ETV Bharat / sports

শাকিব-মুশফিকুরের যুগলবন্দী, প্রোটিয়া বধ বাংলাদেশের

শাকিব মুখফিকুরের পার্টনারশিপে থেকে আসে 142 রান । বল হাতে 3 উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান ।

1
author img

By

Published : Jun 2, 2019, 11:36 PM IST

ওভাল, 2 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের । দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারাল তারা । ম্যাচের সেরা শাকিব আল হাসান ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ডু প্লেসি । ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ । তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটি তোলে 60 রান । এরপর 75 রানের মধ্যে 2 উইকেট হারায় বাংলাদেশ । এরপর ম্যাচের রাশ ধরেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম । তৃতীয় উইকেটে ওঠে 142 রান । সাকিব করেন 75 রান । মুশফিকুর রহিম করেন 78 রান । 50 ওভার শেষে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 330 রান তোলে । দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ইমরান তাহির । তিনি সাকিব ও মুশফিকুরের পার্টনারশিপ ভাঙেন ।

1
তিনটি উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান

জবাবে ব্যাট করতে নেমে ডু প্লেসি বাদে কেউ অর্ধ শতরান করতে পারেনি । 41 ও 45 রান করেন যথাক্রমে ভান ডার ডুস্সেন ও ডুমিনি । বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান । 2 টি উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন । একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও শাকিব আল হাসান । শাকিবদের দাপটে 309 রানেই আটকে যায় ডু প্লেসিদের ইনিংস ।

এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচেই হারল দক্ষিণ আফ্রিকা ।

ওভাল, 2 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের । দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারাল তারা । ম্যাচের সেরা শাকিব আল হাসান ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ডু প্লেসি । ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ । তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটি তোলে 60 রান । এরপর 75 রানের মধ্যে 2 উইকেট হারায় বাংলাদেশ । এরপর ম্যাচের রাশ ধরেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম । তৃতীয় উইকেটে ওঠে 142 রান । সাকিব করেন 75 রান । মুশফিকুর রহিম করেন 78 রান । 50 ওভার শেষে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 330 রান তোলে । দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ইমরান তাহির । তিনি সাকিব ও মুশফিকুরের পার্টনারশিপ ভাঙেন ।

1
তিনটি উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান

জবাবে ব্যাট করতে নেমে ডু প্লেসি বাদে কেউ অর্ধ শতরান করতে পারেনি । 41 ও 45 রান করেন যথাক্রমে ভান ডার ডুস্সেন ও ডুমিনি । বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুস্তাফিজ়ুর রহমান । 2 টি উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন । একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও শাকিব আল হাসান । শাকিবদের দাপটে 309 রানেই আটকে যায় ডু প্লেসিদের ইনিংস ।

এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচেই হারল দক্ষিণ আফ্রিকা ।

Pahalgam (JandK), June 02 (ANI): A local guide died saving five tourists, including two foreigners, when a boat capsized during rafting in tourist hotspot Pahalgam in south Kashmir's Anantnag district on Friday. Rouf Ahmed Dar managed to save all the passengers but went missing in the aftermath. The body was handed over to his relatives after completion of medico-legal formalities."He was the only earning member of his family," one of the neighbours of the deceased told ANI.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.