ETV Bharat / sports

ভারতের লক্ষ্য টপ স্পট , শ্রীলঙ্কার সম্মান বাঁচানো

author img

By

Published : Jul 6, 2019, 12:06 PM IST

ভারত যদি আজ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তবে টেবল টপার হয়ে সেমিতে পৌঁছাবে কোহলিরা । সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি হবে টেবিলে 4 নম্বরে থাকা নিউজিল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়োজক ইংল্যান্ড ।

ভারত বনাম শ্রীলঙ্কা

লিডস, 6 জুলাই : আজ বিশ্বকাপের "রাউন্ড লেগ"-এর শেষ ম্যাচে লিডসের হেডিংলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের সেমিফাইনাল যাওয়া পাকা হয়ে গিয়েছে, তবে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত । ফলে দুই দলের কাছে এই ম্যাচের গুরুত্ব দুই রকম ।

ভারত যদি আজ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তবে টেবল টপার হয়ে সেমিতে পৌঁছাবে কোহলিরা । সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি হবে টেবিলে 4 নম্বরে থাকা নিউজিল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়োজক ইংল্যান্ড ।

কিন্তু আজ ভারত যদি হারে বা অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে বদলে যাবে সেমিফাইনালের সমীকরণ । অস্ট্রেলিয়া জিতলে তারা রাউন্ড রবিন শেষ করবে শীর্ষে থেকে । সেমিতে তখন তাদের নামতে হবে 4 নম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । এদিকে দ্বিতীয় স্থানে থেকে ভারত মুখোমখি হবে ইংল্যান্ডের ।

শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটা হারানো সম্মান কিছুটা পুনরুদ্ধারের ম্যাচ । চলতি বিশ্বকাপে তাদের আর কিছু হারানোর নেই । ভারতকে হারাতে পারলে লঙ্কানরা সেমিতে পৌঁছানো দুই দলকে হারানোর তৃপ্তি নিয়ে দেশে ফিরতে পারবে । যদিও সেই সম্ভাবনা কম বলেই স্বীকার করেছেন খোদ লঙ্কা শিবিরের অভিজ্ঞ সেনা লসিথ মলিঙ্গা ।

নক আউট পর্বের আগে আজ শেষবার দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী । দলে কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । দীনেশ কার্তিকের বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা । বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সামিকে ।

বিশ্বকাপে এখনও পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী । তিনবার জিতেছে ভারত । এর মধ্যে রয়েছে 2011 বিশ্বকাপের ফাইনাল । 2011 সালের 3 এপ্রিল ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত । 4 বার জিতেছে শ্রীলঙ্কা। এর মধ্যে রয়েছে 1996 সালের বিশ্বকাপের বিতর্কিত সেমিফাইনাল । সেবার সেমিতে ইডেন গার্ডেন্সে দর্শকদের বিক্ষোভে খেলা বন্ধ হয়ে যায় । গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লঙ্কানরা।

ইংল্যান্ডে 1979 ও 1999 সালের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা । 1979 সালে ভারতকে তারা 47 রানে হারিয়েছিল । 1999 বিশ্বকাপে ভারত বদলা নিয়েছিল । 1999 সালের 26 মার্চ বিশ্বকাপের ম্যাচে টনটনে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্গা। এই ম্যাচে 183 করেছিলেন সৌরভ গাঙ্গুলি । রাহুল দ্রাবিড় করেছিলেন 145 । সৌরভ ও রাহুল দ্বিতীয় উইকেটে 318 রানের পার্টনারশিপ করেছিলেন । যা সেই সময়ের সেরা । এই ম্যাচে শ্রীলঙ্কাকে 157 রানে হারিয়ে দেয় ভারত ।

সাম্প্রতিক কালে ভারতের বিরুদ্ধে সময়টা ভাল যাচ্ছে না লঙ্কানদের। একটা সময় রণতুঙ্গা-জয়সূর্য-ডি সিলভারা ভারতকে বেশ বেগ দিতেন । তবে তা এখন অতীত । বর্তমানের অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা , করুণারত্নেরা ভারতের সামনে এলেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন । তার উপর রয়েছ হিটম্যান রোহিতের আতঙ্ক । তাদের বিরুদ্ধে দু-দুটো ডাবল সেঞ্চুরি করা রোহিতই লঙ্কানদের ত্রাস । 2014 সালের 13 নভেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান করেছিলেন । শ্রীলঙ্কা এই ম্যাচে করেছিল 251 । অর্থাৎ এই ম্যাচে শ্রীলঙ্কা রোহিতের কাছে 13 রানে ও ভারতের বিরুদ্ধে 153 রানে হেরেছিল ।

