 8.3 ওভারে ছন্দপতন ঘটে বাংলাদেশের । হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য । ক্রিজ়ে আসেন শাকিব-আল-হাসান । দলগত 60 রানের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ । লকি ফার্গুসনের শর্ট পিচ ডেলিভারি পুল করতে যান তামিম । কিন্তু, নিয়ন্ত্রণে রাখতে পারেননি । মিড-উইকেটে সহজ ক্যাচ ধরেন বোল্ট । এরপর ইনিংসের হাল ধরেন শাকিব ও মুশফিকুর রহিম । 22.3 ওভারে 100 রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ । কিন্তু, পরের ওভারেই ভুল বোঝাবুঝির জেরে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর ।

New Zealand
উল্লাস কিউয়িদের

মুশফিকুর ফিরলেও নিজের ছন্দ ধরে রাখেন শাকিব । 54 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন । এরপর কাট করতে গিয়ে 64 রানে আউট হন শাকিব । তখন বাংলাদেশের স্কোর 151/4 । মিঠুন ভালো শুরু করেও 26 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান । এরপর দলগত 197 রানে মাহমুদুল্লা আউট হন । সফিউদ্দিন ও মোসাদ্দেক আক্রমণাত্মক খেলতে থাকেন । দুজনে সপ্তম উইকেটে 27 রান জোড়েন । দলগত 224 রানের মাথায় আউট হন মোসাদ্দেক । শেষপর্যন্ত 244 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস । 47 রানে 4 উইকেট নেন হেনরি । দুটি উইকেট তোলেন বোল্ট । একটি করে উইকেট পান ফার্গুসন, গ্র্যান্ডহোম ও স্যান্টনার ।

Bangladesh
দুরন্ত শাকিব

রান তাড়া করতে নেমে প্রথম বলেই চার মারেন মার্টিন গাপ্টিল । কলিন মুনরো ও গাপ্টিল দুজনেই আক্রমণাত্মক খেলতে থাকেন । দলগত 35 রানের মাথায় আউট হন গাপ্টিল । এরপর রানের গতি কিছুটা কমে । দশম ওভারের শেষ বলে আউট হন মুনরো । তখন নিউজ়িল্যান্ডের স্কোর 55/2 । ক্রিজ়ে ছিলেন রস টেলর ও রস উইলিয়ামসন । 12 তম ওভারের প্রথম বলে দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হন উইলিয়ামসন । কিন্তু, রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগার আগেই হাত দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন মুশফিকুর । একবার জীবন ফিরে পেয়ে আর কোনও ভুল করেননি টেলর ও উইলিয়ামসন । তাঁদের জুটি বাংলাদেশি বোলারদের শাসন করতে থাকেন । 40 বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন টেলর । তখন নিউজ়িল্যান্ডের স্কোর 134/2 । 152 বলে জেতার জন্য কিউয়িদের মাত্র 111 রান দরকার ছিল । 160 রানের মাথায় উইলিয়ামসনকে আউট করেন মেহিদি হাসান। তা সত্ত্বেও ম্যাচে তখন চালকের আসনে ছিল কিউয়িরা । সেই ওভারেই লাথামকে আউট করে বাংলাদেশেকে কিছুটা আশার আলো দেখান হাসান ।

Bangladesh
উইকেট নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের

এরপর ক্রিজ়ে আসেন নিশম । টেলরের সঙ্গে নিউজ়িল্যান্ডের ইনিংসের হাল ধরেন । ব্যক্তিগত 82 রানের মাথায় লেগ সাইডের বাইরের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টেলর । তখন কিউয়িদের স্কোর 191/5 । 218 রানে পরপর দু'উইকেট হারিয়ে চাপে পড়ে যায় । তারপর হেনরি ও স্যান্টনার ইনিংসের হাল ধরেন । 238 রানের মাথায় হেনরিকে আউট করে বাংলাদেশের আশা ফের জাগিয়ে তোলেন সফিউদ্দিন । শেষপর্যন্ত 48 তম ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচ জেতান স্যান্টনার । বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শাকিব, মেহিদি, সফিউদ্দিন ও মোসাদ্দেক ।

New Zealand
জয়ের আনন্দে স্যান্টনার

লন্ডন, 6 জুন : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজ়িল্যান্ডের অন্দরেও কাঁপুনি ধরিয়ে দিল বাংলাদেশ । শেষপর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে 2 উইকেটে হারাল কিউয়িরা । 82 রান করে ম্যাচের সেরা হয়েছেন রস টেলর ।

