ETV Bharat / sports

বৃষ্টির ভ্রূকুটি, ভারত-নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে কে ?

author img

By

Published : Jul 8, 2019, 5:45 PM IST

পূর্বাভাস অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সকাল দশটা নাগাদ ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50 শতাংশ । একান্তই যদি মঙ্গলবার খেলা ভেস্তে যায়, তাহলে রিজ়ার্ভ ডে অর্থাত্‍ বুধবার ফের হতে পারে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ ।

ভারত-নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে কে ?

ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : বিশ্বকাপে ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে । তাই এবারের বিশ্বকাপে আগামীকালই দুই দলের প্রথম সাক্ষাৎ । তবে এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি । আগামীকালের ম্যাচের সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে । এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তবে কী হবে ?

গ্রুপ পর্বে কোনও ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হত । তবে সেমিফাইনাল ম্যাচের রেজ়াল্ট তো হতেই হবে । সেই কারণেই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজ়ার্ভ ডে রাখা হয়েছে । একান্তই যদি মঙ্গলবার খেলা ভেস্তে যায়, তাহলে রিজ়ার্ভ ডে অর্থাত্‍ বুধবার ফের হতে পারে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ । রিজ়ার্ভ ডে-তেও যদি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় তা হলে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা ভারত চলে যাবে ফাইনালে ।

আগামীকাল ভারত বনাম নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সাড়ে দশটায় । তবে চিন্তার ভাঁজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘিরে । পূর্বাভাস অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সকাল দশটা নাগাদ ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50 শতাংশ । তারপরও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওল্ড ট্রাফোর্ডে ।

ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : বিশ্বকাপে ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে । তাই এবারের বিশ্বকাপে আগামীকালই দুই দলের প্রথম সাক্ষাৎ । তবে এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি । আগামীকালের ম্যাচের সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে । এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তবে কী হবে ?

গ্রুপ পর্বে কোনও ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হত । তবে সেমিফাইনাল ম্যাচের রেজ়াল্ট তো হতেই হবে । সেই কারণেই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজ়ার্ভ ডে রাখা হয়েছে । একান্তই যদি মঙ্গলবার খেলা ভেস্তে যায়, তাহলে রিজ়ার্ভ ডে অর্থাত্‍ বুধবার ফের হতে পারে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ । রিজ়ার্ভ ডে-তেও যদি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় তা হলে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা ভারত চলে যাবে ফাইনালে ।

আগামীকাল ভারত বনাম নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সাড়ে দশটায় । তবে চিন্তার ভাঁজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘিরে । পূর্বাভাস অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সকাল দশটা নাগাদ ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50 শতাংশ । তারপরও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওল্ড ট্রাফোর্ডে ।


Mumbai, July 08 (ANI): Bollywood actor Kangana Ranaut along with Rajkummar Rao and producer Ekta Kapoor reached for song launch of 'Judgementall Hai Kya'. During press conference, she opened up on Zaira Wasim's exit from Bollywood. Ranaut said, "It should make you fulfill your life and if you think your life is already fulfilled, there's plenty of work around you. Try and help your family and friends. River Kaveri is drying up. There's so much to do. So work and try and fulfill the environment around you. The essential fundamental requirement of any religion is to empower you."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.