লিডস, 6 জুলাই : আজ বিশ্বকাপের "রাউন্ড লেগ"-এর শেষ ম্যাচে লিডসের হেডিংলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের সেমিফাইনাল যাওয়া পাকা হয়ে গিয়েছে, তবে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত । ফলে দুই দলের কাছে এই ম্যাচের গুরুত্ব দুই রকম ।

ভারত যদি আজ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তবে টেবল টপার হয়ে সেমিতে পৌঁছাবে কোহলিরা । সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি হবে টেবিলে 4 নম্বরে থাকা নিউজিল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়োজক ইংল্যান্ড ।

কিন্তু আজ ভারত যদি হারে বা অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে বদলে যাবে সেমিফাইনালের সমীকরণ । অস্ট্রেলিয়া জিতলে তারা রাউন্ড রবিন শেষ করবে শীর্ষে থেকে । সেমিতে তখন তাদের নামতে হবে 4 নম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । এদিকে দ্বিতীয় স্থানে থেকে ভারত মুখোমখি হবে ইংল্যান্ডের ।

শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটা হারানো সম্মান কিছুটা পুনরুদ্ধারের ম্যাচ । চলতি বিশ্বকাপে তাদের আর কিছু হারানোর নেই । ভারতকে হারাতে পারলে লঙ্কানরা সেমিতে পৌঁছানো দুই দলকে হারানোর তৃপ্তি নিয়ে দেশে ফিরতে পারবে । যদিও সেই সম্ভাবনা কম বলেই স্বীকার করেছেন খোদ লঙ্কা শিবিরের অভিজ্ঞ সেনা লসিথ মলিঙ্গা ।

নক আউট পর্বের আগে আজ শেষবার দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী । দলে কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । দীনেশ কার্তিকের বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা । বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সামিকে ।

বিশ্বকাপে এখনও পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী । তিনবার জিতেছে ভারত । এর মধ্যে রয়েছে 2011 বিশ্বকাপের ফাইনাল । 2011 সালের 3 এপ্রিল ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত । 4 বার জিতেছে শ্রীলঙ্কা। এর মধ্যে রয়েছে 1996 সালের বিশ্বকাপের বিতর্কিত সেমিফাইনাল । সেবার সেমিতে ইডেন গার্ডেন্সে দর্শকদের বিক্ষোভে খেলা বন্ধ হয়ে যায় । গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লঙ্কানরা।

ইংল্যান্ডে 1979 ও 1999 সালের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা । 1979 সালে ভারতকে তারা 47 রানে হারিয়েছিল । 1999 বিশ্বকাপে ভারত বদলা নিয়েছিল । 1999 সালের 26 মার্চ বিশ্বকাপের ম্যাচে টনটনে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্গা। এই ম্যাচে 183 করেছিলেন সৌরভ গাঙ্গুলি । রাহুল দ্রাবিড় করেছিলেন 145 । সৌরভ ও রাহুল দ্বিতীয় উইকেটে 318 রানের পার্টনারশিপ করেছিলেন । যা সেই সময়ের সেরা । এই ম্যাচে শ্রীলঙ্কাকে 157 রানে হারিয়ে দেয় ভারত ।

সাম্প্রতিক কালে ভারতের বিরুদ্ধে সময়টা ভাল যাচ্ছে না লঙ্কানদের। একটা সময় রণতুঙ্গা-জয়সূর্য-ডি সিলভারা ভারতকে বেশ বেগ দিতেন । তবে তা এখন অতীত । বর্তমানের অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা , করুণারত্নেরা ভারতের সামনে এলেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন । তার উপর রয়েছ হিটম্যান রোহিতের আতঙ্ক । তাদের বিরুদ্ধে দু-দুটো ডাবল সেঞ্চুরি করা রোহিতই লঙ্কানদের ত্রাস । 2014 সালের 13 নভেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান করেছিলেন । শ্রীলঙ্কা এই ম্যাচে করেছিল 251 । অর্থাৎ এই ম্যাচে শ্রীলঙ্কা রোহিতের কাছে 13 রানে ও ভারতের বিরুদ্ধে 153 রানে হেরেছিল ।

New Delhi, Jul 6 (ANI): You will be able to soon manually face tag in Google Photos thanks to an upcoming feature. In a direct feedback session on Twitter, Google Photos product lead David Lieb confirmed that the new feature to manually tag a face is on the roadmap, Android Police reports. In addition to manual face tagging, Google Photos is also planning to add search parameter and edit timestamps on mobile, delete option while browsing albums, and pet photo sharing to partner libraries.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.