গতকাল ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজ়িল্যান্ড । বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার শুরুটা ভালোই করেন । মেঘলা আকাশে বোল্ট-হেনরি জুটিকে দুজনে বেশ ভালোই সামলান । কিন্তু, 8.3 ওভারে ছন্দপতন ঘটে বাংলাদেশের । হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য । ক্রিজ়ে আসেন শাকিব-আল-হাসান । দলগত 60 রানের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ । লকি ফার্গুসনের শর্ট পিচ ডেলিভারি পুল করতে যান তামিম । কিন্তু, নিয়ন্ত্রণে রাখতে পারেননি । মিড-উইকেটে সহজ ক্যাচ ধরেন বোল্ট । এরপর ইনিংসের হাল ধরেন শাকিব ও মুশফিকুর রহিম । 22.3 ওভারে 100 রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ । কিন্তু, পরের ওভারেই ভুল বোঝাবুঝির জেরে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর ।

New Zealand
উল্লাস কিউয়িদের

মুশফিকুর ফিরলেও নিজের ছন্দ ধরে রাখেন শাকিব । 54 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন । এরপর কাট করতে গিয়ে 64 রানে আউট হন শাকিব । তখন বাংলাদেশের স্কোর 151/4 । মিঠুন ভালো শুরু করেও 26 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান । এরপর দলগত 197 রানে মাহমুদুল্লা আউট হন । সফিউদ্দিন ও মোসাদ্দেক আক্রমণাত্মক খেলতে থাকেন । দুজনে সপ্তম উইকেটে 27 রান জোড়েন । দলগত 224 রানের মাথায় আউট হন মোসাদ্দেক । শেষপর্যন্ত 244 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস । 47 রানে 4 উইকেট নেন হেনরি । দুটি উইকেট তোলেন বোল্ট । একটি করে উইকেট পান ফার্গুসন, গ্র্যান্ডহোম ও স্যান্টনার ।

Bangladesh
দুরন্ত শাকিব

রান তাড়া করতে নেমে প্রথম বলেই চার মারেন মার্টিন গাপ্টিল । কলিন মুনরো ও গাপ্টিল দুজনেই আক্রমণাত্মক খেলতে থাকেন । দলগত 35 রানের মাথায় আউট হন গাপ্টিল । এরপর রানের গতি কিছুটা কমে । দশম ওভারের শেষ বলে আউট হন মুনরো । তখন নিউজ়িল্যান্ডের স্কোর 55/2 । ক্রিজ়ে ছিলেন রস টেলর ও রস উইলিয়ামসন । 12 তম ওভারের প্রথম বলে দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হন উইলিয়ামসন । কিন্তু, রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগার আগেই হাত দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন মুশফিকুর । একবার জীবন ফিরে পেয়ে আর কোনও ভুল করেননি টেলর ও উইলিয়ামসন । তাঁদের জুটি বাংলাদেশি বোলারদের শাসন করতে থাকেন । 40 বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন টেলর । তখন নিউজ়িল্যান্ডের স্কোর 134/2 । 152 বলে জেতার জন্য কিউয়িদের মাত্র 111 রান দরকার ছিল । 160 রানের মাথায় উইলিয়ামসনকে আউট করেন মেহিদি হাসান। তা সত্ত্বেও ম্যাচে তখন চালকের আসনে ছিল কিউয়িরা । সেই ওভারেই লাথামকে আউট করে বাংলাদেশেকে কিছুটা আশার আলো দেখান হাসান ।

Bangladesh
উইকেট নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের

এরপর ক্রিজ়ে আসেন নিশম । টেলরের সঙ্গে নিউজ়িল্যান্ডের ইনিংসের হাল ধরেন । ব্যক্তিগত 82 রানের মাথায় লেগ সাইডের বাইরের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টেলর । তখন কিউয়িদের স্কোর 191/5 । 218 রানে পরপর দু'উইকেট হারিয়ে চাপে পড়ে যায় । তারপর হেনরি ও স্যান্টনার ইনিংসের হাল ধরেন । 238 রানের মাথায় হেনরিকে আউট করে বাংলাদেশের আশা ফের জাগিয়ে তোলেন সফিউদ্দিন । শেষপর্যন্ত 48 তম ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচ জেতান স্যান্টনার । বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শাকিব, মেহিদি, সফিউদ্দিন ও মোসাদ্দেক ।

New Zealand
জয়ের আনন্দে স্যান্টনার
New Delhi, May 06 (ANI): Amid the Lok Sabha elections, while speaking to ANI in the national capital today, Union Minister of Human Resource Development (HRD) and Bharatiya Janata Party (BJP) senior leader Prakash Javadekar said, "Our candidate from West Bengal's Barrackpore Arjun Singh was beaten up brutally and he is injured now and last week car of our Asansol candidate Babul Supriyo was badly damaged as violence is at its peak in WB. The Election Commission (EC) is sitting mutely and almost doing nothing." "WB Chief Minister Mamata Banerjee is defeating in election, therefore, she is trying to win polls through rigging rather than votes. It is almost like dishonouring our Indian democracy as she is threatening EC in WB," Javadekar added.
Last Updated : Jun 8, 2019, 12:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.