ETV Bharat / sports

পাকিস্তানের উপর আরও একটা স্ট্রাইক, রেজ়াল্ট একই : টুইট অমিত শাহর

বিশ্বকাপটা যেন এসেই গেছে । আসলে পাকিস্তানকে হারানোর মজাই আলাদা । চিরশত্রু বা চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যাই বলা যাক না কেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ।

amit
author img

By

Published : Jun 17, 2019, 10:16 AM IST

দিল্লি, 17 জুন : বিশ্বকাপটা যেন এসেই গেছে । আসলে পাকিস্তানকে হারানোর মজাই আলাদা । চিরশত্রু বা চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যাই বলা যাক না কেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা । আর এই ম্যাচ জিতলে অর্ধেক প্রতিযোগিতাই যেন জেতা হয়ে যায় ।

গতকাল ফাদার্স ডের দিন পাকিস্তানকে 89 রানে হারিয়েছে ভারত । এরপরই শুভেচ্ছাবার্তায় ভেসে গেছেন কোহলিরা । টুইটে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহও । তাঁর পোস্ট যেন একটু বেশি মন কেড়েছে নেটিজেনদের । অমিত শাহ পোস্ট করেন, 'পাকিস্তারের উপর আরও একটা স্ট্রাইক । রেজ়াল্ট একই । দুর্দান্ত পারফরমেন্সের জন্য গোটা দলকে শুভেচ্ছা । প্রত্যেক ভারতীয় আপনাদের পারফরমেন্সে গর্বিত । সবাই এই জয়ের জন্য উচ্ছ্বসিত ।'

  • Another strike on Pakistan by #TeamIndia and the result is same.

    Congratulations to the entire team for this superb performance.

    Every Indian is feeling proud and celebrating this impressive win. #INDvPAK pic.twitter.com/XDGuG3OiyK

    — Amit Shah (@AmitShah) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের জয়ের পর টুইট করেন রাজনাথ সিংও । তাঁর পোস্ট, 'পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শুভেচ্ছা । গোটা দল দুরন্ত পারফরমেন্স করেছে ।'

  • Congratulations to Indian cricket team for winning the match against Pakistan in #CWC2019. The Indian team played an amazing game of cricket for this victory.

    We are all proud of Team India.

    — Rajnath Singh (@rajnathsingh) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালের ম্যাচে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।

  • Congrats to #IndianCricketTeam for a terrific performance & making the country proud. Pakistan lost but they surely made twitter more entertaining with their self deprecating humour.

    — Mehbooba Mufti (@MehboobaMufti) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 17 জুন : বিশ্বকাপটা যেন এসেই গেছে । আসলে পাকিস্তানকে হারানোর মজাই আলাদা । চিরশত্রু বা চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যাই বলা যাক না কেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা । আর এই ম্যাচ জিতলে অর্ধেক প্রতিযোগিতাই যেন জেতা হয়ে যায় ।

গতকাল ফাদার্স ডের দিন পাকিস্তানকে 89 রানে হারিয়েছে ভারত । এরপরই শুভেচ্ছাবার্তায় ভেসে গেছেন কোহলিরা । টুইটে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহও । তাঁর পোস্ট যেন একটু বেশি মন কেড়েছে নেটিজেনদের । অমিত শাহ পোস্ট করেন, 'পাকিস্তারের উপর আরও একটা স্ট্রাইক । রেজ়াল্ট একই । দুর্দান্ত পারফরমেন্সের জন্য গোটা দলকে শুভেচ্ছা । প্রত্যেক ভারতীয় আপনাদের পারফরমেন্সে গর্বিত । সবাই এই জয়ের জন্য উচ্ছ্বসিত ।'

  • Another strike on Pakistan by #TeamIndia and the result is same.

    Congratulations to the entire team for this superb performance.

    Every Indian is feeling proud and celebrating this impressive win. #INDvPAK pic.twitter.com/XDGuG3OiyK

    — Amit Shah (@AmitShah) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের জয়ের পর টুইট করেন রাজনাথ সিংও । তাঁর পোস্ট, 'পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শুভেচ্ছা । গোটা দল দুরন্ত পারফরমেন্স করেছে ।'

  • Congratulations to Indian cricket team for winning the match against Pakistan in #CWC2019. The Indian team played an amazing game of cricket for this victory.

    We are all proud of Team India.

    — Rajnath Singh (@rajnathsingh) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালের ম্যাচে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।

  • Congrats to #IndianCricketTeam for a terrific performance & making the country proud. Pakistan lost but they surely made twitter more entertaining with their self deprecating humour.

    — Mehbooba Mufti (@MehboobaMufti) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Ambedkar Nagar (UP), May 01 (ANI): Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath addressed a public rally in Uttar Pradesh's Ambedkar Nagar on Wednesday. He said, "Do you remember the time, when 5 years ago, PM Narendra Modi was appointed as the candidate for the prime minister? At that time, Modi ji said that if our government comes in power, will do development for all and won't discriminate anyone. But also, will not please anybody. In these 5 years, BJP government under the leadership of Prime Minister Narendra Modi, has done unprecedented work in each field and after the independence, this is the first time we're seeing such developments."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.