সিডনি, 4 মার্চ : চলতি মহিলা টি-20 বিশ্বকাপে গ্রুপের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত কাউরের ভারত ৷ অন্য সেমিফাইনালে আয়োজক অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়৷ ফলে নিজেদের গ্রুপে সবার উপরে থেকেই সেমিফাইনালে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে ভারতই চলতি বিশ্বকাপে একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত সবকটি ম্যাচ জিতেছে ৷
2009 সালে টি-20 বিশ্বকাপের শুরুর পর থেকে অস্ট্রেলিয়া জিতেছে চার বার ৷ অন্যদিকে 2009 সালের প্রথম মহিলা টি-20 বিশ্বকাপ জেতে ইংল্যান্ড ৷ তবে এখনও পর্যন্ত ফাইনালে পৌঁছায়নি ভারত ৷ তিন বার সেমিফাইনালে পৌঁছেছে হরমনপ্রীতের দল ৷
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি মনে করেন, সেমিফাইনালে ভারত যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এসেছে ৷ ভারতকে কোনও দুরন্ত টিমই আটকাতে পারবে ৷
ICC-র প্রতিবেদনে লি লেখেন, ‘‘ আমরা দেখেছি ভারত তাদের প্রথম ম্যাচে কীভাবে অস্ট্রেলিয়াকে হারাল ৷ আর এটা কোনও অবাক করার মত ঘটনাই নয় যে তারা গ্রুপের শীর্ষে ৷’’
সম্প্রতি ICC র্যাঙ্কিংয়ে টি-20তে এক নম্বর স্থান দখল করেছেন ভারতের শেফালি বর্মা ৷ 16 বছরের শেফালি এখনও পর্যন্ত টুর্নামেন্টে 161 রান করেছেন ৷ বোলিং ডিপার্টমেন্টে দুরন্ত বোলিং করছেন পুনম যাদব, শিখা পাণ্ডেরা ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছেন পুনম ৷ এখনও পর্যন্ত 9টি উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি ৷
ICC-র প্রতিবেদনে লি আরও লেখেন, ‘‘হরমনপ্রীতরা কখনও ফাইনালে পৌঁছায়নি, কিন্তু এটা একটা আলাদা ভারতীয় দল ৷ ব্যাট ও বলে শেফালি বর্মা ও পুনম যাদবের মতো ক্রিকেটারা আছে, তাই এই ভারতীয় দল অন্যবারের থেকে আলাদা ৷’’