ETV Bharat / sports

অধিনায়ক সৌরভকে চান আজ়হার, ঘরোয়া ক্রিকেটের সংস্কারের দাবি লক্ষ্মণের - মহম্মদ আজহারউদ্দিন

একজন ছিলেন তাঁর প্রথম অধিনায়ক ৷ অন্যজন তাঁর বিপদের ত্রাতা ৷ সেই দু'জন মহম্মদ আজ়হারউদ্দিন এবং ভিভিএস লক্ষ্মণ উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি BCCI সভাপতি হওয়ায় ৷

আজ়হার ও লক্ষ্মণের সঙ্গে সৌরভ
author img

By

Published : Oct 26, 2019, 5:53 AM IST

কলকাতা, 26 অক্টোবর : অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাপুটে নেতৃত্বের ঝলক প্রশাসক সৌরভের মধ্যে দেখার আশায় মহম্মদ আজ়হারউদ্দিন । প্রাক্তন ভারত অধিনায়ক এখন হায়দরাবাদ ক্রিকেট আসোসিয়েশনের সভাপতি । কলকাতায় এসেছিলেন CAB-র আমন্ত্রণে । ইডেন ক্রিকেটার আজ়হারের প্রিয় মৃগয়াভূমি ছিল । ফলে সেই ইডেনের লনে নতুন বোর্ড সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান মানে আজ়হারের ডাউন মেমোরি লেন ।

বিরানব্বইয়ের অস্ট্রেলিয়া সফর বা ছিয়ানব্বই সালের লর্ডস ৷ সৌরভের প্রথম অধিনায়ক আজ়হার। ক্রিকেটার সৌরভকে কাছ থেকে দেখেছেন । দেশীয় ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতে হাল ধরার সময় দূর থেকে সৌরভকেও দেখেছেন । এবারও ফের প্রশাসনিক জটিলতা সরিয়ে গড়ে তোলার কাজ । কাণ্ডারি সেই সৌরভ । আজ়হার বলছেন, নেতা সৌরভের আগ্রাসী মনোভাব তিনি বোর্ড প্রেসিডেন্টের মধ্যে দেখতে চান । ইংল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ়ের না বলা গল্প শোনালেন । পাঠান স্যুটে ইডেনে এসেছিলেন । বললেন, লর্ডসের অভিষেকের আগে ম্যাঞ্চেস্টারে একটি সাইড ম্যাচে ইনিংস ওপেন করার চ্যালেঞ্জ দিয়েছিলেন । যা নিতে সৌরভ ভয় পাননি বলে প্রশংসা করলেন ।

অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মধুসূদন দাদা ছিলেন ভিভিএস লক্ষ্মণ । এভাবেই লক্ষ্মণকে পরিচয় করালেন সৌরভ স্বয়ং । নেতা সৌরভ বিপদে পড়লেই ব্যাট হাতে ত্রাতা হয়ে ওঠার গল্প শোনালেন । অন্যতম প্রিয় সতীর্থকে সংবর্ধনা মঞ্চে পেয়ে খুশি বোর্ড প্রেসিডেন্ট । তবে প্রিয় প্রাক্তন অধিনায়কের কাছে লক্ষ্মণের ক্রিকেটীয় দাবি অনেক । তবে প্রধান দাবি, ভারতীয় ক্রিকেটের সংস্কার । বিশেষ করে ঘরোয়া ক্রিকেট ঠিক না থাকলে জাতীয় দলের সাফল্যের ধারা বজায় রাখা কঠিন হবে বলে মনে করেন । উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের হালের কথা বললেন । তা যাতে ভারতীয় ক্রিকেটে না হয় সেজন্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আমূল সংস্কারের জোরালো দাবি তুললেন তিনি ।

Sourav
আজ়হার ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ

সৌরভের জোরালো শটের পরিচয় ইস্টবেঙ্গলের নেটে পেয়েছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বে বাংলার জার্সিতে রণজি ট্রফিতে অভিষেক হয়েছিল সৌরভের । বাঁহাতি সৌরভের ব্যাটিং সৌন্দর্যে রাজ সিং দুঙ্গারপুরের মুগ্ধতার কথাও সামনে এল সম্বরণের কথায় । পরবর্তী কালে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত রান যে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছিল তা জানালেন সৌরভের মাধুদা ।

