ETV Bharat / sports

লর্ডস পৌঁছাতে আজ আবার মাঠে নামবে ভারত - new zealand

যা আশঙ্কা ছিল, তাই হল । নির্ধারিত সময়ে খেলা চালু হলেও শেষ হয়নি । খেলা থেমে যায় প্রথম ইনিংসের 46 ওভারের পর ।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি
author img

By

Published : Jul 10, 2019, 12:35 AM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি । ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আম্পায়াররা । ম্যাচ গড়াল রিজ়ার্ভ ডে-তে । আজ নির্ধারিত সময়ে খেলা আবার শুরু হবে । অবশ্য আগামীকাল ম্যাচটি শুরু থেকে খেলতে হবে না । সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে গতকাল নিউজ়িল্যান্ড যত ওভার পর্যন্ত খেলেছিল তারপর থেকে । গতকাল ম্যাচ বন্ধের সময় নিউজ়িল্যান্ডের স্কোর ছিল 46.1 ওভারে 5 উইকেটে 211 রান । তারপর থেকেই আজ ফের ম্যাচ শুরু হবে ।

গতকাল নিউজ়িল্যান্ড 46.1 ওভারে পাঁচ উইকেটে 211 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় । পরে বৃষ্টি থামলেও খেলা শুরু করার ঝুঁকি নেয়নি আম্পায়াররা । ভারতীয় সময় গতরাত 10টা 50 মিনিট নাগাদ সেদিনের মতো ম্যাচ বন্ধ বলে ঘোষণা করা হয় ।

2019 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতেই রেকর্ড গড়ল নিউজ়িল্যান্ড । প্রথম পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর করল কিউই ব্যাটসম্যানরা । প্রথম 10 ওভারে এক উইকেট হারিয়ে মাত্র 27 রান তোলে নিউজ়িল্যান্ড ।

গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানে আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর । কিন্তু বাধ সাধে বৃষ্টি ।

ভারতের হয়ে একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চহ্বাল ।

আজ নিউজ়িল্যান্ডের 23 বল খেলা শেষে ভারত টার্গেট তাড়া করতে নামবে । সেক্ষেত্রে সকালে মেঘাচ্ছন্ন পরিবেশে ব্যাট করা চ্যালেঞ্জিং হতে পারে ভারতের ক্ষেত্রে । ভারতকে সকালে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরিকে সামলে উইকেট বাঁচাতে হবে । যদিও ভেজা আবহাওয়ায় সুইংয়ের সামনে বারবার ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা দেখা গেছে এই ইংল্যান্ডেই । তবে টেস্ট ম্যাচ সুলভ ব্যাট করে ইনিংসের প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলে ভারতীয়দের লর্ডসের টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হওয়ার দিকে এগোবে ।

ম্যানচেস্টার, 10 জুলাই : ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি । ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আম্পায়াররা । ম্যাচ গড়াল রিজ়ার্ভ ডে-তে । আজ নির্ধারিত সময়ে খেলা আবার শুরু হবে । অবশ্য আগামীকাল ম্যাচটি শুরু থেকে খেলতে হবে না । সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে গতকাল নিউজ়িল্যান্ড যত ওভার পর্যন্ত খেলেছিল তারপর থেকে । গতকাল ম্যাচ বন্ধের সময় নিউজ়িল্যান্ডের স্কোর ছিল 46.1 ওভারে 5 উইকেটে 211 রান । তারপর থেকেই আজ ফের ম্যাচ শুরু হবে ।

গতকাল নিউজ়িল্যান্ড 46.1 ওভারে পাঁচ উইকেটে 211 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় । পরে বৃষ্টি থামলেও খেলা শুরু করার ঝুঁকি নেয়নি আম্পায়াররা । ভারতীয় সময় গতরাত 10টা 50 মিনিট নাগাদ সেদিনের মতো ম্যাচ বন্ধ বলে ঘোষণা করা হয় ।

2019 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতেই রেকর্ড গড়ল নিউজ়িল্যান্ড । প্রথম পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর করল কিউই ব্যাটসম্যানরা । প্রথম 10 ওভারে এক উইকেট হারিয়ে মাত্র 27 রান তোলে নিউজ়িল্যান্ড ।

গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানে আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর । কিন্তু বাধ সাধে বৃষ্টি ।

