ETV Bharat / sports

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক - world cup

38 বছরের শোয়েবের অবসরের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটের এক বর্ণময় অধ্যায় । বিংশ শতকে অভিষেক হওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন শেষ প্রতিনিধি ।

শোয়েব মালিক
author img

By

Published : Jul 6, 2019, 12:41 PM IST

লন্ডন , 6 জুলাই : আগেই ঘোষণা করেছিলেন 2019 বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর অবসর নেবেন । সেই মতই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক । বাংলাদেশ ম্যাচর পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি ।

আপাতত T-২০ ক্রিকেটে মনোযোগ দিতে চান পাক অলরাউন্ডার। সেই সঙ্গে পরিবারের সঙ্গে এবার অনেকটাই সময় কাটাতে পারবেন বলে জানান তিনি । পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই দাপিয়ে খেলেছেন শোয়েব । 35 টেস্ট , 287 টি একদিনের ম্যাচ ও 111 টি T-২০ ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন ।

একদিনের ফরম্যাটে 7534 রান করার পাশাপাশি 158 টি উইকেটও নিয়েছেন শোয়েব । 38 বছরের শোয়েবের অবসরের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটের এক বর্ণময় অধ্যায় । বিংশ শতকে অভিষেক হওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন শেষ প্রতিনিধি ।

লন্ডন , 6 জুলাই : আগেই ঘোষণা করেছিলেন 2019 বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর অবসর নেবেন । সেই মতই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক । বাংলাদেশ ম্যাচর পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি ।

আপাতত T-২০ ক্রিকেটে মনোযোগ দিতে চান পাক অলরাউন্ডার। সেই সঙ্গে পরিবারের সঙ্গে এবার অনেকটাই সময় কাটাতে পারবেন বলে জানান তিনি । পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই দাপিয়ে খেলেছেন শোয়েব । 35 টেস্ট , 287 টি একদিনের ম্যাচ ও 111 টি T-২০ ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন ।

একদিনের ফরম্যাটে 7534 রান করার পাশাপাশি 158 টি উইকেটও নিয়েছেন শোয়েব । 38 বছরের শোয়েবের অবসরের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটের এক বর্ণময় অধ্যায় । বিংশ শতকে অভিষেক হওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন শেষ প্রতিনিধি ।

Dharamshala (Himachal Pradesh), July 06 (ANI): Spiritual leader Dalai Lama attended a long life prayer ceremony organised for him by the former staff members of the Tibetan government in-exile at Buddhist temple Tsuglagkhang here on Friday, ahead of his 84th birthday. Led by the monks of Namgyal Monastery, the prayer ceremony was attended by around 3000 Tibetans including nuns, schools students, monks, and foreign nationals. "This long life prayer ceremony has been organised by all the retired CTA (Central Tibetan Administration) officers who have been working here since 1959," said professor Samdhong Rinpoche, former Prime Minister-in-exile. "About three hundred people (of the CTA) have organised this prayer for his holiness the Dalai Lama. Some of them are aged above 90 or even 100" he added. His Holiness says that he will certainly live for more than a hundred years." Dalai Lama turned 84. The spiritual leader has exiled himself in India ever since the rebellion against the Chinese rule in 1959. A Noble Peace Prize winner, Dalai Lama is known for his messages of unity and compassion
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.