কলকাতা, 30 মার্চ : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তৈরি জরুরি ত্রাণ তহবিলে এবার অর্থ দান করলেন মহিলা ক্রিকেটাররা । ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের মাধ্যমে 50 হাজার টাকা দিচ্ছেন দীপ্তি শর্মা । অন্যদিকে, বাংলার অনূর্ধ্ব 19 দলের কোচ প্রিয়াঙ্কা রায় দশ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন ।
রাজ্যে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই সেখানে অর্থ দান করছেন সাংসদ, বিধায়ক ও পৌরসভার কাউন্সিলররা । ক্রিকেট অ্যাসোশিয়েসন অব বেঙ্গলের তরফেও দেওয়া হচ্ছে টাকা । এবার কোরোনা মোকাবিলায় এগিয়ে এলেন মহিলা ক্রিকেটাররা । আজই ক্রিকেট অ্যাসোশিয়েসন অব বেঙ্গলের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন দীপ্তি শর্মা । উত্তরপ্রদেশের এই ক্রিকেটার দুই মরসুম আগে বাংলার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার পাশাপাশি নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ত্রাণ তহবিলেও দান করেছেন দীপ্তি।
বর্তমান বাংলা মহিলা দলের ক্রিকেটারদের পাশাপাশি প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং বর্তমানে বাংলার অনুর্ধ্ব 19 দলের কোচ প্রিয়াঙ্কা রায় 10 হাজার টাকা দেওয়ার কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা মহিলা দলের এক ব্যক্তি লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন।
ইতিমধ্যেই রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার মিঠু মুখার্জি । ভারতীয় মহিলা বিশ্বকাপ দলের টিনএজ়ার সদস্য রিচা ঘোষও একলাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, CAB- র পাশাপাশি CAB অনুমোদিত ক্লাবগুলিও অর্থ সাহায্য করতে এগিয়ে আসছে। সেইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে মাঠকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ক্লাবগুলি।