ETV Bharat / sports

হিটম্যানের ব্যাটে ভর করে লর্ডসের ব্যালকনিতে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু কোহলিদের - ICC Cricket World Cup 2019

লোকেশ রাহুল ও রোহিত শর্মার জোড়া সেঞ্চুরির সৌজন্যে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল ভারত ।

বিরাট ও রোহিত
author img

By

Published : Jul 6, 2019, 11:45 PM IST

Updated : Jul 6, 2019, 11:52 PM IST

লিডস, 6 জুলাই : আশঙ্কা ছিল তাঁর ফর্ম নিয়ে । যোগ্যতা নিয়ে নয় । আর বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে সেই লোকেশ রাহুল বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া । শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু শতরানই করলেন না, সেমিফাইনালে ওঠা ভারতীয় দলের শেষ চিন্তার ভাঁজটাও মুছে দিলেন তিনি । আর তাঁর পার্টনারের কথা তো বলার দরকারই নেই । রোহিত হিটম্যান শর্মার স্বপ্নের বিশ্বকাপ যেন আরও স্বপ্নময় । শতরান করলেন । সঙ্গাকারার রেকর্ড ভাঙলেন । ঘারে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন সচিন রমেশ তেন্ডুলকরের । লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হেলায় হারানোই শুধু নয়, লন্ডনের মাঠে নামতে তারা যে প্রস্তুত, তাও স্পষ্ট হয়ে গেল ।

আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা । কিন্তু প্রথম থেকেই দিনটা ছিল টিম ইন্ডিয়ার । বল হাতে দাপট শুরু হল বুমরার । গোটা গ্যালারি তখন বুম বুম ধ্বনিতে ভরে গেছে । শ্রীলঙ্কার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তাই নয়, 10 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট নিজের খাতায় পুড়লেন । শততম উইকেটটি নিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা সিমারটি বুঝিয়ে দিলেন সেমিফাইনালে বিপক্ষের আতঙ্কের কারণ কেন তিনি ।

তবে কিছুটা হলেও আশঙ্কা থেকে গেল ভুবনেশ্বর কুমারের ফর্ম নিয়ে । চোট সারিয়ে ভুবি মাঠে ফিরেছেন ঠিকই, কিন্তু মনে খচখচানিটা থেকেই গেল । শ্রীলঙ্কার মতো কার্যত ক্লাবস্তরের ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে 10 ওভারে 73 রান দিয়ে কোহলির কপালে ভাঁজটা ফেলেই রাখলেন । আবার অধিনায়কের অতি পছন্দের কুলদীপও কিন্তু বেশ কিছুটা রান খরচ করলেন । সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচটিকে বেছেছিলেন বিরাট-শাস্ত্রীরা । দু-একটা পরিবর্তন এনেছিলেন । দেখে নিতে চেয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে । ভারতীয় বোলারদের কথা বলার ফাঁকে বলতেই হবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের কথা । শতরান করে দলের স্কোরকে ভদ্রতা দিয়েছেন তিনিই ।

Rohit Sharma
সেঞ্চুরি করে উচ্ছ্বাস রোহিত শর্মার

এবার বাকি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কারসাজি । প্রারম্ভিক জুটি নিয়ে অনেকেই ভ্রু কোঁচকাচ্ছিলেন এতদিন । সমালোচকরা লোকেশ রাহুলের উপস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন । আজকের ম্যাচটিকে সবকিছুর জবাব দেওয়ার জন্য বেছেছিলেন রাহুল । সেমিফাইনালের আগে রাহুলের 111 রানের ইনিংস কোহলিরদের বড় স্বস্তি দিল । আর রো-হিটকে নিয়ে কোনও কথাই হবে না । স্বপ্নের বিশ্বকাপে পঞ্চম শতরান এল তাঁর ব্যাট থেকে । শতরানের পর যেভাবে স্ত্রী ঋতিকার দিকে ব্যাট তুললেন তাতে বোঝা গেল সত্যিই চ্যালেঞ্জ জিতেছেন তিনি । সন্তানকে কোলে নিয়ে স্ত্রী ঋতিকাও উচ্ছ্বসিত । আর হবেন নাই বা কেন ? হিটম্যানের আগে তো কেবল লিটল মাস্টার । রোহিত পঞ্চম শতরান করলেন, বিশ্বরেকর্ড গড়লেন । আর রেকর্ড যার নামের সঙ্গে সমার্থক তিনিই বা পিছিয়ে থাকেন কেন ? সচিন-সৌরভের পর তৃতীয় ভারতীয় হিসেবে হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । তবে শেষ পর্বে এসে একটা খোঁচা থেকেই গেল । রান পেলেন না ঋষভ পন্থ ।

এই সংক্রান্ত আরও খবর : পঞ্চম শতরান রোহিতের, ছুঁলেন সচিনকে

এবার লক্ষ্য সেমিফাইনাল । সফল হতেই হবে তাঁদের । সেই যুদ্ধ জয়ের পর ফাইনাল । যেভাবে তাঁদের বিশ্বকাপের দৌড় চলছে তাতে লর্ডসের ব্যালকনিতে কপিলের উত্তরসূরিদের কাপ হাতে দেখা না গেলে সেটাই হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ।

