ETV Bharat / sports

নেট বোলার হিসেবে নবদীপ, ভুবির চোট নিয়ে জল্পনা বাড়ল - injury

শিখরের চোট ধাক্কা কাটতে না কাটতেই ভুবনেশ্বেরর চোট আতঙ্কে ভারতীয় শিবির । এরই মাঝে নেট বোলার হিসেবে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন নবদীপ সাইনি ।

নেট বোলার হিসেবে নবদীপ, ভুবির চোট নিয়ে জল্পনা বাড়ল
author img

By

Published : Jun 24, 2019, 11:11 PM IST

লন্ডন, 24 জুন : নেট বোলার হিসেবে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন নবদীপ সাইনি । BCCI সূত্রে এমনটাই জানানো হল । IPL-এ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি । গতির সঙ্গে বাউন্সও তাঁর অস্ত্র । এহেন নবদীপকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে নেট বোলার হিসেবে নেওয়ায় বেড়েছে জল্পনা ।

প্রশ্ন উঠেছে তবে কি শিখর ধাওয়ানের পর ভুবনেশ্বর কুমার ? শিখরের চোট ধাক্কা কাটতে না কাটতেই ভুবনেশ্বেরর চোট আতঙ্কে ভারতীয় শিবির । পাকিস্তান ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ভারতীয় পেসারের । এরপর থেকেই জল্পনা ছিল বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ।

যদিও ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি ম্যাচে বিশ্রামের পরেই দলে ফিরবেন ভুবি । তবে নবদীপ সাইনিকে ইংল্যান্ডে পাঠানোয় ভুবির চোট নিয়ে জল্পনা আরও বেড়ে গেল ।

লন্ডন, 24 জুন : নেট বোলার হিসেবে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন নবদীপ সাইনি । BCCI সূত্রে এমনটাই জানানো হল । IPL-এ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি । গতির সঙ্গে বাউন্সও তাঁর অস্ত্র । এহেন নবদীপকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে নেট বোলার হিসেবে নেওয়ায় বেড়েছে জল্পনা ।

প্রশ্ন উঠেছে তবে কি শিখর ধাওয়ানের পর ভুবনেশ্বর কুমার ? শিখরের চোট ধাক্কা কাটতে না কাটতেই ভুবনেশ্বেরর চোট আতঙ্কে ভারতীয় শিবির । পাকিস্তান ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ভারতীয় পেসারের । এরপর থেকেই জল্পনা ছিল বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ।

যদিও ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি ম্যাচে বিশ্রামের পরেই দলে ফিরবেন ভুবি । তবে নবদীপ সাইনিকে ইংল্যান্ডে পাঠানোয় ভুবির চোট নিয়ে জল্পনা আরও বেড়ে গেল ।


Rewari (Haryana), Jun 24 (ANI): Home Guard was allegedly dragged upto 300 metre on the bonnet of a BJP leader's car today. The driver of the car was driving on the wrong side and when the Home Guard personnel tried to stop him, he rammed the car onto him. The mob got angry. While speaking to ANI, the Home Guard official said, "I was trying to stop the car which was coming from the wrong side, but the driver rammed the car onto me."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.