ETV Bharat / sports

চ্যাম্পিয়নের মতোই শুরু, ওয়ার্নার-ফিঞ্চের দাপটে পর্যুদস্ত আফগানিস্তান - Finch

চ্যাম্পিয়নের মতোই শুরু করল অস্ট্রেলিয়া । প্রথম ম্যাচেই 7 উইকেটে হারাল আফগানিস্তানকে । 208 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 15 ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অজ়িরা ।

ওয়ার্নার
author img

By

Published : Jun 2, 2019, 1:57 AM IST

ব্রিস্টল, 2 জুন : চ্যাম্পিয়নের মতোই শুরু করল অস্ট্রেলিয়া । প্রথম ম্যাচেই 7 উইকেটে হারাল আফগানিস্তানকে । 208 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 15 ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অজ়িরা ।

2015-তে নিউজ়িল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ ঘরে আনে অস্ট্রেলিয়া । এবারও ইংল্যান্ডের মাটিতে অন্যতম ফেবারিট তারা । দলে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ম্যাক্সওয়েলের মতো একাধিক তারকা ক্রিকেটার । বোলিং বিভাগও নেহাত খারাপ নয় । স্টার্ক, কামিন্স, কুল্টার-নিলের বোলিং বিপক্ষকে কাঁপুনি ধরাতে বাধ্য । তবে, স্পিন বিভাগে অ্যাডাম জ়াম্পা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে । এদিন তিনি 3 উইকেট নিলেও অনেক রান দিয়েছেন । যা চিন্তায় রাখছে অজ়ি শিবিরকে ।

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নবি । শুরুটা ভালো হয়নি । প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন মহম্মদ শাহজ়াদ । স্টার্কের বলে বোল্ড হন । 5 রানের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন হয় । ফেরেন জ়াজ়াই । এরপর আশা-যাওয়ার পালা চলতেই থাকে । মাঝে স্লো ব্যাটিংয়ে আরও চাপে পড়ে আফগান দল । বলার মতো স্কোর করেন, নাজ়িবুল্লা জ়ারদান (51) ও রেহমত শাহ (43) । শেষদিকে রশিদ খান (27) চালিয়ে খেলে দলের স্কোর 200 টপকান । শেষপর্যন্ত 38.2 ওভারেই যবনিকা নেমে আসে আফগানিস্তান ইনিংসের । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 3টি, জ়াম্পা 3টি, স্টোয়নস 2টি ও স্টার্ক 1টি উইকেট দখল করেন ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় অজ়িদের । অধিনায়ক ফিঞ্চ মাত্র 49 বলে 66 রান করে আউট হন । ওয়ার্নার 89 রান করে অপরাজিত থাকেন । ব্যর্থ খোয়াজ়া (15) ও স্টিভ স্মিথ (18) । তাও চাপে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে । 91 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা ।

রশিদ খানের উপর বাজি ধরেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । কিন্তু, বল হাতে এদিন তিনি ব্যর্থ । 8 ওভারে 52 রান দিয়ে মাত্র 1টি উইকেট দখল করেন । ব্যর্থ তরুণ তুর্কি মুজিব উর রহমানও । 4 ওভারে 45 রান দেন । দখল করেন স্টিভ স্মিথের উইকেট । ফিঞ্চের উইকেটটি নেন গুলবাদিন নায়েব ।

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের সৌজন্যে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার ।

ব্রিস্টল, 2 জুন : চ্যাম্পিয়নের মতোই শুরু করল অস্ট্রেলিয়া । প্রথম ম্যাচেই 7 উইকেটে হারাল আফগানিস্তানকে । 208 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 15 ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অজ়িরা ।

2015-তে নিউজ়িল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ ঘরে আনে অস্ট্রেলিয়া । এবারও ইংল্যান্ডের মাটিতে অন্যতম ফেবারিট তারা । দলে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ম্যাক্সওয়েলের মতো একাধিক তারকা ক্রিকেটার । বোলিং বিভাগও নেহাত খারাপ নয় । স্টার্ক, কামিন্স, কুল্টার-নিলের বোলিং বিপক্ষকে কাঁপুনি ধরাতে বাধ্য । তবে, স্পিন বিভাগে অ্যাডাম জ়াম্পা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে । এদিন তিনি 3 উইকেট নিলেও অনেক রান দিয়েছেন । যা চিন্তায় রাখছে অজ়ি শিবিরকে ।

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নবি । শুরুটা ভালো হয়নি । প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন মহম্মদ শাহজ়াদ । স্টার্কের বলে বোল্ড হন । 5 রানের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন হয় । ফেরেন জ়াজ়াই । এরপর আশা-যাওয়ার পালা চলতেই থাকে । মাঝে স্লো ব্যাটিংয়ে আরও চাপে পড়ে আফগান দল । বলার মতো স্কোর করেন, নাজ়িবুল্লা জ়ারদান (51) ও রেহমত শাহ (43) । শেষদিকে রশিদ খান (27) চালিয়ে খেলে দলের স্কোর 200 টপকান । শেষপর্যন্ত 38.2 ওভারেই যবনিকা নেমে আসে আফগানিস্তান ইনিংসের । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 3টি, জ়াম্পা 3টি, স্টোয়নস 2টি ও স্টার্ক 1টি উইকেট দখল করেন ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় অজ়িদের । অধিনায়ক ফিঞ্চ মাত্র 49 বলে 66 রান করে আউট হন । ওয়ার্নার 89 রান করে অপরাজিত থাকেন । ব্যর্থ খোয়াজ়া (15) ও স্টিভ স্মিথ (18) । তাও চাপে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে । 91 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা ।

রশিদ খানের উপর বাজি ধরেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । কিন্তু, বল হাতে এদিন তিনি ব্যর্থ । 8 ওভারে 52 রান দিয়ে মাত্র 1টি উইকেট দখল করেন । ব্যর্থ তরুণ তুর্কি মুজিব উর রহমানও । 4 ওভারে 45 রান দেন । দখল করেন স্টিভ স্মিথের উইকেট । ফিঞ্চের উইকেটটি নেন গুলবাদিন নায়েব ।

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের সৌজন্যে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার ।


New Delhi, June 01 (ANI): Amid rising outrage against 'imposition' of Hindi language in non- Hindi speaking states, Human Resource Development Minister Ramesh Pokhriyal clarified about the 3-language system in draft policy in schools. HRD Minister Ramesh Pokhriyal Said," It's a misunderstanding that it has become a policy, it's just a draft for now. Committee has submitted its report to ministry; we are just taking public feedback."He further added, "No language will be imposed on any state".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.