ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : বিশ্বকাপে ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে । তাই এবারের বিশ্বকাপে আগামীকালই দুই দলের প্রথম সাক্ষাৎ । তবে এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি । আগামীকালের ম্যাচের সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে । এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তবে কী হবে ?
গ্রুপ পর্বে কোনও ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হত । তবে সেমিফাইনাল ম্যাচের রেজ়াল্ট তো হতেই হবে । সেই কারণেই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজ়ার্ভ ডে রাখা হয়েছে । একান্তই যদি মঙ্গলবার খেলা ভেস্তে যায়, তাহলে রিজ়ার্ভ ডে অর্থাত্ বুধবার ফের হতে পারে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ । রিজ়ার্ভ ডে-তেও যদি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় তা হলে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা ভারত চলে যাবে ফাইনালে ।
আগামীকাল ভারত বনাম নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সাড়ে দশটায় । তবে চিন্তার ভাঁজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘিরে । পূর্বাভাস অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সকাল দশটা নাগাদ ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50 শতাংশ । তারপরও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওল্ড ট্রাফোর্ডে ।