প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রার স্মৃতিতে সৌরভের ব্যাটিং লাইন আপে ওপরের দিকে ব্যাট করতে চাওয়ার গল্পের কথা । যা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সংবর্ধনা মঞ্চে নতুন রং লাগায় ।

কলকাতা, 26 অক্টোবর : অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাপুটে নেতৃত্বের ঝলক প্রশাসক সৌরভের মধ্যে দেখার আশায় মহম্মদ আজ়হারউদ্দিন । প্রাক্তন ভারত অধিনায়ক এখন হায়দরাবাদ ক্রিকেট আসোসিয়েশনের সভাপতি । কলকাতায় এসেছিলেন CAB-র আমন্ত্রণে । ইডেন ক্রিকেটার আজ়হারের প্রিয় মৃগয়াভূমি ছিল । ফলে সেই ইডেনের লনে নতুন বোর্ড সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান মানে আজ়হারের ডাউন মেমোরি লেন ।

বিরানব্বইয়ের অস্ট্রেলিয়া সফর বা ছিয়ানব্বই সালের লর্ডস ৷ সৌরভের প্রথম অধিনায়ক আজ়হার। ক্রিকেটার সৌরভকে কাছ থেকে দেখেছেন । দেশীয় ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতে হাল ধরার সময় দূর থেকে সৌরভকেও দেখেছেন । এবারও ফের প্রশাসনিক জটিলতা সরিয়ে গড়ে তোলার কাজ । কাণ্ডারি সেই সৌরভ । আজ়হার বলছেন, নেতা সৌরভের আগ্রাসী মনোভাব তিনি বোর্ড প্রেসিডেন্টের মধ্যে দেখতে চান । ইংল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ়ের না বলা গল্প শোনালেন । পাঠান স্যুটে ইডেনে এসেছিলেন । বললেন, লর্ডসের অভিষেকের আগে ম্যাঞ্চেস্টারে একটি সাইড ম্যাচে ইনিংস ওপেন করার চ্যালেঞ্জ দিয়েছিলেন । যা নিতে সৌরভ ভয় পাননি বলে প্রশংসা করলেন ।

অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মধুসূদন দাদা ছিলেন ভিভিএস লক্ষ্মণ । এভাবেই লক্ষ্মণকে পরিচয় করালেন সৌরভ স্বয়ং । নেতা সৌরভ বিপদে পড়লেই ব্যাট হাতে ত্রাতা হয়ে ওঠার গল্প শোনালেন । অন্যতম প্রিয় সতীর্থকে সংবর্ধনা মঞ্চে পেয়ে খুশি বোর্ড প্রেসিডেন্ট । তবে প্রিয় প্রাক্তন অধিনায়কের কাছে লক্ষ্মণের ক্রিকেটীয় দাবি অনেক । তবে প্রধান দাবি, ভারতীয় ক্রিকেটের সংস্কার । বিশেষ করে ঘরোয়া ক্রিকেট ঠিক না থাকলে জাতীয় দলের সাফল্যের ধারা বজায় রাখা কঠিন হবে বলে মনে করেন । উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের হালের কথা বললেন । তা যাতে ভারতীয় ক্রিকেটে না হয় সেজন্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আমূল সংস্কারের জোরালো দাবি তুললেন তিনি ।

Sourav
আজ়হার ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ

সৌরভের জোরালো শটের পরিচয় ইস্টবেঙ্গলের নেটে পেয়েছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বে বাংলার জার্সিতে রণজি ট্রফিতে অভিষেক হয়েছিল সৌরভের । বাঁহাতি সৌরভের ব্যাটিং সৌন্দর্যে রাজ সিং দুঙ্গারপুরের মুগ্ধতার কথাও সামনে এল সম্বরণের কথায় । পরবর্তী কালে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত রান যে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছিল তা জানালেন সৌরভের মাধুদা ।

প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রার স্মৃতিতে সৌরভের ব্যাটিং লাইন আপে ওপরের দিকে ব্যাট করতে চাওয়ার গল্পের কথা । যা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সংবর্ধনা মঞ্চে নতুন রং লাগায় ।

Intro:sourav


Body:feli


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.