ওভাল, 2 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের । দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারাল তারা । ম্যাচের সেরা শাকিব আল হাসান ।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ডু প্লেসি । ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ । তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটি তোলে 60 রান । এরপর 75 রানের মধ্যে 2 উইকেট হারায় বাংলাদেশ । এরপর ম্যাচের রাশ ধরেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম । তৃতীয় উইকেটে ওঠে 142 রান । সাকিব করেন 75 রান । মুশফিকুর রহিম করেন 78 রান । 50 ওভার শেষে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 330 রান তোলে । দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ইমরান তাহির । তিনি সাকিব ও মুশফিকুরের পার্টনারশিপ ভাঙেন ।
জবাবে ব্যাট করতে নেমে ডু প্লেসি বাদে কেউ অর্ধ শতরান করতে পারেনি । 41 ও 45 রান করেন যথাক্রমে ভান ডার ডুস্সেন ও ডুমিনি । বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান । 2 টি উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন । একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও শাকিব আল হাসান । শাকিবদের দাপটে 309 রানেই আটকে যায় ডু প্লেসিদের ইনিংস ।
এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচেই হারল দক্ষিণ আফ্রিকা ।
-
A famous victory for Bangladesh!
— Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
But we shouldn't be surprised, according to @irbishi. pic.twitter.com/xszk73bLaL
">A famous victory for Bangladesh!
— Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019
But we shouldn't be surprised, according to @irbishi. pic.twitter.com/xszk73bLaLA famous victory for Bangladesh!
— Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019
But we shouldn't be surprised, according to @irbishi. pic.twitter.com/xszk73bLaL