Virat Kohli
ম্যাচ জিতে মুখে চওড়া হাসি বিরাটের

লিডস, 6 জুলাই : আশঙ্কা ছিল তাঁর ফর্ম নিয়ে । যোগ্যতা নিয়ে নয় । আর বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে সেই লোকেশ রাহুল বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া । শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু শতরানই করলেন না, সেমিফাইনালে ওঠা ভারতীয় দলের শেষ চিন্তার ভাঁজটাও মুছে দিলেন তিনি । আর তাঁর পার্টনারের কথা তো বলার দরকারই নেই । রোহিত হিটম্যান শর্মার স্বপ্নের বিশ্বকাপ যেন আরও স্বপ্নময় । শতরান করলেন । সঙ্গাকারার রেকর্ড ভাঙলেন । ঘারে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন সচিন রমেশ তেন্ডুলকরের । লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হেলায় হারানোই শুধু নয়, লন্ডনের মাঠে নামতে তারা যে প্রস্তুত, তাও স্পষ্ট হয়ে গেল ।

আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা । কিন্তু প্রথম থেকেই দিনটা ছিল টিম ইন্ডিয়ার । বল হাতে দাপট শুরু হল বুমরার । গোটা গ্যালারি তখন বুম বুম ধ্বনিতে ভরে গেছে । শ্রীলঙ্কার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তাই নয়, 10 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট নিজের খাতায় পুড়লেন । শততম উইকেটটি নিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা সিমারটি বুঝিয়ে দিলেন সেমিফাইনালে বিপক্ষের আতঙ্কের কারণ কেন তিনি ।

তবে কিছুটা হলেও আশঙ্কা থেকে গেল ভুবনেশ্বর কুমারের ফর্ম নিয়ে । চোট সারিয়ে ভুবি মাঠে ফিরেছেন ঠিকই, কিন্তু মনে খচখচানিটা থেকেই গেল । শ্রীলঙ্কার মতো কার্যত ক্লাবস্তরের ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে 10 ওভারে 73 রান দিয়ে কোহলির কপালে ভাঁজটা ফেলেই রাখলেন । আবার অধিনায়কের অতি পছন্দের কুলদীপও কিন্তু বেশ কিছুটা রান খরচ করলেন । সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচটিকে বেছেছিলেন বিরাট-শাস্ত্রীরা । দু-একটা পরিবর্তন এনেছিলেন । দেখে নিতে চেয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে । ভারতীয় বোলারদের কথা বলার ফাঁকে বলতেই হবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের কথা । শতরান করে দলের স্কোরকে ভদ্রতা দিয়েছেন তিনিই ।

Rohit Sharma
সেঞ্চুরি করে উচ্ছ্বাস রোহিত শর্মার

এবার বাকি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কারসাজি । প্রারম্ভিক জুটি নিয়ে অনেকেই ভ্রু কোঁচকাচ্ছিলেন এতদিন । সমালোচকরা লোকেশ রাহুলের উপস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন । আজকের ম্যাচটিকে সবকিছুর জবাব দেওয়ার জন্য বেছেছিলেন রাহুল । সেমিফাইনালের আগে রাহুলের 111 রানের ইনিংস কোহলিরদের বড় স্বস্তি দিল । আর রো-হিটকে নিয়ে কোনও কথাই হবে না । স্বপ্নের বিশ্বকাপে পঞ্চম শতরান এল তাঁর ব্যাট থেকে । শতরানের পর যেভাবে স্ত্রী ঋতিকার দিকে ব্যাট তুললেন তাতে বোঝা গেল সত্যিই চ্যালেঞ্জ জিতেছেন তিনি । সন্তানকে কোলে নিয়ে স্ত্রী ঋতিকাও উচ্ছ্বসিত । আর হবেন নাই বা কেন ? হিটম্যানের আগে তো কেবল লিটল মাস্টার । রোহিত পঞ্চম শতরান করলেন, বিশ্বরেকর্ড গড়লেন । আর রেকর্ড যার নামের সঙ্গে সমার্থক তিনিই বা পিছিয়ে থাকেন কেন ? সচিন-সৌরভের পর তৃতীয় ভারতীয় হিসেবে হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । তবে শেষ পর্বে এসে একটা খোঁচা থেকেই গেল । রান পেলেন না ঋষভ পন্থ ।

এই সংক্রান্ত আরও খবর : পঞ্চম শতরান রোহিতের, ছুঁলেন সচিনকে

এবার লক্ষ্য সেমিফাইনাল । সফল হতেই হবে তাঁদের । সেই যুদ্ধ জয়ের পর ফাইনাল । যেভাবে তাঁদের বিশ্বকাপের দৌড় চলছে তাতে লর্ডসের ব্যালকনিতে কপিলের উত্তরসূরিদের কাপ হাতে দেখা না গেলে সেটাই হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ।

Virat Kohli
ম্যাচ জিতে মুখে চওড়া হাসি বিরাটের
Bengaluru, Jul 06 (ANI): Rebel MLAs of Karnataka Congress and JD(S) arrived at Hindustan Aeronautics Limited (HAL) airport in Bengaluru. They will fly to Goa on a special flight. At least 11 Congress and JD(S) MLAs have submitted their resignation as legislators before Karnataka Assembly Speaker today. The resignations, however, have not been approved yet as Speaker Ramesh Kumar were not present in the office.
Last Updated : Jul 6, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.