ETV Bharat / sports

আফ্রিদির পাশে দাঁড়ানোয় সমালোচনার মুখে যুবি-ভাজ্জি - Pakistan's Coronavirus Campaign

আফ্রিদির পাশে দাঁড়ানোর বার্তা দেন হরভজন সিং এবং যুবরাজ সিং । যদিও যুবি-ভাজ্জির এই পাকিস্তান প্রীতি মোটেও ভাল চোখে দেখছেন না এদেশের মানুষেরা ।

author img

By

Published : Apr 1, 2020, 8:51 PM IST

Updated : Apr 1, 2020, 11:58 PM IST

মুম্বই, 1 এপ্রিল: কোরোনা মোকাবিলায় সাহায্যের আবেদন করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি । ক্রিকেট জগতের তারকারা সেই আবেদনে সাড়া দিয়েছেন । সেইমতো আফ্রিদির পাশে দাঁড়ানোর বার্তা দেন হরভজন সিং এবং যুবরাজ সিং । যদিও যুবি-ভাজ্জির এই পাকিস্তান প্রীতি মোটেও ভাল চোখে দেখছেন না এদেশের মানুষেরা । সোশাল মিডিয়ায় রীতিমতো নেটিজেনদের রোষের মুখে পড়েছেন দুই পঞ্জাব পুত্র ।

একটি ভিডিয়ো বার্তায় কোরোনা মোকাবিলায় ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন জানান হরভজন । দুটি দেশেরই ক্রিকেটারদের কাছে সমান আবেদন করেন তিনি । অন্যদিকে টুইটে যুবরাজ লেখেন, “খুব কঠিন সময় । এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে ।“ আফ্রিদিও দুজনকে ধন্যবাদ জানান । এতেই খেপে যায় নেটিজেনরা ।

হরভজন সিংয়ের এক অনুরাগী লেখেন, "আপনার কি বুদ্ধিশুদ্ধি নেই ? সরি, আজ শ্রদ্ধা হারালেন ।" একই সঙ্গে ট্রোল করা হয় যুবরাজকেও । জবাবে যুবি লেখেন, "আমি সত্যিই বুঝতে পারি না কীভাবে একটি সাহায্যের আর্জি এভাবে মানুষকে আলোড়িত করতে পারে । আমি কারওর অনুভূতিতে আঘাত করতে চাইনি । আমি একজন ভারতীয়, এবং সবসময় মানবতার সঙ্গে থাকব ।"

মুম্বই, 1 এপ্রিল: কোরোনা মোকাবিলায় সাহায্যের আবেদন করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি । ক্রিকেট জগতের তারকারা সেই আবেদনে সাড়া দিয়েছেন । সেইমতো আফ্রিদির পাশে দাঁড়ানোর বার্তা দেন হরভজন সিং এবং যুবরাজ সিং । যদিও যুবি-ভাজ্জির এই পাকিস্তান প্রীতি মোটেও ভাল চোখে দেখছেন না এদেশের মানুষেরা । সোশাল মিডিয়ায় রীতিমতো নেটিজেনদের রোষের মুখে পড়েছেন দুই পঞ্জাব পুত্র ।

একটি ভিডিয়ো বার্তায় কোরোনা মোকাবিলায় ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন জানান হরভজন । দুটি দেশেরই ক্রিকেটারদের কাছে সমান আবেদন করেন তিনি । অন্যদিকে টুইটে যুবরাজ লেখেন, “খুব কঠিন সময় । এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে ।“ আফ্রিদিও দুজনকে ধন্যবাদ জানান । এতেই খেপে যায় নেটিজেনরা ।

হরভজন সিংয়ের এক অনুরাগী লেখেন, "আপনার কি বুদ্ধিশুদ্ধি নেই ? সরি, আজ শ্রদ্ধা হারালেন ।" একই সঙ্গে ট্রোল করা হয় যুবরাজকেও । জবাবে যুবি লেখেন, "আমি সত্যিই বুঝতে পারি না কীভাবে একটি সাহায্যের আর্জি এভাবে মানুষকে আলোড়িত করতে পারে । আমি কারওর অনুভূতিতে আঘাত করতে চাইনি । আমি একজন ভারতীয়, এবং সবসময় মানবতার সঙ্গে থাকব ।"

Last Updated : Apr 1, 2020, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.