ETV Bharat / sports

বিশ্বকাপে সাতে সাত, ফের চুরমার পাকিস্তান

author img

By

Published : Jun 16, 2019, 2:39 PM IST

Updated : Jun 17, 2019, 12:04 AM IST

সাতে সাত । ফের একবার বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারতীয় দল । ধরে রাখল অপরাজিত তকমা ।

বিরাট

ম্যানচেস্টার, 16 জুন : সাতে সাত । ফের একবার বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারতীয় দল । ধরে রাখল অপরাজিত তকমা ।

পরিসংখ্যান বলছে, দু'দেশের মুখোমুখি লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে পাকিস্তান । কিন্তু, ICC আয়োজিত কোনও প্রতিযোগিতায় বারবার ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান । এদিনও তার অন্যথা হল না ।

এই সংক্রান্ত আরও খবর : সচিনকে টপকে রেকর্ড বিরাটের !

আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।

এই সংক্রান্ত আরও খবর : আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট !

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান । বিশ্বকাপের অভিষেকে প্রথম বলেই উইকেট নেন বিজয় শংকর । এদিন, তিনি শিখর ধাওয়ানের জায়গায় দলে সুযোগ পান । তাঁর পারফরমেন্স বেশ নজর কেড়েছে । এদিকে, দ্বিতীয় উইকেট ফেলতে কালঘাম ছুটে যায় ভারতীয় বোলারদের । ক্রিজ়ে জমে যান ফাকহার জ়ামান (62) ও বাবর আজ়ম (48) । 24 ওভারের মাথায় আজ়মকে ফেরান কুলদীপ । 26 ওভারে কুলদীপের বলেই ফেরেন জ়ামান । তখন পাকিস্তানের স্কোর 126 । এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নেন পান্ডিয়া । তিনি ফেরান মহম্মদ হাফিজ় ও শোয়েব মালিককে । 165 রানে 6 উইকেট হারায় পাকিস্তান । বিজয়ের বলে আউট হন সরফরাজ় । পরে বৃষ্টি শুরু হয় । খেলা শুরু হয় প্রায় আধণ্টা পর । পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 40 ওভারে 302 । শেষপর্যন্ত 212 তুলতে সক্ষম হয় তারা । ভারত জয় পায় 89 রানে ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যানচেস্টারে হিটম্যান শো, দুরন্ত সেঞ্চুরি রোহিতের

বিশ্বকাপের 4 ম্যাচের মধ্যে তিনটিতেই জিতল ভারত । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিরাট-রোহিতে উঠল ঝড়, বেলাইন পাকিস্তান বোলাররা

ম্যানচেস্টার, 16 জুন : সাতে সাত । ফের একবার বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারতীয় দল । ধরে রাখল অপরাজিত তকমা ।

পরিসংখ্যান বলছে, দু'দেশের মুখোমুখি লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে পাকিস্তান । কিন্তু, ICC আয়োজিত কোনও প্রতিযোগিতায় বারবার ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান । এদিনও তার অন্যথা হল না ।

এই সংক্রান্ত আরও খবর : সচিনকে টপকে রেকর্ড বিরাটের !

আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।

এই সংক্রান্ত আরও খবর : আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট !

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান । বিশ্বকাপের অভিষেকে প্রথম বলেই উইকেট নেন বিজয় শংকর । এদিন, তিনি শিখর ধাওয়ানের জায়গায় দলে সুযোগ পান । তাঁর পারফরমেন্স বেশ নজর কেড়েছে । এদিকে, দ্বিতীয় উইকেট ফেলতে কালঘাম ছুটে যায় ভারতীয় বোলারদের । ক্রিজ়ে জমে যান ফাকহার জ়ামান (62) ও বাবর আজ়ম (48) । 24 ওভারের মাথায় আজ়মকে ফেরান কুলদীপ । 26 ওভারে কুলদীপের বলেই ফেরেন জ়ামান । তখন পাকিস্তানের স্কোর 126 । এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নেন পান্ডিয়া । তিনি ফেরান মহম্মদ হাফিজ় ও শোয়েব মালিককে । 165 রানে 6 উইকেট হারায় পাকিস্তান । বিজয়ের বলে আউট হন সরফরাজ় । পরে বৃষ্টি শুরু হয় । খেলা শুরু হয় প্রায় আধণ্টা পর । পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 40 ওভারে 302 । শেষপর্যন্ত 212 তুলতে সক্ষম হয় তারা । ভারত জয় পায় 89 রানে ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যানচেস্টারে হিটম্যান শো, দুরন্ত সেঞ্চুরি রোহিতের

বিশ্বকাপের 4 ম্যাচের মধ্যে তিনটিতেই জিতল ভারত । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিরাট-রোহিতে উঠল ঝড়, বেলাইন পাকিস্তান বোলাররা

sample description
Last Updated : Jun 17, 2019, 12:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.