লন্ডন , 6 জুলাই : আগেই ঘোষণা করেছিলেন 2019 বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর অবসর নেবেন । সেই মতই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক । বাংলাদেশ ম্যাচর পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি ।
আপাতত T-২০ ক্রিকেটে মনোযোগ দিতে চান পাক অলরাউন্ডার। সেই সঙ্গে পরিবারের সঙ্গে এবার অনেকটাই সময় কাটাতে পারবেন বলে জানান তিনি । পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই দাপিয়ে খেলেছেন শোয়েব । 35 টেস্ট , 287 টি একদিনের ম্যাচ ও 111 টি T-২০ ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন ।
একদিনের ফরম্যাটে 7534 রান করার পাশাপাশি 158 টি উইকেটও নিয়েছেন শোয়েব । 38 বছরের শোয়েবের অবসরের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটের এক বর্ণময় অধ্যায় । বিংশ শতকে অভিষেক হওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন শেষ প্রতিনিধি ।