ETV Bharat / sports

নতুন ইনিংস শুরু ধোনির , সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা - Dhoni

দীর্ঘ 15 বছরের কেরিয়ারে ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল ৷ তার মধ্যে আছে ওয়ানডে বিশ্বকাপ ও T20 বিশ্বকাপ ৷ ধোনির অবসরের কথা সামনে আসতেই ধোনির উদ্দেশে সোশাল মিডিয়ায় ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে ৷

ধোনি
ধোনি
author img

By

Published : Aug 16, 2020, 1:02 AM IST

দিল্লি, 15 অগাস্ট : সাফল্যের বিচারে ভারতের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্বমেজাজে ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ধোনি লেখেন, ‘‘ কেরিয়ারে জুড়ে তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ ৷ 19টা 29 মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার বলতে পারো ৷’’

দীর্ঘ 16 বছরের কেরিয়ারে ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল ৷ তার মধ্যে আছে ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ ধোনির অবসরের কথা সামনে আসতেই ধোনির উদ্দেশে সোশাল মিডিয়ায় ভালোবাসা ও শুভেচ্ছার বন্য বইতে শুরু করে ৷ তাঁর প্রাক্তন সতীর্থ থেকে রাজনীতিবিদ বাদ যাননি কেউ ৷ কে নেই সেই তালিকায় ৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, স্মৃতি ইরানি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, নিতীন গড়করি, গৌতম গম্ভীর, বিরাট কোহলি সবাই ধোনিকে শুভেচ্ছা জানান ৷

2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধোনির ৷ পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রথম শতরান করেন ৷ 2007 সালে T20 বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে ৷ সেই শুরু , এর পর গোটা বিশ্ব দেখেছে এক নতুন ভারতকে , যার দায়িত্বে ছিলেন 'ক্যাপ্টেন কুল' । 2007-এ পাকিস্তানকে হারিয়ে প্রথম ICC T20 বিশ্বকাপ জেতে ভারত ৷ চার বছর পর 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে মেন ইন ব্লুরা ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন মাহি ৷ 2014 সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি ৷

  • I join millions of cricket fans across the globe to thank @msdhoni for his unparalleled contributions to Indian Cricket. His cool temperament has turned several hot encounters in India’s favour. Under his captaincy India was crowned World Champions twice in different formats.

    — Amit Shah (@AmitShah) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • It is the end of an era. What a player he (MS Dhoni) has been for the country & world cricket. His leadership qualities have been something, which will be hard to match, especially in the shorter format of the game: BCCI President Sourav Ganguly (File pic) pic.twitter.com/U2o9NhlcYa

    — ANI (@ANI) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp

    — Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Every cricketer has to end his journey one day, but still when someone you've gotten to know so closely announces that decision, you feel the emotion much more. What you've done for the country will always remain in everyone's heart...... pic.twitter.com/0CuwjwGiiS

    — Virat Kohli (@imVkohli) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Well Played! @msdhoni
    You took India’s name to the pinnacle of world cricket with your performance and leadership. Every Indian is proud of you.

    My best wishes on your next innings.

    — Nitin Gadkari (@nitin_gadkari) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • From “India A” to “The India” our journey has been full of question marks, commas, blanks & exclamations. Now as you put a full stop to your chapter, I can tell u from experience that the new phase is as exciting and there’s no limit to DRS here!!! Well played @msdhoni @BCCI

    — Gautam Gambhir (@GautamGambhir) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.