ভারতের হয়ে একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চহ্বাল ।

আজ নিউজ়িল্যান্ডের 23 বল খেলা শেষে ভারত টার্গেট তাড়া করতে নামবে । সেক্ষেত্রে সকালে মেঘাচ্ছন্ন পরিবেশে ব্যাট করা চ্যালেঞ্জিং হতে পারে ভারতের ক্ষেত্রে । ভারতকে সকালে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরিকে সামলে উইকেট বাঁচাতে হবে । যদিও ভেজা আবহাওয়ায় সুইংয়ের সামনে বারবার ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা দেখা গেছে এই ইংল্যান্ডেই । তবে টেস্ট ম্যাচ সুলভ ব্যাট করে ইনিংসের প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলে ভারতীয়দের লর্ডসের টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হওয়ার দিকে এগোবে ।

Intro:প্রেমিকাকে পাচার নয় ,পাচার করতে গিয়ে খুন ! অপহৃত তনুশ্রীর রক্তাক্ত দেহ উদ্দার রেললাইনে ৷


কোচবিহার :০৯ জুলাই :

প্রেম করে প্রেমিকা পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সহ তিনজন ৷মেয়েকে ফিরে পেতে খোলামাঠে আমরন অনশন চালান পরিবার ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ৭২ নিজতরফ এলাকার ঘটনা ৷ঘটনায় অভিযুক্ত ছয় জনের মধ্যে প্রেমিক সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে পুলিশ ৷


সুত্রে খবর গত ৫ই জুন তনুশ্রী বিশ্বাস নামে এক যুবতীকে প্রেমিক সহ ছয় জন মিলে পাচার করে বলে অভিযোগ ৷গত ১১জুন অভিযোগ দায়ে হয় মেখলিগঞ্জ থানায় ৷ অপহরন এবং পাচারের অভিযোগ দায়ের হয় মেখলিগঞ্জ থানায় ৷ মহকুমা শাসক দপ্তরে সামনে আমরণ অনশনে বসেন পরিবার ৷

সূত্রে খবর ,যুবতী তনুশ্রী বিশ্বাসের সঙ্গে অভিযুক্ত সিতানাথ কীর্তিনিয়া(ডাক নাম সিতু ) নামে যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷পরিবারের অভিযোগ সেই প্রেম সম্পর্ককে হাতিয়ার করে প্রেমিক এবং আর পাচজন মিলে অপহরন করে তনুশ্রীকে ৷অভিযুক্ত ছয়জনের বাড়ি ধূপগুড়ির গ্যাদন এলাকায় ৷

তনুশ্রীর পরিবার সূত্রে জানা যায় ,গতকাল কাল তনুশ্রী জীবন্ত নয় ,ট্রেনে কাটা পরেই মৃত্যু হয়েছে ৷ গত ৫ই জুন জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় তনুশ্রীর দেহ উদ্দার করে রেল পুলিশ ৷আজ তারা দেহ আনতে জলপাইগুড়ি রওনা দিয়েছে ৷

নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কেন জানতে পারলো না ট্রেনে কাটা পড়েছে ?ট্রেনে কাটা পড়ল কিভাবে ?তনুশ্রীকে কে অপহরণ করার পর মূল অভিযুক্ত তুলসী বিশ্বাসকে গ্রেপ্তার করার পরই দিনই সোমবার পুলিশ তনুশ্রীর দেহের সন্ধান কেন দিল ?এতদিন চুপ করে ছিল কেন ? ঐভাবে একাধিক প্রশ্নের মুখে মেখলিগঞ্জ পুলিশ ৷

যদিও মেখলিগঞ্জ থানার ওসি কাশ্যপ রাই জানান "তনুশ্রীকে খুঁজছি ,অভিযুক্তদের গ্রেপ্তার ও করেছি ,গতকাল জানতে পারি ৫ই জুন জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় উদ্দার হয়েছে তনুশ্রীর দেহ ৷ সেটা পরিবারকে জানানো হয়েছে ৷ "

পরিবারের অভিযোগ "শেষে খুন করেছে অভিযুক্তরা ,ট্রেনে কাটা পড়েনি তনুশ্রী ,তাকে পাচার করার সময় মেরে ফেলা হয়েছে,অথচ পুলিশকে কাছে হন্য হয়ে বার বার গেলেও মিলেনি কোন উত্তর ,"৷


মৃত তনুশ্রীর বাবা গোবিন্দ বিশ্বাস জানান "মেয়েকে ঐভাবে নিয়ে গিয়ে মেরে ফেলল ,আমি ভাবতে পারছি না ,অসুস্থ শরীরে কি প্রতিবাদ করব ,এলাকার মানুষ প্রতিবাদ করবে ,আমি চাই তাঁদের ফাঁসি হৌক "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.